• সাধুর ভরারে ডুবাইলুম মনের বেহার
    সাধুর ভরারে ডুবাইলুম মনের বেহার। ভরিয়া সুবর্ণের ভরা তুলি লৈলুম নায়ের পারা আগা পাছা তুলি দিলুম খাট্টা ছিঁড়িল পানসীর দড়ি অই চিন্তা মনে করি সাধু ভাই বোলএ হায় রে হায়।। ধু দক্ষিণে চঞ্চল বাও, না বুঝি বণিজের ভাও, নৌকা মোর পাইল কু-বায়। নালায় থাাকিতে পানি না নামাইলুম নৌকাখানি যমুনায় পড়িয়া গেল ভাটা।। দক্ষিণে চঞ্চল বাও, […] keyboard_arrow_right
  • সাধে সাধে প্রেম করিয়ে ঘট্‌ল
    সাধে সাধে প্রেম করিয়ে ঘট্‌ল একি যন্ত্রণা সই গো তার উপায় বল না। জ্বলিয়াছে বিচ্ছেদের অগ্নি জল দিলে সে নিভে না। বন্ধুরে এই আশা ছিল মনে সুখী হইব দুই জনে, সেই আশায় নৈরাশ কৈলে কেনে; মনের আশা মনে রইল কেন বন্ধু আইল না। বন্ধু রে মনোসাধে প্রেম করিয়া আছি পথবানে চাহিয়া কেন বন্ধু দয়া নাই […] keyboard_arrow_right
  • সাধের হু হু হু হু হু হু রে তোর
    সাধের হু হু হু হু হু হু রে তোর মাঝে এতই আল্লার খেলা। আল্লার নাম বিনে কিছু নাহি লাগে ভালা।। ছয় লতিফায় মার জের্ব এক দিল ভাবিয়া। ছাপ হইলে দেখিবায় শ্যাম বিনোদিয়া।। নাম ধরি টান দিয়া, দম ভিতরে নিও। আহ্লাদে বন্ধুয়ার নাম হৃদয়েতে লইও।। দম ছুড়িতে জরব করিও হু হু করিয়া। দিলের উপর মারিও জর্ব […] keyboard_arrow_right
  • সাম মোর বন্ধুআ নারে
    সাম মোর বন্ধুআ নারে। ধু পাখা এ চড়াইলু খির প্রাণি মোর নহে স্থির বিভোল দুগ্ধেতে দিলু পানি নারে। জেখনে পিরীতি কৈলা রাত্রিদিনে আইলা গেলা কারবোলে তুহ্মি নিষ্ঠুর হৈলা। জাহাতে মজিল মন কিবা হাড়ি কিবা ডোম জাউক জাতি রহুক পিরীতি। মুই কেনে জবুনা আইলুং পাই নিধি হারাইলুং হারাইলুং মুঞি রসের নাগর। সৈয়দ মর্তুজার বাণী সুন রাধে […] keyboard_arrow_right
  • সামর পুরুসা মঝু ঘর পাহুন
    সামর পুরুসা মঝু ঘর পাহুন রঙ্গে বিভাবরি গেলী। কাচা সিরিফল নখ মূতি লওলহ্নি কেসু পখুরিয়া ভেলী।। সে পিয়া দএ গেল কেসু পখুরিয়া ধরয় ন পারল মোঞে রে।। সসি নব ছন্দে অনুরাগক আঁকুর ধএল মোঞে আচরে গোই কাজরে কার সখীজন লোচন দীঠিহু মলিন জনুন হোই।। নূতন নেহ সসারক সীমা উপচিত কইসনি চোরী। ব্যাধ কুসুম সর সঞাে […] keyboard_arrow_right
  • সামর সুন্দর এঁ বাট আএল
    সামর সুন্দর এঁ বাট আএল তাঁ মোরি লাগলি আঁখি। আরতি আঁচর সাজি ন ভেলে সবে সখীজন সাখি।। কহহিঁ মো সখি কহহি মো কথা তাহেরি বাসা। দূরহু দুগুন এড়ি মৈঁ আবওঁ পুনূ দরসন আসা।। কি মোরা জীবনে কি মোরা জৌবন কি মোরা চতুরপানে। মদন-বানে মুরুছলি অছঞো সহওঁ জীব অপনে।। আধ পদে যো ধরইতে দেখল নাগর সজনসমাজে। […] keyboard_arrow_right
  • সামরি হে ঝামরি তোর দেহ
    সামরি হে ঝামরি তোর দেহ। কী কহ কে সয়ঁ লাএলি নেহ।। নীন্দ ভরল অছ লোচন তোর। অমিয় ভরমে জনি লুবুধ চকোর।। নিরস ধুসর করু অধর-পঁবার। কৌন কুবুধি লুটু মদন-ভঁড়ার।। কোন কুমতি কুচ নখ-খত দেল। হায় হায় সম্ভু ভগন ভএ গেল।। দমন-লতা সম তনু সুকুমার। ফূটল বলয় টুটল গৃম হার।। কেস কুসুম তোর সিরক সিন্দুর। অলক […] keyboard_arrow_right
  • সামান্যে কি অধর চাঁদ পাবে
    সামান্যে কি অধর চাঁদ পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সে ভক্তি ভজন বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনীরা হয়েছিল পাগলপারা চরণ চিনে তেমনি ধারা ভাব দিতে (তায়) হবে।। নি-হেতু ভজ গোপিকার; তাইতে সদায় বাঁধা নটবর লালন […] keyboard_arrow_right
  • সামান্যে কি তার মর্ম জানা যায়
    সামান্যে কি তার মর্ম জানা যায়। যে ভাবে অটল হরি এলো নদীয়ায়।। জীব তরান অংশ হইতে, বাঞ্ছা তার নিজে আসিতে। আর বাঞ্ছা হ’লো অদ্বৈতের বাঞ্ছায়।। শুনে অদ্বৈতের হুহুঙ্কারি এলেন কৃষ্ণ নদে পুরী। বেদেরো অগোচর তারি, সেই লীলে হয়।। ধন্য রে গৌর-অবতার, কলিকালে হ’লো প্রচার। কলির জীব পাইল নিস্তার, লালন গোল বাধায়।। keyboard_arrow_right
  • সামান্যে কি সে ধন পাবে
    সামান্যে কি সে ধন পাবে। দীনের অধীন হয়ে সাধিতে হবে।। সাধন-পথে কি না হলো বাদশারা বাদশাই ছাড়িল । কুলবতীর কুল গেল কালারে ভেবে।। কত কত মুনি-ঋষি যুগ-যুগান্তর বনবাসী। পাব বলে কালশশী বসিয়ে তপে।। গুরুপদে কত জনা বিনামূল্যে হ’য়ে কেনা। করে গুরুর দাস্যপনা সে ধনের লোভে।। চরণ-ধনের যারো আশা অন্য ধনের না লালসা। লালন ভেড়ের বুদ্ধিনাশা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ