• মন্দির মাঝে বৈঠল বরসুন্দরী
    মন্দির মাঝে বৈঠল বরসুন্দরী দিনকর দুপর ঠানে। যব হাম পূছলুঁ পিরীতিসম্ভাষণ প্রেমজলে ভরল নয়ানে।। মাধব তুয়া অনুরাগিনী রাধা। তুয়া পরসঙ্গে অঙ্গ সব পুলকিত না মানয়ে গুরুজনবাধা।।ধ্রু।। ভাবে ভরল তনু পুন পুন কম্পিত পুন পুন শ্যামরি গোরী। পুন পূছত পুন দীগ নেহারত ভূমে শুতয়ে পুন বেরি।। ফূয়েল করবী উরহি লোটায়ত কোরে করত তুয়া ভানে। জ্ঞানদাস কহ […] keyboard_arrow_right
  • যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে
    যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে। আন পথে যাই পদ কানু পথে ধায় রে।। এ ছার রসনা মোর হইল কি বাম। যার নাম না লইব লয় তার নাম।। এ ছার নাসিকা মুই যত করু বন্ধ। তবু ত দারুণ নাসা পায় শ্যাম গন্ধ।। তার কথা না শুনিব করি অনুমান। পরসঙ্গ শুনিতে আপনি যায় কান।। ধিক্ […] keyboard_arrow_right
  • যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে
    যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে। আন পথে চলিতে চায় আন পথে ধায় রে।। এ ছার রসনা মোর হইল কি বাম রে। যার নাম না লইব তার নাম লয় রে।। এ ছার নাসিকা মুই কত করু বন্ধ। তবু ত দারুণ নাসা পায় তার গন্ধ।। সে কথা না শুনিব করি অনুমান। পরসঙ্গে শুনিতে আপনি যায় […] keyboard_arrow_right
  • যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে
    যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে। আনপথে যাইতে সে কানু-পথে ধায় রে।। এ ছার রসনা মোর হইল কি বাম রে। যার নাম না লইব তার নাম লয় রে ।। এ ছার নাসিকা মুই যত করি বন্ধ। তবুত দারুণ নাসা পায় শ্যাম-গন্ধ ।। সে না কথা না শুনিব করি অনুমান।। পরসঙ্গ শুনিতে আপনি যায় কান।। […] keyboard_arrow_right
  • যদি বা পীরিতি খানি সুজনের হয়
    যদি বা পীরিতি খানি সুজনের হয়। নয়নে নয়নে মিলন হইলে তবে সে ফিরিয়া লয়।। যে মোর পরাণের মরম বেথিত তারে বা কিসের ভয়। অতি দুরন্তর বিষম পীরিতি সকলি পরাণে সয়।। অবলা হইয়া বিরলে রহিয়া না ছিল দোসর জনা। হাসিতে বাঁশীতে গীতের ঝামরু এ বড় সুগড় পণা।। যেন মলয়জ শিলায় ঘষিতে অধিক সৌরভ হয়। শ্যাম বঁধুয়ার […] keyboard_arrow_right
  • যদি বা পীরিতিখানি সুজনের হয়
    যদি বা পীরিতিখানি সুজনের হয়। নয়নে নয়নে মিলন হইলে তবে সে ফিরিয়া লয়।। যে মোর পরাণের মরম ব্যথিত তারে বা কিসের ভয়। অতি দুরন্তর বিষম পীরিতি সকলি পরাণে সয়।। অবলা হইয়া বিরলে রহিয়া না ছিল দোসর জনা। হাসিতে বাঁশীতে গীতের ঝামরু এ বড় সুগড়পণা।। যেন মলয়জ শিলায় ঘষিতে অধিক সৌরভ হয়। শ্যাম বঁধুয়ার ঐছন পীরিতি […] keyboard_arrow_right
  • যব ধনি ঘর সঞে ভেল বাহার
    যব ধনি ঘর সঞে ভেল বাহার। ঝর ঝর বরিখে জলদ অনিবার।। কর ঠেলন নহে ঘন আন্ধিয়ার। দিশ দরশায়ল মদন দিশার।। কি কহব মাধব পুন-ফল তোরি। এতহুঁ দূর তরি তোহে মিলু গোরি।। ঝলকত বিজুরি নয়ন ভরু চঙ্ক। চলতহি খলত সঘন মহি পঙ্ক।। উঠইতে ফণি-মণি উজর হেরি। কনক-দণ্ড বলি ধরু কত বেরি।। ঐছনে সোঁপল তোহে নিজ দেহ। […] keyboard_arrow_right
  • যাকর মাঝ হেরি মৃগ-রাজ
    যাকর মাঝ হেরি মৃগ-রাজ। ভয়ে পৈঠল গিরি-কন্দর মাঝ।। শুনইতে চমকিত সবহুঁ মতঙ্গ। চরণহি সোঁপল নিজ গতি-ভঙ্গ।। আনি দেই নিজ লোচন-ভঙ্গী। বন পরবেশল সবহুঁ কুরঙ্গী।। মঙ্গল-কলস পয়োধর জোর। তঁহি নব পল্লব অধর উজোর।। চৌদিশে মধুকর মন্ত্র উচার। ঋতু-পতি যোধে ভেল আগুসার।। একলি চঢ়লি মনোরথ মাহ। দৃঢ় করি কুঞ্চক কয়ল সন্নাহ।। অব কি করব হরি করহ বিচারি। […] keyboard_arrow_right
  • যো শচিনন্দন ভুবন আনন্দন
    যো শচিনন্দন ভুবন আনন্দন করু কত সুখদ বিলাস। কৌতুক–কেলি-কলা-রসে নিগমন সতত রহত মুখে হাস।। সজনি ইহ বড় হৃদয়ক তাপ। অব সোই বিরহে বেয়াকুল-অন্তর কহতহি কতই প্রলাপ।। গদ গদ কহত কাহাঁ মঝু প্রাণনাথ ব্রজ-জন-নয়ন আনন্দ। কাহাঁ মঝু জীবন ধারণ-মহৌষধি কাহাঁ মঝু সুধারস-কন্দ।। পুন পুন ঐছন পুছত নিজ জনে রোয়ত করত বিষাদ। রাধামোহন দুখি ভকত-বচন দেখি কৃপায়ে […] keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে
    যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে সোই নিকুঞ্জসমাজ। সুমধুর গুঞ্জনে সব মনরঞ্জনে মীলল মধুকররাজ।। রাইক চরণ নিয়ড়ে উড়ি যাওত হেরইতে বিরহিণি রাই। সখি অবলম্বনে সচকিত লোচনে বৈঠল চেতন পাই।। অলি হে না পরশ চরণ হামারি। কানু অনুরূপ বরণ গুণ যৈছন ঐছন সবহু তোহারি।।ধ্রু।। পুররঙ্গিণিকুচ- কুঙ্কুমরঞ্জিত কানুকণ্ঠে বনমাল। তাকর শেখ বদনে তুয়া লাগল জ্ঞানদাস হিয়ে শাল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ