ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাব গদ্গদ হয়। “ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত।। ভুরু নাটাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলালে কত।। পীরিতি -রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা-নগরের যত নাগরীর পীরিতের ধার ধার’।। শুন গিরিধারি, মথুরা-বিহারি, নারী বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি এই […]
keyboard_arrow_right