হায়রে বন্ধু, বন্ধু তুমি রসিয়ার নাগর, তোমার পিরিতে তনু মোর হইল জরজর। ধু তোমার পিরিতে রে বন্ধু, তনু হইল মোর ক্ষীণ। মিছা আশা দিয়া বন্ধু ভাঁড় কতোদিন। শোভা নাই, ছুরত কেনে পাইমু তোরে। বেনিশানের নিশান আমি পাইমু কোথা গেলে। বেনিশানের নিশান আমি যেই হেনে পাইমু, চরণের ধুলা হইয়া তাঁর চরণে লাগিমু। কদমতলে বসি’ বন্ধু বাজাও […]
keyboard_arrow_right