সখিগণ সঙ্গে যায় কত রঙ্গে যমুনা-সিনান করি। অঙ্গের সৌরভে ভ্রমরা ধারয়ে ঝঙ্কার করয়ে ফিরি।। নানা আভরণ মণির কিরণ সহজে মলিন লাগে। নবীন কিশোরী বরণ বিজুরি সদাই মনেতে জাগে।। সই, সে নব রমণী কে। চকিতে হেরিয়া জ্বলত এ হিয়া ধরিতে নারি এ দে।। পুন না হেরিলে না রহে জীবন তোমারে কহিনু দড়। কহে চণ্ডীদাস পূরাহ লালস […]
keyboard_arrow_right