ভাদ্রমাস কৃষ্ণপক্ষ অর্দ্ধেক যামিনী। অষ্টমী মিলিত তাহে নক্ষত্র রোহিণী।। ঘোরতর অন্ধকার ঘন ঘোর ঘটা। ক্ষণে ক্ষণে প্রকাশিত বিদ্যুতের ছটা।। ঘন ঘন গরজন ঘন ঘন বরিষণ। দেবকী উদরে হইলা কৃষ্ণের জনম।। হইল আকাশপথে দুন্দুভির ধ্বনি। শঙ্খবাদ্য করে যত দেবতা-রমণী।। নৃত্য করে অপ্সরা কিন্নরে গায় গীত। বসুদেব কৃষ্ণরূপ দেখিয়া মোহিত।। শঙ্খ চক্র গদা পদ্ম পীতাম্বরধারী । জ্ঞানদাস […]
keyboard_arrow_right