মোর প্রভু মদনগোপাল গোপীনাথ জিউ দয়া কর মোরে।
সংসার সাগর ঘোরে পড়িঞা রঞাছি নাথ
প্রেম ডোরে বান্ধি লেহ মোর।।
অধম চ্ছার অ মি দয়ার ঠাকুর তুমি
শুনিঞাছি বৈষ্ণবের মুখে।
এই বড় ভরসা মনে ফেল লঞা বৃন্দাবনে
বংশীবট দেখি যেন সুখে।।
কৃপা কর মাধুকরি দেহ মোরে চুলে ধরি
যমুনা দেহ পদ ছায়া।
অনেক দিবসের আশ নহে যেন নৈরাশ
দয়া কর না করিহ মায়া।।
অনিত্য এই দেহ ধরি মিছা আপন আপন করি
পিছে আছে শমনের ভয়।।
নরোত্তম দাসের মনে প্রাণ কান্দে রাত্রি দিনে
পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়।।