মুখ দ্বিজরাজ অলক কুলবঞ্চিত
শ্রুতি অবগাহক দীঠে।
অবনত ভাঙ দশনগণ নিরমল
শুকসম ভাখন মীঠে।।
মাধব তোহে মুনিগণ অবিশেষ।
নিকরুণ কাম জিতএ কৈছে কামিনী
মোহে কহবি উপদেশ।।
পহিলহি স্বামি- বুঝই নাহি পারিএ
নয়ন বয়নে কহ বাণী।।
মন্দির ছোড়ি অতএ বনে আওলুঁ
তুহুঁ সহজই বনবাসী।
রতিপতি জিতি যৈছে তুয়া কিরিতি
গোবিন্দদাস পরকাশী।।