• সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে
    সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে। বসিয়াছে গোরাচাঁদ নিজগণ মেলে।। রজনী কৌমুদী আর হিম ঋতু তায়। হিমসহ পবন বহয়ে মন্দ বায়।। তাঁহি বৈঠয়ে পহুঁ ললিত শয়নে। হেরই দশ দিশ চকিত নয়নে।। আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে। বাসকসজ্জার ভাব বাসু ঘোষ কহে।। keyboard_arrow_right
  • সুরধুনীতীরে নব ভাণ্ডীরতলে
    সুরধুনীতীরে নব ভাণ্ডীরতলে। বসিয়াছে গোরাচান্দ নিজগণ মেলে।। রজনী কৌমুদী আর হিমঋতু তায়। হিম সহ পবন বহয়ে মৃদু বায়।। তাহি রচয়ে পহু ললিত শয়ান। হেরয়ে ঘন ঘন চকিত নয়ান। আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে। বাসকসজ্জার ভাব জ্ঞানদাস কহে।। keyboard_arrow_right
  • সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে
    সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে। হাসিয়ে কহিল কথা মধুর বচনে ।। শ্রীবাস অঙ্গনে আজি করিব কীর্ত্তন। তোমরা মিলিবে সভে শুনহ বচন।। এতেক বলিয়ে গোরা নগরে চলিল। পাসরি সকল নারী আপনা ভুলিল।। কোন রসবতী রসের বুঝয়ে বিলাস। চরণ ধরিয়ে কহে মোহন দাস।। keyboard_arrow_right
  • সুরভি সময় ভল চল মলআনিল
    সুরভি সময় ভল চল মলআনিল সাহর সউরভ সার লো। কাহুক বীপদ কাহুক সম্পদ নানা গতি সংসার লো।। কোইলী পঞ্চম রাগে রমন গুন সুমরাঞো কুসলে আওত মোর নাহ লো। আজ ধরিএ হমে আসহি অছলিহু সুমরি ন ছাড়ল ঠাম লো। ভমর দেখি ভঞে ভাবে পরাএল গহএ সরাসন কাম লো। ভনই বিদ্যাপতি রূপনরাএন সিরি সিবসিংঘ দেব নাম লো।। keyboard_arrow_right
  • সুরসরি সেবি মোরা কিছুও ন ভেলা
    সুরসরি সেবি মোরা কিছুও ন ভেলা। পুনমতি গঙ্গা ভগীরথ লয় গেলা।। জখন মহাদেব গঙ্গা কয়ল দানে। সুন ভেল জটা ও মলিন ভেল চানে।। উঠবহ বনিআঁ তোঁ হাট বাজারে।। এহি পথ আওত সুরসরি ধারে।। ছোট মোট ভগীরথ ছিতনী কপারে। সে কোনা লাওতাহ সুরসরি ধারে।। বিদ্যাপতি ভন বিমল তরঙ্গে। অন্ত সরন দেব পুনমতি গঙ্গে।। keyboard_arrow_right
  • সুরুজ সিন্দুর বিন্দু চাঁদনে লিখএ ইন্দু
    সুরুজ সিন্দুর বিন্দু চাঁদনে লিখএ ইন্দু তিথি কহি গেলি তিলকে। বিপরিত অভিসার অমিয় বরিস ধার অঙ্‌কুস কএল অলকে।। মাধব ভেটলি পসাহনি বেরী। আদর হেরলক পুছিও ন পুছলক চতুর সখী জন মেরী।। কেতকিদল দএ চম্পকফুল লএ কবরিহি থোএলক আনী। চন্দনে কুঙ্‌কুমে অঙ্গরুচি কএলক সময় নিবেদ সয়ানী।। ভনই বিদ্যাপতি সুনহ অভয়মতি কুহূ নিকট পরিমানে। রাজা সিবসিংঘ রূপনরাএন […] keyboard_arrow_right
  • সুরুজ আরাধন ছল করি সুন্দরি
    সুরুজ আরাধন ছল করি সুন্দরি নিধুবন করল পয়ান। গোধন সঙ্গে রঙ্গে যমুনাতটে বিহরই নাগর কান।। বিদগধ রসময় নাহ। বিকশিত চম্পক হেরি বেয়াকুল বাঢ়ল বিরহক দাহ।। ঝর ঝর লোর ভোর দিঠি-পঙ্কজ সঘন মোছই পীত বাসে। ছল করি সহচর সংগতি পরিহরি চলল রাই অভিলাষে।। চৌদিগে চকিত রাই পথ নিরখত দীগ বিদিগ নাহিঁ জান। দীনবন্ধু ভণ হৃদয় উচাটন […] keyboard_arrow_right
  • সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি
    সুসর বাঁশরি নাদ শুণিআঁ বড়ায়ি রান্ধিলোঁ যে সুনহ কাহিনী। আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলেঁ। সাকে দিলোঁ কানাসোআঁ পাণী।। রান্ধনের জুতী হারয়িলোঁ বড়ায়ি সুণিআঁ বাঁশীর নাদে।।ধ্রু।। নান্দের নন্দন কাহ্ন আড়বাঁশী নদে।।ধ্রু।। যেন রএ পঞ্জরের শুআ। তা সুণিআঁ ঘৃতে মো পরলা বুলিআঁ ভাজিলো এ কাঁচা গুআ।। সেইত বাঁশীর নাদ সুনিআঁ বড়ায়ি চিত্ত মোর ভৈল আকুল। ছোলঙ্গ চিপিআঁ […] keyboard_arrow_right
  • সূতিস্তে ধনুষশ্চ বংশবরতো
    সূতিস্তে ধনুষশ্চ বংশবরতো বন্দে তয়োরন্তিমং। বিদ্ধো যেন জনস্তনুং বিরহয়- ন্নান্তশ্চিরং তাম্যতি।। বিদ্বানাং হৃদি মার-পত্রি- বিষমৈ র্ধ্বানেষুভির্নস্ত্বয়া। ক্রূরে বংশি ন জীবনং ন চ মৃতির্ঘোরাবিরাসীদ্দশা।। keyboard_arrow_right
  • সূন সঙ্কেতনিকেতন আইলি
    সূন সঙ্কেতনিকেতন আইলি সুমুখি বিমুখী ভেলি। মনমনোরথ বাণী লাগলি রজনি নিফলে গেলি।। সুন সুন হরি রাহী পরিহরি কী ফল পাওল তোহে। উচিত ছাড়ি অনুচিত করসি গেলে ন করিঅ কোহে।। বারিস বসিল বীসব ধারা ধরি জলধর কোপি। তরুণ তিমির দিগ ন জানএ অহিসির গএ রোপি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ