• ভাবে ভরল হেম-তনু অনুপাম রে
    ভাবে ভরল হেম- তনু অনুপাম রে অহনিশি নিজ রসে ভোর। নয়নযুগল প্রেম- জলে ঝর ঝর রে ভুজ তুলি হরি হরি বোল।। হরি হরি মরি কি পিরীতিময় ফাঁদ। নাচত গৌর কিশোর মোর পহু রে অভিনব নবদ্বীপচাঁদ।।ধ্রু।। জিতল নীপফুল পুলকমুকুল রে প্রতিঅঙ্গে ভাব বিথারি। রসভরে গর গর চলই খলই রে গোবিন্দ দাসিয়া বলিহারি। keyboard_arrow_right
  • ভাবের অন্তরে ভাবের উদয়
    ভাবের অন্তরে ভাবের উদয় তাহার উপরে ভাব। ফুলের মধু চাঁপার পাখড়ি গন্ধেতে দিল লাভ।। বড় বড় জন রসিক কহয়ে রসিক কেহ ত নয়। তর তম করি বিচার করিলে কোটিকে গুটিক হয়।। কোন রসে কোন রসের উদয় কোন সুখে কোন সুখ। তাহার মাধুরী পশিয়া না পিয়ে এ বড় মনের দুখ।। সবার উপরে কি বা সে ঝামরু […] keyboard_arrow_right
  • ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়
    ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়। কৃষ্ণ গেল গোচারণে কান্দে উভরায়।। পুন কহে প্রাণনাথ ধবলীর সনে। সখাগণ লঞে নাথ গেলা সে বিপিনে।। ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলি করয়ে রোদন। ক্ষণে বৃন্দাবনের পথ করে নিরীক্ষণ।। গোরা মুখ হেরে কান্দে সহচরগণ। না বুঝল বলরাম বৃথাই জীবন।। keyboard_arrow_right
  • ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ
    ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ যোগাসনে বসিয়া আছিলা। হঠাৎ কি ভাব মনে হুহুঙ্কার গরজনে অকস্মাৎ উঠি দাঁড়াইলা।। আনিয়াছি আনিয়াছি অবনীমণ্ডলী। জগত তারিবে যেই নদীয়া উদয় সেই ইহা বলি নাচে বাহু তুলি।। তাঁহার উদণ্ড নৃত্যে ভূকম্পন হইল মর্ত্ত্যে ধরণী ধরিতে নারে ভার। শান্তিপুরনাথ সঙ্গে নরনারী নাচে রঙ্গে যেন ভেল আনন্দ-বাজার।। অদ্বৈতের হুহুঙ্কারে সপ্ত সর্গ ভেদ […] keyboard_arrow_right
  • ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাবে গদ গদ কয়। ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত। ভূরু নাচাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলাইলে কত।। পীরিতি-রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা নগরের যত নাগরীর পীরিতের ধর ধার।। শুন গিরিধারী মথুরা বিহারী নারী-বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি […] keyboard_arrow_right
  • ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাব গদ্‌গদ হয়। “ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত।। ভুরু নাটাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলালে কত।। পীরিতি -রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা-নগরের যত নাগরীর পীরিতের ধার ধার’।। শুন গিরিধারি, মথুরা-বিহারি, নারী বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি এই […] keyboard_arrow_right
  • ভারতী গৌর নিকট যব ভেটঠ
    ভারতী গৌর নিকট যব ভেটঠ। পুরজন হেরি বয়ন করু হেঁঠ।। তবধরি দক্ষিণ পয়োধর কাঁপি। অবিরল লোরে নয়ন রহু ঝাঁপি।। সজনী লাখ বিপদ নাহিঁ মানি। রসময় গৌর বিমুখ-ভয় জানি।। মঝু মন ঐছন করত বিষাদ। ছোড়ব গৌর পড়ব পরমাদ।। দারুণ বিধি জনি সাধই বাদ। তনু ডারব সব গঙ্গ অগাধ।। কি এ অনুতাপে করব বিষপান। দীনবন্ধু শুনি হরল […] keyboard_arrow_right
  • ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে
    “ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে। প্রভাতে দেখিলুঁ মুখ দিন যাবে ভালে।। বঁধু তোমারে বলিহারি যাই। ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ-মুখ চাই।।ধ্রু।। আই আই পড়েছে মুখে কাজরের আভা। ভালে সে সিন্দূর-দাগ মুনি মনোলোভা।। খর-নখ-দশনে অঙ্গ জরজর। কিবা সে কঙ্কণ-দাগ হিয়ার উপর।। নীলপাটের শাটী কোঁচার বলনি। রমণী-রমণ হৈয়া বঞ্চিলা রজনী।। সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে। এখন […] keyboard_arrow_right
  • ভাল না দেখিয়ে আজি
    (হেদে লো তোমারে) ভাল না দেখিয়ে আজি। কালা-মানিকের বাতাসে এ বুঝি মজিল গোকুল রাজি।।ধ্রু।। ভাবে ভরল সকল অঙ্গ মুখে ত না সরে রা। আবেশে অবশ ডঅথির চরণ ধরণে না যায় গা।। ঢর ঢর রাঙ্গা নয়নযুগল সঘনে নিশ্বাস ছাড়ো। পীন পয়োধর বসনে ঝাঁপিয়া অঙ্গ সদা কেনে মোড়ো।। পুছিলে মনের মরম না কহ মাথা তুলি নাহি চাও। […] keyboard_arrow_right
  • ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল
    ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল। ব্রজরমণীগণ চৌদিগে বেঢ়ল যশোমতি দেই করতাল।। রুনুর ঝুনুর ধ্বনি ঘাঘর কিঙ্কিণী গতি নট খঞ্জন ভাঁতি। হেরইতে অখিল নয়ন মন ভুলয়ে ইহ নব নীরদ কাঁতি।। করে করি মাখন দেই রমণীগণ খাওই নাচিয়ে রঙ্গে। ধ্বজবজ্রাঙ্কুশ পঙ্কজ সুললিত চরণ চালই কত ভঙ্গে।। কুঞ্চিত কেশ বেশ দিগম্বর কটিতটে ঘুংগুর সাজ। বংশী কহই কিয়ে জগজন মঙ্গল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ