সখিগণ সঙ্গে চললি বর-রঙ্গিনি
ভানু-আরাধন লাগি।
বহু উপহার কর্পূর তাম্বুল
লেওল গুরুজনে মাগি।।
সুগন্ধি চন্দন নেল।
চিনি কদলী সর হার মনোহর
সখিগণ হাতহি দেল।।
জয় জয়কার হুলাহুলি ঘনঘন
ঘন্টা শব্দ ঘন ঘোর।
কেলি করত কত কোকিল কুহরত
নৃত্যাতি মউরক জোর।।
কুণ্ডক তীর মিলল দুহঁ দুই কর
দরশনে বিবিধ বিকার।
গোবিন্দদাস কহ তারু যত উপজল
কো ইহ কহই না পার।।