হুঁ শইয়ারে, চালাও দাঁড় বাদায় রসি টাইনে ওগো সজনী, সন্ধানে বাঁচাও জীবন তরণী। আকাই, হুঁশাই, শুকাই, ছবাই, বাইছা নিয়ে সাধু, ভব সাগরে দিল পাড়ি সঙ্গে নিয়ে বধূ। (ওলো সজনী) কাম-ক্রোধ মোহ-লোভ অরি আছে সাথে, সাধুর হাতে কুলবধূ চায় কাইড়ে নিতে। (ওলো সজনী) এক সখী উঠে বলে আনার নাই সে ডর, সাধুর কোলে কুলবধূ ভাঙ্গিব বেশর। […]
keyboard_arrow_right