সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব। প্রেম-রতন- গোপতে পাইয়া ভাঁড়িলে কি হবে লাভ।। আন ছলে কহ আনের কথা বেকত পিরিতি-রঙ্গ। রসের বিলাসে অঙ্গ ঢল ঢল রঙ্গিতে প্রেম-তরঙ্গ।। ভাবের ভরে চলিতে না পারে বচন হইলা হারা। কানুর সনে নিকুঞ্জ-বনে রঙ্গেত হৈয়াছে ভোরা।। পুছিলে মনের মরম না কহ এবে ভেল বিপরীত। বলরাম কহে কি আর বলিবে ভাবেতে মজিল চীত।।
keyboard_arrow_right