• তাহারে বুঝাও সই পেলে তার লাগি
    তাহারে বুঝাও সই পেলে তার লাগি। ননদী-বচনে যেন বুকে উঠে আগি।। কাহারে না কহি কথা রহি দুখে ভাসি। ননদী-দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কব আমি কানুর সে কথা।। যত দূরে যাবে বন্ধু তত দূরে যাব। পরাণ-দেসার লাগি কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • তাহে অপরূপ কৃষ্ণ-অবতার
    তাহে অপরূপ কৃষ্ণ-অবতার হইল সুবল সখা। অতি অনুপম যেন নবঘন জলদ সমান দেখা।। যেমন অঞ্জন ললিত রঞ্জন কিবা অতসীর ফুল। যেন কুবলয় -দল সরোরুহ যেমত কানড় ফুল।। কোন রূপ হেন নহে নিরুপম দেখিয়াছি বহু রূপ। বিবিধ বন্ধান করিয়া সন্ধান গড়ল রসের কূপ ।। চরণ যেমত যাবক নিন্দিয়া হিঙ্গুল দলিয়া যৈছে। তাহাতে অধিক বিম্বফল সম লখিতে […] keyboard_arrow_right
  • তাহে অপরূপ কৃষ্ণ অবতার
    তাহে অপরূপ কৃষ্ণ অবতার হইল সুবল সখা। অতি অনুপম যেন নবঘন জলদ সমান দেখা।। যেমত অঞ্জন ললিত রঞ্জন কিবা অতসীর ফুল। যেন কুবলয় দল সরোরূহ যেমত কানড় ফুল।। কোনরূপ হেন যেন নিরুপম দেখিয়াছে বহুরূপ। বিবিধ বন্ধান করিয়া সন্ধান গড়ল রসের কূপ।। চরণ যেমত যাবক নিন্দিয়া হিঙ্গুল দলিয়া যৈছে। তাহাতে অধিক বিম্বফল সম দেখিতে না পারে […] keyboard_arrow_right
  • তোমরা মোরে ডাকি সুধাও না
    তোমরা মোরে ডাকি সুধাও না প্রাণ আনচান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হইলাম দোষি।। গোকুল নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী কানু কলঙ্কিনী রাধা।। বাহির না হই লোক চরচায় বিষ মিশাইল ঘরে। পিরীতি করিয়া জগতের বৈরী আপনা বলিব কারে।। তোমরা পরাণের ব্যথিত আছিলা জীবন মরণের সঙ্গ। […] keyboard_arrow_right
  • তোমার পীরিতি কি জানি জজিতে
    “তোমার পীরিতি কি জানি জজিতে অবলা কুলের বালা। সুজন দেখিয়া পীরিতি করিলুঁ পরিণামে এত জ্বালা।। অবলা জনার দোষ না লইবে তিলে কত হয় দোষ। তুমি দয়া করি কৃপা না ছাড়িহ মোরে না করিহ রোষ।। তুমি সে পুরুষ- ভূষণ শকতি সকলি সহিতে হয়। কূলের কামিনী লেহ বাড়াইয়া ছাড়িতে উচিত নয়।। তিলেক না দেখি ও চাঁদবদন মরমে […] keyboard_arrow_right
  • তোমার পীরিতি কি জানি ভকতি
    তোমার পীরিতি কি জানি ভকতি অবলা কুলের বালা। সুজন দেখিয়া পীরিতি করিনু পরিণামে হল জ্বালা।। অবলা জনের দোষ না লইবে তিলে কত হয়ে দোষ। তুমি দয়া করি কৃপা না ছাড়িহ মোরে না করিহ রোষ।। তুমি সে পুরুষ- ভূষণ শকতি সকল সহিতে হয়। কুলের কামিনী লেহ বাড়াইয়া ছাড়িতে উচিত নয়।। তিলেক না দেখি ও চাঁদবদনে মরমে […] keyboard_arrow_right
  • দুহুঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল হাস
    দুহুঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল হাস। দুহুঁকর হৃদয়ে মদন পরকাশ।। নিবিড় আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ। বদনে বদনে মেলি বাঢ়ল আনন্দ।। রতিরণ কয়লহি দুহুঁজন মেলি। অলসে অবশতনু দুহুঁজন ভেলি।। বৈঠল দুহুঁজন সরস সমাই। প্রেমদাস জলসেবন যাই।। keyboard_arrow_right
  • দেখ নিতাই চাঁদের মাধুরী
    দেখ নিতাই চাঁদের মাধুরী। পুলকে পূরিত তনু কদম্ব কেশর জনু বাহু তুলি বলে হরি হরি।। শ্রীমুখমণ্ডল ধাম জিনি কত কোটি কাম সে না বিহি কিসে নিরমিল। মথিয়া লাবণ্যসিন্ধু তাহে নিঙাড়িয়া ইন্দু সুধাসাচে মুখানি গঢ়িল।। নবকঞ্জদল আঁখি তারক ভ্রমরাপাখী ডুবি রহু প্রেমমকরন্দে। সে রূপ দেখিল যেহ সে জানিল রসমেহ অবনী ভাসল সে আনন্দে।। পূরবে যে ব্রজপুরে […] keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে ।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব ।। চণ্ডীদাসে কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব।। চণ্ডীদাস কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ