• সোনার পুথলি অবনী উপরে
    সোনার পুথলি অবনী উপরে যেন ঘন পড়ি যায়। নিশ্বাস হুতাশে নাসার মুকুতা হেলিছে দুলিছে যায়।। তা দেখি গোপিনী মনে অনুমানি রাধা মেনে আছে জিয়া। হেন মনে ছিল রাধা কি বাঁচিব এহেন বিরহ পেয়া।। উঠ উঠ ধনি রাধা বিনোদিনি এত অগেয়ান কেনে। যে দেখি তোমার চরিত বেভার পরাণ হারাবে মেনে।। এত বলি এক মর্ম্মসখী ছিল ধরিয়া […] keyboard_arrow_right
  • সোনার বরণ গা চলে বা না চলে পা
    সোনার বরণ গা চলে বা না চলে পা ভাব ভরে পড়ে আউলাইয়া। গোবিন্দের কান্ধে বাহু দিয়া চলে মহাপ্রভু নাচে পহুঁ হরি বোল বলিয়া।। পুলকে পুরিত তনু কদম্ব কেশর জনু মুখ হেরি কান্দে কত জনা। আবেশে অবশ হইয়া ভুজযুগ পসারিয়া কোল দিতে পাসরে আপনা।। নীলাচলের মাঝে ভকত সমাজ সাজে সঙ্কীর্ত্তন পহুঁ পরকাশ। কহে ভাগবতানন্দ মনেতে বড় […] keyboard_arrow_right
  • সোনার বরণ গোরা প্রেমবিনোদিয়া
    সোনার বরণ গোরা প্রেমবিনোদিয়া। প্রেমজলে ভাসাওল নগর নদীয়া।। পরিসর বুক বাহি পড়ে প্রেমধারা। নাহি জানে দিবানিশি প্রেমে মাতোয়ারা।। গদাধর অঙ্গে পহুঁ অঙ্গ হেলাইয়া। বৃন্দাবন গুণ শুনে মগন হইয়া।। রাধা রাধা বলি পহুঁ পড়ে মুরছিয়া। শিবানন্দ কাঁদে পহুঁর ভাব না বুঝিয়া।। keyboard_arrow_right
  • সোনার বরণ গৌরসুন্দর
    সোনার বরণ গৌরসুন্দর পাণ্ডুর ভৈগেল দেহ। শীতে ভীত যেন কাঁপয়ে সঘন সোঙরি পূরুব নেহ।। কিছু না কহই দীঘ নিশাসই চিত্রের পুতলি পারা। নয়ন যুগল বাহি পড়ে জল যেন মন্দাকিনী ধারা।। থামে তিতি গেল সব কলেবর না জানি কেমন তাপে। কখন সঙ্গীত কখন রোদন কিবা করে পরলাপে।। কহে নরহরি মোর গৌরহরি চাহয়ে রঙ্কের পারা।। হরি হরি […] keyboard_arrow_right
  • সোনার বরণ দেহ
    সোনার বরণ দেহ। পাণ্ডুর ভৈ গেল সেহ।। গলয়ে সঘনে লোর। মুরছে সখিক কোর।। দারুণ বিরহ জ্বরে। সো ধনি গেয়ান হরে।। জীবনে নাহিক আশ। কহয়ে ও জ্ঞানদাস।। keyboard_arrow_right
  • সোনার বরণখানি মলিন হয়াছ তুমি
    “সোনার বরণখানি মলিন হয়াছ তুমি হেলিয়া পড়িছে যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক মোর মলিন হইল তার পাতা।। সরুয়া বসন তায় ঘামেতে ভিজিল গায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা সাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ ধনি শীতল চামরে করি বায় শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি মুখে […] keyboard_arrow_right
  • সোনারমানুষ ন’দে এলো রে
    সোনারমানুষ ন’দে এলো রে, ভক্তসঙ্গে, প্রেমতরঙ্গে ভাসিছে শ্রীবাসের ঘরে।। (ও তাঁর) সোনার বরণ, রূপের কিরণ, দেখতে নয়ন ঝরে।। (গৌর) হরি নামের বন্যা আনি, ধন্য করেছ ধরণী, বিরাম নাই আর দিন রজনী, নামেরস্রোত চলেছে ধীরেধীরে, কলির জীবকে ভাসাইয়ানিচ্ছে প্রেম সাগরে।। সোনার মানুষ, সোনার বরণ, সোনার নুপূর, সোনার চরণ, চারিদিকে সোনার কিরণ, ছুটেছে আলোকিত করে, কত লোহার […] keyboard_arrow_right
  • সোলহ সহস গোপি মহ রাণি
    সোলহ সহস গোপি মহ রাণি। পাট মহাদেবি করবি হে আনি।। কোলি পঠওলহ্নি জত অতিরেক। উচিতহু ন রহল তহ্নিক বিবেক।। সাজনি কী কহব কাহ্ন পরোখ। বোলি ন করিঅ বড়াকাঁ দোখ।। অব নিত মতি জদি হরলহ্নি মোরি। জানলা চোরে করব কী চোরি।। পুরবাপরে নাগরকাঁ বোল। দূতি মতি পাওল গএ ওল।। keyboard_arrow_right
  • সৌন্দর্য্য অমৃতসিন্ধু তাহার তরঙ্গবিন্দু
    সৌন্দর্য্য অমৃতসিন্ধু তাহার তরঙ্গবিন্দু ললনার চিত্তাদ্রি ডুবায়। কৃষ্ণের যে নর্ম্মকথা সুধু সুধাময় গাথা কর্ণ তায় নদী হয়ে ধায়।। কহ সখি কি করি উপায়। কৃষ্ণেরদ মাধুরীছান্দে সর্ব্বেন্দ্রিয়গণে বান্ধে বলে পঞ্চেন্দ্রিয় আকর্ষায়।। নবাম্বুদ জিনি দ্যুতি বসন বিজুরী ভাতি ত্রিভঙ্গিম রম্যবেশ তায়। মুখ জিনি পদ্মচাঁদ নয়নকমল ফাঁদ মোর দিঠি আরতি বাঢ়ায়।। মেঘ জিনি কণ্ঠধ্বনি তাহে নূপুর কিঙ্কিণী মুরলি […] keyboard_arrow_right
  • সৌরভ লোভে ভমর ভমি আএল
    সৌরভ লোভে ভমর ভমি আএল পুরুব পেম বিসবাসে। বহুত কুসুম মধু পান পিআসল জাএত তুঅ উপাসে।। মালতি করিঅ হৃদয় পরগাসে। কত দিন ভমরে পরাভব পাওব ভল নহি অধিক উদাসে।। কওনক অভিমত কে নহি রাখএ জীবও জগ দএ হেরি। কী করব তেঁ ধন অরু জীবনে জে নহি বিলসএ বেরি।। সবহি কুসুম মধুপান ভমর কর সুকবি বিদ্যাপতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ