দোলা অতিশয় বেগ লাগি দুহুঁ
নিজ নিজ পদযুগে চাপি।
দুহুঁ কর ডোরহিঁ ডোর ঝুলায়ত
গাওত মধুর আলাপি।।
এক বেরি উধ উঠতহি পুন অধ
খরতর চালয়ে দোল।
দুহুঁ রূপমাধুরি হেরইতে সহচরি
পরমানন্দে বিভোল।।
শ্যামর গোরি গোরি পুন শ্যামর
কবহুঁ উপর কভু হেঁট।
অনুপম কান্তি কৌতুক সুবিথারল
দুহুঁক হার দুহুঁ ভেট।।
রাইক মোতিমহার শ্যামউরে
নৃত্য কয়ল পরতেক।
কানু বনমাল রাইকুচকঞ্চুকে
আলিঙ্গন অভিষেক।।
ঝুলইতে ঐছন শোভন সখিগণ
হেরইতে আনন্দ হোই।
উদ্ধব দাস ভণ কো করু বীজন
চামর ঢুলায়ত কোই।।