• নিতাই আমার পরম দয়াল
    নিতাই আমার পরম দয়াল। আনিয়া প্রেমের বন্যা জগত করিল ধন্যা ভরিল প্রেমেতে নদী খাল।।ধ্রু।। লাগিয়া প্রেমের ঢেউ বাকি না রহিল কেউ পাপী তাপী চলিল ভাসিয়া। সকল ভকত মেলি সে প্রেমেতে করে কেলি কেহ কেহ যায় সাঁতরিয়া। ডুবিল নদীয়াপুর ডুবে প্রেমে শান্তিপুর দোহে মিলি বাইছ খেলায়। তা দেখি নিতাই হাসে সকলেই প্রেমে ভাসে বাসু ঘোষ হাবুডুবু […] keyboard_arrow_right
  • নিতাই কেবল পতিত জনার বন্ধু
    নিতাই কেবল পতিত জনার বন্ধু। জীব চিরপুণ্যফলে বিধি আনি মিলায়ল তরঙ্গিত পিরীতের সিন্ধু।।ধ্রু।। দিগ নেহারিয়া যায় ডাকে পহুঁ গোরারায় অবনী পড়বে মুরছিয়া। নিজ সহচর মেলে নিতাই করিয়া কোলে কাঁদে পহুঁ চাঁদমুখ চাহিয়া।। নব গুঞ্জারুণ আঁখি প্রেমে ছল ছল দেখি সুমেরু উপরে মন্দাকিনী। মেঘ গভীর নাদে পুনঃ ভায়া বলি ডাকে পদভরে কম্পিত ধরণী।। নিতাই করুণাময় জীবে […] keyboard_arrow_right
  • নীল কমল-দল শ্রীমুখমণ্ডল
    নীল কমল-দল শ্রীমুখমণ্ডল ঈষত মধুর মৃদু হাস। নব ঘন জিনি কালা গলাএ গুঞ্জার মালা আভীর বালক চারি পাশ।। মণিময় ঝুরি মাথে অঙ্গদ বলয়া হাথে রতন-নূপুর রাঙ্গা পায়। হাসিতে খেলিতে যায় গোধূলি ধূসর গায় বরিহা উড়িছে মন্দ বায়।। নবীন রাখাল হরি নটবর-বেশ ধরি শিশু সঙ্গে গরুয়া চরাএ। ভূষণ বনের ফুল কি দিব তাহার তুল মুকুন্দ আনন্দে […] keyboard_arrow_right
  • পথের মাঝারে আছেন সুবল
    পথের মাঝারে আছেন সুবল হেনই সময়ে রাই। সহচরী সনে তুরিতে মিলল যমুনা সিনানে যাই।। কহেন সুবল অপরূপ আছে স্থল জল সেই দিগে। যে রূপ ছায়াতে দেখিয়ে মূর্চ্ছিত সহজ মূরতি আগে।। এ পথে গমন না কর বিলম্ব আগে দেখ নটরায়। হংসগমনী রাজার নন্দিনী প্রবেশ করল তায়।। সহচরী রহে পথের মাঝারে সুবল সঙ্গেতে তথা। দেখিতে নাগরে নাগরীর […] keyboard_arrow_right
  • পথের মাঝেতে আছেন সুবল
    পথের মাঝেতে আছেন সুবল হেনই সময়ে রাই। সহচরী সনে ত্বরিতে মিলিল যমুনা-সিনানে যাই।। কহেন সুবল– “অপরূপ আগে স্থল জল সেই দিকে। যে রূপ ছায়াতে দেখিয়ে মূর্চ্ছিত সহজ মূরতি আগে।। এ পথে গমন না কর বিলম্ব আগে দেখ নটরায়।” হংস-গমনী রাজার নন্দিনী প্রবেশ করল তায়।। সহচরী রহে পথের মাঝারে সুবল সঙ্গেতে তথা। দেখিয়া নাগর নাগরীর মুখ […] keyboard_arrow_right
  • পিয়া গেল দূরদেশে হাম অভাগিনী
    পিয়া গেল দূরদেশে হাম অভাগিনী। শুনিতে না বাহিরায় এ পাপপরাণী।। পরশ সোঙরি মোর সদা মন ঝুরে। এমন গুণের নিধি লয়ে গেল পরে।। কাহারে কহিব সই আনি দিবে মোরে। রতন ছাড়িয়া গেল ফেলিয়া সাগরে।। গরল গুলিয়া দেহ জিহ্বার উপরে। ছাড়িব পরাণ মোর কি কাজ শরীরে।। চণ্ডীদাস কহে কেন এমতি করিবে। কানু সে প্রাণের নিধি আপনি মিলিবে।। keyboard_arrow_right
  • পিয়া কথা কি পুছসি রে সখি
    পিয়া কথা কি পুছসি রে সখি পরাণ নিছনি দিয়ে। গইড়ের কুটাগাছি শিরে ঠেকাইয়া আলাই বালাই তার নিয়ে।। হাত দিয়া দিয়া মুখানি মোছাঞা দীপ নিয়া নিয়া চায়। কতেক যতনে পাইয়া রতনে থুইতে ঠাঞি না পায়।। কত না আদরে রসের বাদরে নিমগন কৈল মোরে। তিলে না দেখিলে নিমিখ তেজিলে ভাসয়ে নয়ন লোরে।। সে হেন নাগর রসের সাগর […] keyboard_arrow_right
  • পিয়া গেল দূর দেশ হাম অভাগিনী
    “পিয়া গেল দূর দেশ হাম অভাগিনী। শুনিতে না বাহিরায় এ পাপ-পরাণী।। পরশি সোঙরি মোর সদা মন ঝুরে। এমন গুণের নিধি লয়ে গেল পরে।। কাহারে কহিব সই আনি দিবে মোরে। রতন ছাড়িয়া গেল ফেলিয়া পাথারে।। গরল আনিয়া দেহ জিহ্বার উপরে । ছাড়িব পরাণ মোর কি কাজ শরীরে।” চণ্ডীদাস কহে –“কোন্‌ এমতি করিবে। কানু সে পরাণ-নিধি আপনি […] keyboard_arrow_right
  • পিয়া গেল দূর দেশে হাম অভাগিনী
    পিয়া গেল দূর দেশে হাম অভাগিনী। শুনিতে না বাহিরায় এ পাপ পরাণী।। পরশি সোঙরি মোর সদা মন ঝুরে। এমন গুণের নিধি লয়ে গেল পরে।। কাহারে কহিব সই আনি দিবে মোরে। রতন ছাড়িয়া গেল ফেলিয়া পাথারে।। গরল আনিয়া দেহ জিহ্বার উপরে। ছাড়িব পরাণ মোর কি কাজ শরীরে।। চণ্ডীদাস কহে কেন এমতি করিবে। কানু সে পরাণনিধি আপনি […] keyboard_arrow_right
  • পিয়ার কথা কি পুছসি রে সখি
    পিয়ার কথা কি পুছসি রে সখি পরাণ নিছনি দিয়ে। খড়ের কুটাগাছি শিরে ঠেকাইয়া আলাই বালাই তার নিয়ে।।ধ্রু।। হাত দিয়া দিয়া মুখানি মোছাঞা দীপ নিয়া নিয়া চায়। কতেক যতনে পাইয়া রতনে থুইতে ঠাঞি না পায়।। কত না আদরে রসের বাদরে নিমগন কৈল মোরে। তিলে না দেখিলে নিমিখ তেজিলে ভাসয়ে নয়ান লোরে।। সে হেন নাগর রসের সাগর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ