শ্রীশচীনন্দন প্রভু কর অবধান। ভোজন মন্দিরে পহুঁ করহ পয়ান।। বসিতে আসন দিল রত্ন সিংহাসন। সুবাসিত জল দিয়া ধোয়ায় চরণ।। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসেন চৈতন্য গোসাঞী।। চৌষট্টি মোহান্ত আর দ্বাদশ গোপাল। ছয় চক্রবর্তী বৈসে অষ্ট কবিরাজ।। শাক সুকুতা অন্ন লাফড়া ব্যঞ্জন । আনন্দে ভোজন করে শ্রীশচীনন্দন ।। দধি দুগ্ধ ঘৃতমধু নানা উপহার। […]
keyboard_arrow_right