• হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখালে আনি।। হরি, হরি এমন কেন বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর রূপ মনোহর অতি সুমধুর রূপ। নয়নযুগল করয়ে শীতল বড়ই রসের কূপ।। নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল পরাণে […] keyboard_arrow_right
  • হাম সে অবলা-অখল-অন্তর
    হাম সে অবলা- অখল-অন্তর পরক চিত নাহি জান। পিরীতি পাবক- পরশে ডহডহ রহত যাত কি প্রাণ।। সখিহে করবি তুহুঁ পরতীত। গৃহে মাহা গঞ্জন তরজ গরজন বোলত কুবচন নীত।।ধ্রু।। লাজ গুরু-ভয় গৌরব খোয়লুঁ কেবল ভেল পরাধীন। ভাবিতে গণইতে দেহ জরজর দুখে বঞ্চব কত দিন।। কানু সে সুন্দর রসিক-শেখর বিনোদ বৈদগধি-সীম। প্রেম নব-নব করত প্রতিখণ যৈছে জল […] keyboard_arrow_right
  • হামক মন্দিরে জব আওব কান
    হামক মন্দিরে জব আওব কান। দিঠি ভরি হেরব সো চান্দ বয়ান।। নহি নহি বোলব জব হম নারি। অধিক পিরীতি তব করব মুরারি।। করে ধরি পিয়া বৈসায়ব কোর। চিরদিনে সাধ পূরাওব মোর।। করব আলিঙ্গন দূরে করি মান। ও রসে পূরব হম মুদব নয়ান।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। তোহর পিরীতিক জাউ বলিহারি।। keyboard_arrow_right
  • হামক মন্দিরে জব আওব কান
    হামক মন্দিরে জব আওব কান। দিঠি ভরি হেরব সো চান্দ বয়ান।। নহি নহি বোলব জব হম নারি। অধিক পিরীতি তব করব মুরারি ।। করে ধরি মঝু বৈসাওব কোর। চিরদিনে সাধ পূরাওব মোর।। করব আলিঙ্গন দূরে করি মান। ও রসে পূরব হম মুদব নয়ান।। ভনই বিদ্যাপতি সুন বরনারি। তোহর পিরীতিক জাউ বলিহারি।। keyboard_arrow_right
  • হামারি নিঠুরপনা শুনই ইন্দুমুখি
    হামারি নিঠুরপনা শুনই ইন্দুমুখি ভাঙ্গই প্রেম-অঙ্কুর। দুখিত হৃদয় মাহা ধৈরজ করি পুন ও রস করে জানি দূর।। কিয়ে জানি পাপহি মদন-কদন-শরে তেজ নিরুপম দেহ। হাহা মনোরথ সব কৈল আনমত কি করব অব হাম থেহ।। অব মঝু অন্তর জ্বলত তুষানলে সহই না পারই অঙ্গে। বিরহ সমীরণে বাঢ়ই পুন পুন দারুণ মদন-তরঙ্গে।। ধিক যৌবন ঘন জীবন আভরণ […] keyboard_arrow_right
  • হামারি বচন মত বিবিধ বিধান
    হামারি বচন মত বিবিধ বিধান। কহবি কানুর পায় করি অবধান।। যব তুহুঁ বিরাজলি গোকুল মাঝ। তহিঁ প্রিয়তমা যেই রমণি-সমাজ।। তছু সখি কোই করিয়া পরণাম। নিজগণ দশা কহত তুয়া ঠাম।। নীচল চিত করি শুন তছু অন্ত। রাধামোহন-পুহঁ তুহঁ গুণবন্ত।। keyboard_arrow_right
  • হামারি বচন শুন বিনোদিনি সতি
    হামারি বচন শুন বিনোদিনি সতি। এখনো না পথে লোক করে গতাগতি।। যাবত তিমির পথ না ছাড়য়ে ঘোরে। তাবত চলহ ঘরে ভয় নাহি কারে।। সুললিত নীল-বাসে ঝাঁপ সব অঙ্গ। বেকত না হয় যেন তব মুখ-চন্দ।। রাই যাবে জানিয়া নাগর ঘন শ্বাস। ধনী লই গমন করল যদু দাস।। keyboard_arrow_right
  • হামারি বচন শুন রাই
    হামারি বচন শুন রাই। দূরহিঁ তাক পরশ বিনে অব তুহুঁ মন্দিরে ভয় অবগাই।। বিদগধ রসিক শিরোমণি নাগর দরশে বুঝবি ব্যবহার। ঐছন সংশয় আর তুহুঁ না করবি শুভক্ষণে কর অভিসার।। ঐছন বচন শুনিয়া ধনী মুগধিনি নিজ প্রিয় সহচরি মেলি। বেশ বনাই কত যে মনে সংশয় কালিন্দি তীরহিঁ গেলি।। অপরূপ কুঞ্জ- কুটিরে নব নাগর পথ হেরি আকুল […] keyboard_arrow_right
  • হামারি যতেক দুখ বিরহ-হুতাশ
    হামারি যতেক দুখ বিরহ-হুতাশ। সবহি কহবি তুহুঁ বিরহিণি পাশ।। দুয় এক দিবসে মিলিব হাম যাই। যতনহি তুহুঁ পরবোধবি রাই।। কহবি সজনি মঝু আরতি-বাণী। তাকর মুখ হেরি বিছুরহ জানি।। শুনি দুতি ধাই চললি ধনি পাশ। গদ গদ কহতহিঁ বলরাম দাস।। keyboard_arrow_right
  • হামে দরশাইতে কতহুঁ বেশ করু
    হামে দরশাইতে কতহুঁ বেশ করু হামে হেরইতে তনু ঝাঁপ। সুরত-শিঙ্গারে আজি ধনি আয়লি পরশিতে থরহরি কাঁপ।। শুনহে কানুক ইহ অবধারি। সকল কাজ হাম বুঝলুঁ বুঝায়লুঁ না বুঝলঁ অন্তর নারী।। অভিমত কাম মন পুন রঞ্জায়ে আপন মনোরথ সাই।। অন্তরে জীউ অধিক করি মানয়ে বাহিরে লাগয়ে উদাস। কহ কবিশেখর অনুভবে জানলুঁ বিদগধ কেলিবিলাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ