• মীনেরে দেখিয়া পরাণ কান্দে
    মীনেরে দেখিয়া পরাণ কান্দে। ঠেকিনু বিষম মেষের ফান্দে।। বৃষ হউ মোর এ সাধ মনে। পরিবাদ হউ মিথুন সনে।। কর্কট বিষম মদন বাণে। সিংহ প্রবেশয়ে এ দেহ সনে।। কন্যার বসতি নাহিক ইথে। যদি বা মিলয়ে তুলার সাথে।। বিছার বিবাদে কি করে মোর। ধনুরে করুণা করিব তোর।। মকরে ভাবুক এ সব কথা। কুম্ভ কলঙ্কিণী হইবে রাধা।। ভণে […] keyboard_arrow_right
  • মুই নারীয়ে কি দোষ কইলু
    মুই নারীয়ে কি দোষ কইলু, রে পাগল, হায়রে নাগর, মুই নারীয়ে কি দোষ কইলু।। শয্যা না করি’ অভাগী নারী রইলাম পন্থে চাইয়া। আসিবায় আসিবায় করি’ আমার রাত্রি গেল গইয়া।। যারে বলি বন্ধু, রে বন্ধু, বন্ধে বাসইন ভিন্‌। জনম ভরি রইল দুঃখ মোর না পাইলাম গোবিন্‌।। ঠাকুর পিয়াশা’য় কইন হইয়া বেভুল হির্‌ছ ভাবি’ ভুলিয়া রইলাম না […] keyboard_arrow_right
  • মুকুট উতারি জটাজুট বান্ধল
    মুকুট উতারি জটাজুট বান্ধল পহিরল ফটিক মাল। চন্দন উতারি ভসম চড়াওল বাউলবেশ বনাল।। পীতধটি ছোড়ি কোপিন পহিরল শঙ্খ কি কুণ্ডল কানে। ময়ূরক পুচ্ছ হাত ধরি মাধব আওল শিঙ্গরব করতহি। গোরখ জাগাই জটিলা ভীখ আনি দেল। মৌনী যোগেশ্বর মাথ ঢুলাওত বুঝল ভীখ নাহিঁ লেল।। জটিলা কহত কিএ তুহুঁ মাঙ্গত যোগী কহত বুঝাই। তো বধূ হাথ ভীখ […] keyboard_arrow_right
  • মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ
    মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ। রুচির চন্দন চারু চর্চ্চিত বেশ।। অভিনব জলধর দেহ তমালে। শোভিত পরিমল মালতী মালে।। মণিময় মকর কুণ্ডল শ্রুতি দেশে। তড়িদিব নব পীত বসন বিশেষে।। প্রতাপনারায়ণভণিত মধুপ। পরমপুরুষ পুরুষোত্তম রূপ।। keyboard_arrow_right
  • মুখ তোর পুনিমক চন্দা
    মুখ তোর পুনিমক চন্দা। অধর মধুরি ফুল গল মকরন্দা।। অগে ধনি সুন্দরি রামা। রভসক অবসরকঁ ভেলি হে বামা।। কোপে ন দেহে মধুপানে। জীবন জৌবন সপন সমানে।। keyboard_arrow_right
  • মুখ দেখিতে বুক বিদরে
    মুখ দেখিতে বুক বিদরে কে তাহে পরাণ ধরে। ভাবিলে কামিনী দিবস-রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই কি জানি কদম্ব-তলে। দেখিয়া ও রূপ কুলে তিলাঞ্জলি যাইতে যমুনা-জলে।। বঙ্কিম নয়নে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সই জানিলু নিশ্চয় মজিল কুলের গোরি।। চাচর চুলে ফুলের কাছনি সাজনি মউর-পাখে। বলরাম বলে কোন কামিনী কুলের ধরম রাখে।। keyboard_arrow_right
  • মুখ দ্বিজরাজ অলক কুলবঞ্চিত
    মুখ দ্বিজরাজ অলক কুলবঞ্চিত শ্রুতি অবগাহক দীঠে। অবনত ভাঙ দশনগণ নিরমল শুকসম ভাখন মীঠে।। মাধব তোহে মুনিগণ অবিশেষ। নিকরুণ কাম জিতএ কৈছে কামিনী মোহে কহবি উপদেশ।। পহিলহি স্বামি- বুঝই নাহি পারিএ নয়ন বয়নে কহ বাণী।। মন্দির ছোড়ি অতএ বনে আওলুঁ তুহুঁ সহজই বনবাসী। রতিপতি জিতি যৈছে তুয়া কিরিতি গোবিন্দদাস পরকাশী।। keyboard_arrow_right
  • মুখরার সঙ্গে রাই সখীগণ সনে
    মুখরার সঙ্গে রাই সখীগণ সনে। যমুনা সাঁতার দেখি ভাবে মনে মনে।। ডাক দিয়া বলে নায়্যা নৌকা আন ঘাটে। আমরা হইব পার বেলা সব টুটে।। দেখিয়া নাগররাজ জীর্ণ তরি লৈয়া। হাসিয়া কহয়ে কথা কাণ্ডারী হইয়া।। কি দিবে আমারে কহ কতেক বেতন। একে একে পার করিব যত জন।। রাই কহে যাহা চাও তাহা আমরা দিব। কাণ্ডারী কহয়ে […] keyboard_arrow_right
  • মুখানি পূর্ণিমার শশী কিবা মন্ত্র জপে
    মুখানি পূর্ণিমার শশী কিবা মন্ত্র জপে। বিম্ববিড়ম্বিতাধর সদাই কেনে কাঁপে।। গোরা নাচে নটন রঙ্গিয়া। অখিল জীবের মন বান্ধে প্রেম দিয়া।।ধ্রু।। চান্দ কান্দয়ে মুখছান্দ দেখিয়া। তপন কান্দয়ে আঁখি-জলদ হেরিয়া।। কাঁচা কাঞ্চন জিনি কিবা রূপ গোরা। বুক বাহি পড়ে প্রেমরসের যে ধারা।। কহয়ে নয়নানন্দ মনের উল্লাসে। পুন কি দেখিব গোরা গদাধর পাশে।। keyboard_arrow_right
  • মুগধিনি নারী মান না জানয়ে
    মুগধিনি নারী মান না জানয়ে না জানয়ে সুরত বিলাস। কেবল তোঁহারি পিরিতি রস লালসে মিলল পহিল সম্ভাষ।। মাধব! তোহে কি বুঝিয়ে হেন রীত। বিনি দোষে বাণী কাহে উপেখলি না বুঝিয়ে তোহারি পিরিত।। আঁচর বদনে দেই খিতিতলে বৈঠই বচন কহিতে নাহি জানে। মালতি ভ্রমর মিলন নহি হেরসি মাতসি নলিনী মধু পানে।। নব রস রঙ্গ তাহে শিখাওবি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ