“রাই, আজু কেন হেন দেখি। স্বরূপ করিয়া কহনা আমারে মনের মরম সখি।। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি। রসের ভরেতে অঙ্গ নাহি ধরে বসন পড়িছে খসি।। এক কহিতে আর কহিতেছ বচন হইয়া হারা। রসিয়ার সনে কিবা রসরঙ্গে সাঙ্গ হয়েছে পারা।। ঘন ঘন তুমি মুড়িতেছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কহনা কহসি কপট […]
keyboard_arrow_right