রাই কানু পিরীতির বালাই লৈয়া মরি। ক্ষণে করে আলিঙ্গন ক্ষণে মুখচুম্বন ক্ষণে রাখে হিয়ার উপরি।। আউলায়্যা চাঁচর কেশ করে বহুবিধ বেশ সিন্দূর চন্দন দেই ভালে। মুখচাঁদে দেখি ঘাম আকুল হইয়া শ্যাম মোছায়ই বসন অঞ্চলে।। দাসীগণ করে হৈতে চামর লইয়া হাতে আপনে করয়ে মৃদু বায়। দেখি রাইমুখশশী সুধা ঝরে রাশি রাশি হেরি নাগর অনিমিখে চায়।। ঐছন […]
keyboard_arrow_right