• দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্গ-ছাই অঙ্গেতে লেপিব।। চণ্ডীদাস কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেবী ভগবতী পৌর্ণমাসী খ্যাতি
    দেবী ভগবতী পৌর্ণমাসী খ্যাতি প্রভাতে সিনান করি। কানুর দরশে চলিলা হরষে আইলা নন্দের বাড়ী।। শিরে শুভ্র কেশ তাপসীর বেশ অরুণ বসন পরি। বেদময় কথা ঘন হালে মাথা করতে লগুড় ধরি।। দেখি নন্দরাণী ধাইয়া অমনি পড়িল চরণতলে। তারে কোলে লৈয়া শির পরশিয়া আশিস বচন বোলে।। সতী শিরোমণি অখিল জননী পরাণ বাছনি মোর। পতি পুত্রসহ ধেনু বৎস […] keyboard_arrow_right
  • দেয়াশিনী বেশে মহলে প্রবেশে
    দেয়াশিনী বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিঁধিয়া বিভূতি সাজল মূরতি রুদ্রাক্ষ জপয়ে করে।। কহে ”জয় দেবী ব্রজপুরসেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা দেয়াশিনী কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে, বলে ”গোপ ভাল আছে।। সবাকার জয় […] keyboard_arrow_right
  • দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে
    দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিন্ধি রাঙ্গা ধুতি সাজিল যুবতী রুদ্রাক্ষ জপয়ে করে।।ধ্রু।। কহে “জয় দেবী ব্রজপুর সেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা তাহার কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে গোপেরা কেমন আছে।। […] keyboard_arrow_right
  • দোলা অতিশয় বেগ লাগি দুহুঁ
    দোলা অতিশয় বেগ লাগি দুহুঁ নিজ নিজ পদযুগে চাপি। দুহুঁ কর ডোরহিঁ ডোর ঝুলায়ত গাওত মধুর আলাপি।। এক বেরি উধ উঠতহি পুন অধ খরতর চালয়ে দোল। দুহুঁ রূপমাধুরি হেরইতে সহচরি পরমানন্দে বিভোল।। শ্যামর গোরি গোরি পুন শ্যামর কবহুঁ উপর কভু হেঁট। অনুপম কান্তি কৌতুক সুবিথারল দুহুঁক হার দুহুঁ ভেট।। রাইক মোতিমহার শ্যামউরে নৃত্য কয়ল পরতেক। […] keyboard_arrow_right
  • ধেনু চরায়ত বেণু বাজায়ত
    ধেনু চরায়ত বেণু বাজায়ত যমুনাতীরপুলিনবনে। প্রিয় দাম সুদাম শ্রীদাম সুবল মহাবল এসব সখা সগণে।। নটবেশ সুকেশ চূড়া শিখি সাজনী মালতী মাল প্রসন্ন দলে। শ্রুতিপাশ বিলাস মণি মকরাকৃতি কুণ্ডল মণ্ডিত গণ্ডে দোলে।। কটি পীত পট বনায়নি কাছনী কিঙ্কিণী কঙ্কণ দাম সনে। চরণ কমন দলে শশি মণ্ডিত খণ্ডিত তাপ ভজন্ত জনে।। জয়কৃষ্ণ দাস পহুঁ গোবর্দ্ধন ধারণ ধীর […] keyboard_arrow_right
  • নটবর রসিক রমণি-মনমোহন
    নটবর রসিক রমণি-মনমোহন কত শত বেশ বিলাস। শ্যাম বরণ পর গৌর কলেরব অখিল ভুবন পরকাশ।। দেখ দেখ অদভুত পহুক বিলাস। রঙ্গিণি-সঙ্গ-রঙ্গ-রস-রঙ্গিত হেন জন করিল সন্ন্যাস।। নায়রি-কুচ-তট-কুঙ্কুম-মণ্ডিত বসন বেশ ধরু সাধে। গোরিক থোরি বদন-বিধু চুম্বন হৃদয় গহন উনমাদে।। তাকর গাঢ় আলিঙ্গন সঙ্গমে পুলকিত অতি অবসাধে। মনসিজ-সমরে পরাভব অন্তরে তেঁ অতি করয়ে বিষাদে।। মকরত-বরণ রতন-মণি-ভূষণ তেজি অব […] keyboard_arrow_right
  • নাগর আপনি হৈলা বণিকিনী
    নাগর আপনি হৈলা বণিকিনী কৌতুক করিয়া মনে। চুয়া যে চন্দন অমলা বন্টন যতন করিয়া আনে।। কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণীর জড়। সোন্ধা সুকুম্‌কম্‌ কর্পূর চন্দন আনিল মুথা শিকড় ।। থাকিলে করিয়া আনিল ভরিয়া উপরে বসন দিয়া।। মিছামিছি করি ফেরে বাড়ী বাড়ী বৈসে ভানু দ্বারে গিয়া।। ”চুয়া কে লইবে” ফুকরি কহয়ে আইলা দাসী যে তবে […] keyboard_arrow_right
  • নাগর আপনি হৈলা বণিকিনী
    নাগর আপনি হৈলা বণিকিনী কৌতুক করিব মনে। চুয়া যে চন্দন আমলা বর্ত্তন যতন করিয়া আনে।। কেশর যাবক কস্তূরী দ্রাবক আনিল বেণার জড়। সোন্ধা সুকুঙ্কুম কর্পূর চন্দন আনিল মুথা-শিকড় ।। থালিতে করিয়া আনিল ভরিয়া উপরে বসন দিয়া। মিছামিছি করি ফেরে বাড়ী বাড়ী ভানুর দুয়ারে গিয়া।। “চুয়া কে লইবে ফুকরি কহয়ে আইল দাসী যে তবে। “মোদের মহলে […] keyboard_arrow_right
  • নিজ-প্রতিবিম্ব হরিক উরে হেরইতে
    নিজ-প্রতিবিম্ব হরিক উরে হেরইতে তব উপজায়ল মান। শ্যামের-দরশে হরষ তুয়া অন্তর কাহে দুহুঁ বিরস-বয়ান।। দেখ দেখ আজু অপরূপ। কাহে বিমনা ভই উলটই বৈঠলি হেরইতে স্বপন স্বরূপ।।ধ্রু।। তুহারি অন্তর-কথা মরম না বূঝত শুন শুন সুন্দরি রাধে। তুহুঁ বর-নাগরি রসিক-শিরোমণি কাহে করহ রস-বাদে।। তুহুঁকর রীতহি ভীত অব পায়ল হেরি লাগয়ে মঝু ধন্দ। রসময় নাগর কাহে নিরস করু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ