• সুন্দরি ঝাট কর মনোহর বেশ
    সুন্দরি ঝাট কর মনোহর বেশ। সময় হইল আসি বাজিবে সঙ্কেত বাঁশী ধৈরযের না রহিবে লেশ।। গমন মন্থর ভাবে করবী এলায়ে যাবে ঝাট কর বেণীর রচনা। শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশি (তেঁই) কাজর পরিতে করি মান।। নূপুর পরিতে বলি পুন তা নিষেধ করি চলিতে চরণ হবে ভারি। আর এক ভয় আছে গুরুজনে জাগে পাছে কলরব […] keyboard_arrow_right
  • সুন্দরি তুমি আমার পরাণের পরাণি
    সুন্দরি তুমি আমার পরাণের পরাণি। তোমা বিনে এ সংসার সব দেখি শূন্যাকার দণ্ডে দশযুগ করি মানি।।ধ্রু।। তুমি মোর ধন প্রাণ তোমা বিনে নাহি আন তুমি দুটি নয়ানের তারা। না দেখিলে এক ক্ষণ সকলি লাগয়ে শূন তিলেকে বাসিয়ে যেন হারা।। তোমারে হৃদয়ে করি দেখি মুখ নাহি মুড়ি তাম্বূল তুলিয়া দিয়ে সুখে। দিয়া চাঁদমুখে মুখ মনে যত […] keyboard_arrow_right
  • সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
    সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ। তুয়া লাগি মদন- শরানলে পীড়িত জিবইতে সংশয় কান।।ধ্রু।। বৈঠলি তরুতলে পন্থ নেহারই নয়নে গলয়ে ঘন লোর। রাই রাই করি সঘনে জপয়ে হরি তুয়া ভাবে তরু দেই কোর।। শীতল নলিনীদল তাহে মলয়ানিল অগুরু লেপই অঙ্গে। চমকি চমকি হরি ঊঠত কত বেরি হানত মদন তরঙ্গে।। চলহ বিপিনে ধনি রমণী শিরোমণি ঝাট করি […] keyboard_arrow_right
  • সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
    সুন্দরি তুহুঁ বড়ি হৃদয় পাষাণ। কানুক নবমি দশা হেরি সহচরি ধরই না পার পরাণ।। কত সে ক্ষীণ তনু কহই না পারিয়ে তেজত তাহে ঘন শ্বাসে। তেজত পরাণ ঐছে অনুমানিয়ে রহত তোহারি আশোয়াসে।। কি জানিয়ে কি খেণে নেহারল তুয়া রূপ তবধরি আকুল ভেলি। খেণে খেণে চমকি চমকি অব মুরুছয়ে হেরি রোয়ত সখা মেলি।। কোই যব তোহারি […] keyboard_arrow_right
  • সুন্দরি তেজহ নাগরি-সাজে
    সুন্দরি তেজহ নাগরি-সাজে। নাগর শ্যাম বরণ বিনু মোহন মধুর মুরলী নাহিঁ বাজে।। মৃগমদ লেপি সকল তনু ঝাঁপহ শ্যামল হোয়ব দেহ। তুহুঁ নিজ নাম যতন করি ভাবহ বিছুরহ ধন জন গেহ।। কবরি উতারি চূড় সিঁথি চন্দ্রক বান্ধহ আপন মাথে। পীত বসন পরি ত্রিভঙ্গ ভঙ্গিম করি মুরলি ধরহ দুটি হাথে।। মুখ-রস দেই অধর করি আরদ প্রাণ-বায়ু দেহ […] keyboard_arrow_right
  • সুন্দরি তোহারি চরিত অপার
    সুন্দরি তোহারি চরিত অপার। কানু সঞে মান মানলি অবিচার।। যাকর পরশনে নহে সব তূল। ভাবই তুহুঁ তছু নাহ কত মূল।। তুহুঁ সে গোঁয়ারি না হেরসি পরিণাম। এতহু কাকুতি করয়ে তোহে শ্যাম।। ভাবে বুঝলুঁ হাম তো বিনু শ্যাম। রতিপতি দাস কহে না জানত আন।। keyboard_arrow_right
  • সুন্দরি থির কর আপনক চীত
    সুন্দরি থির কর আপনক চীত। কানু অনুরাগে অথির যব হোয়বি কৈছে বুঝবি তছু রীত।। সমুচিত বেশ বনায়ব অব তুয়া মিলাওব নাগরপাশ। তা সঙে নিরুপম নটন বিলাসবি পূরবি সব অভিলাষ।। কালিন্দিতীর সমীর বহই মৃদু নিভৃত নিকুঞ্জক মাহ। কত কত কেলি বিলাসবি কানু সঞে করবি অমিয়া অবগাহ ।। এত কহি বেশ বনাওত সহচরি সুন্দরিচিত থির ভেল। অভিসার […] keyboard_arrow_right
  • সুন্দরি দুরে কর বিপরীত রোষ
    সুন্দরি দুরে কর বিপরীত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ।। যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহিঁ ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী।। তুহুঁ যব মোহে ছোড়ি সুখ ধরি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়।। এত শুনি […] keyboard_arrow_right
  • সুন্দরি না কর গমন পরসঙ্গ
    সুন্দরি না কর গমন পরসঙ্গ। না সহে দুঃসহ কথা আনে কি আনের বেথা ভালে হর ভেল আধভঙ্গ।। তুহুঁ হাম তনু ভীন শ্রবণে জীবন খীন কেমনে ধরিব আমি বুক। হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান বিরমহ দেখি চাঁদমুখ।। না দেখিলে কিবা হয় পলক অলপ নয় ইথে আঁখি অধিক তিয়াস। পরাণ কেমন করে মরম কহিলুঁ তোরে […] keyboard_arrow_right
  • সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব
    সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব। প্রেম-রতন- গোপতে পাইয়া ভাঁড়িলে কি হবে লাভ।। আন ছলে কহ আনের কথা বেকত পিরিতি-রঙ্গ। রসের বিলাসে অঙ্গ ঢল ঢল রঙ্গিতে প্রেম-তরঙ্গ।। ভাবের ভরে চলিতে না পারে বচন হইলা হারা। কানুর সনে নিকুঞ্জ-বনে রঙ্গেত হৈয়াছে ভোরা।। পুছিলে মনের মরম না কহ এবে ভেল বিপরীত। বলরাম কহে কি আর বলিবে ভাবেতে মজিল চীত।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ