ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন
কেহ না দেখয়ে তারে।
প্রেমের পীরিতি যে জন জানয়ে
সেই সে পাইতে পারে।।
পীরিতি পীরিতি তিনটি আখর
জানিবে ভজন-সার।
রাগ-মার্গে যেই ভজন করয়ে
প্রাপ্তি হইবে তার।।
মৃত্তিকার উপরে জলের বসতি
তাহার উপরে ঢেউ।
তাহার উপরে পীরিতি বসতি
তাহা কি জানয়ে কেউ।।
রসের পীরিতি রসিক জানয়ে
রস উগারিল কে।
সকল ত্যজিয়া যুগল হইয়া
গোলোকে রহিল সে।।
পুত্র পরিজন সংসার আপন
সকল ত্যজিয়া লেখ।
পীরিতি করিলে তাহারে পাইবে
মনেতে ভাবিয়া দেখ।।
পীরিতি পীরিতি তিনটি আখর
পীরিতি ত্রিবিধ মত।
ভজিতে ভজিতে নিগূঢ় হইলে
হইবে একই মত।।
পরকীয়া ধন সকল প্রধান
যতন করিয়া লই।
নৈষ্ঠিক হইয়া ভজন করিলে
পদ্ধতি সাধক হই।।
পদ্ধতি হইয়া রস আস্বাদিয়া
নৈষ্ঠিকে প্রবৃত্ত হয়।
তাহার চরণ হৃদয়ে ধরিয়া
দ্বিজ চণ্ডীদাস কয়।।