সামান্যে কি তার মর্ম জানা যায়। যে ভাবে অটল হরি এলো নদীয়ায়।। জীব তরান অংশ হইতে, বাঞ্ছা তার নিজে আসিতে। আর বাঞ্ছা হ’লো অদ্বৈতের বাঞ্ছায়।। শুনে অদ্বৈতের হুহুঙ্কারি এলেন কৃষ্ণ নদে পুরী। বেদেরো অগোচর তারি, সেই লীলে হয়।। ধন্য রে গৌর-অবতার, কলিকালে হ’লো প্রচার। কলির জীব পাইল নিস্তার, লালন গোল বাধায়।।
keyboard_arrow_right