• পুন যব মুরছলি গোরি
    পুন যব মুরছলি গোরি। সখিগণ ভেল বিভোরি।। ধনি মুখ চান্দ নেহারি। রোয়ত কুন্তল ফারি।। হা বৃষভানু কুমারি। হা হা কুসুম সুকুমারি।। চৌদিগে বেড়িয়া রাই। রোয়ত ধরণি লোটাই।। সখিগণ ভেল উনমাদ। ছোড়ল কুল মরিযাদ।। বাউরি সম কোই ধায়। কোই ভুমে পড়ি মুরছায়।। কো কহে প্রাণ পিয়ারি। নীছিয়ে জিবন হমারি।। সহচরি বাউরী ভেল। বিন্দু পরবোধিতে গেল।। keyboard_arrow_right
  • পুন যব মুরছলি গোরি
    পুন যব মুরছলি গোরি। সখিগণ ভেল বিভোরি।। ধনিমুখচান্দ নেহারি। রোয়ত কুন্তল ফারি।। হা বৃষভানুকুমারি। হা হা কুসুম-সুকুমারি।। চৌদিগে বেঢ়িয়া রাই। রোয়ত ধরণি লোটাই।। সখিগণ ভেল উনমাদ। ছোড়ল কুলমরিযাদ।। বাউরি সম কোই ধায়। কোই ভূমে পড়ি মুরছায়।। কো কহে প্রাণপিয়ারি। নীছিয়ে জীবন হামারি।। সহচরী বাউরি ভেল। চৈতন্যবোধিতে গেল।। keyboard_arrow_right
  • যে দেখেছি যমুনার তটে
    যে দেখেছি যমুনার তটে। সেই দেখি এই চিত্রপটে।। যার নাম কহিল বিশাখা। সেই এই পটে আছে লেখা।। যাহার মুরলী ধ্বনি শুনি। সেই বটে এ রসিকমণি।। ভাট মুখে যার গুণগাধা। দূতী মুখে শুনি যার কথা।। এই মোর হরিয়াছে প্রাণ। ইহা বিনে কেহ নহে আন।। এত কহি মূরছি পড়য়ে। সখীগণ ধরিয়া তোলয়ে।। পুন কহে পাইয়া চেতনা। কি […] keyboard_arrow_right
  • যেখানে শুতিয়া ধনি রাই
    যেখানে শুতিয়া ধনি রাই। চন্দ্রাবলি তাঁহা যাই।। রাইকে হেরি অগেয়ান। নিঝরে ঝরে দুনয়ান।। কহয়ে ললিতা সঞে বাত। পুনহি আওব ব্রজনাথ।। রাই যৈছে জীবন পায়। ঐছন রচহ উপায়।। কো যদি কহে তছু ঠাম। শুনইতে আওব শ্যাম।। রাই ললাটে কর আপি। দেখয়ে ললাটে কর আপি। দেখয়ে দেহক তাপি।। তুহিন শীতল হেরি গাত। পদযুগে রাখল হাত।। বচন কহই […] keyboard_arrow_right
  • রাধাশ্যাম দোঁহে রে বিহরে কুঞ্জবনে
    রাধাশ্যাম দোঁহে রে বিহরে কুঞ্জবনে। দুই চন্দ্র একু ঠাম বয়ানে বয়ানে।। কাজরে মিশেছে রাই নব গোরোচনা। নীলমণির অন্তরে পশেছে কাঁচা সোনা।। নব কুবলয় যিনি নাগর শ্যাম। কষিত কাঞ্চন জিনি রাই অনুপাম।। বিনোদিয়া নাগরের নাগরি রহু কোলে। কাল জলে সোনার কমল যেন হেলে।। সোনার বরণ রাই কালিয়া নাগর। সোনার কমলে যেন পশেছে ভ্রমর।। রাধাশ্যামের রূপে কি […] keyboard_arrow_right
  • শুন শুন নীলজ কান
    শুন শুন নীলজ কান। কৈছন মুরলিক গান।। চন্দ্রাবলি বলি গীত। এ কিয়ে চপল চরীত।। শুনি ধনি কয়লহি মান। কি করবি অব সমাধান।। শুনি হরি সচকিত ভেল। সো সখি সঞে চলি গেল।। নাগর হেরইতে রাই। অধিক রোখ নিরমাই।। সমুখে যুড়িয়া দুই হাত। নাগর কহে মৃদু বাত।। হাম করু তুয়া গুণ গান। না বুঝি করসি তুহুঁ মান।। […] keyboard_arrow_right
  • শুন সহচরি না কর চাতুরী
    “শুন সহচরি না কর চাতুরী সহজে দেহ উত্তর। কি জাতি মূরতি কানুর পীরিতি কোথায় তাহার ঘর।। চলে কি বাহনে টিকে কোন্‌ স্থানে সৈন্যগণ কেবা সঙ্গে। কোন্ অস্ত্র ধরে পারাপার করে কেমনে প্রবেশে অঙ্গে।। পাইয়া সন্ধান হব সাবধান না লব তাহার বা। নয়নে শ্রবণে বচনে ত্যজিব সোঙারি তাহার পা।।” সখী কহে সার– “দেখি নিরাকার স্বরূপ কহিবে […] keyboard_arrow_right
  • শুনিয়া বিশাখা কহে বাণী
    শুনিয়া বিশাখা কহে বাণী। কি দেখি কি কহ ঠাকুরাণি।। সখি মোর কুলবরতিনী। নিজ পতি বিনে নাহি জানি।। কালি কুহূ বরতি সকলে। তাহে দিল হলদীর জলে।। তেঞি পীত হইল বসন। তুহুঁ তাহে কাহে আনমন।। বরজলম্পট শঠ কীরে। বিম্ব ভানে দংশিল অধরে।। পুন সে দাড়িমভান করি। পদনখে হৃদয়ে বিদা র।। তুহুঁ সব অন্তরযামিনী। জানি কাহে কহ হেন […] keyboard_arrow_right
  • সে যে বৃষভানু-সুতা
    সে যে বৃষভানু-সুতা। মরমে পাইয়া ব্যথা।। সজল নয়ান হৈয়া। রহে পথ পানে চাঞা।। ফুল-শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হৈয়া। উজর চাঁদনী রাতি। মন্দিরে রতন-বাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল। আধ রজনী গেল।। শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • সে যে বৃষভানু-সুতা
    সে যে বৃষভানু-সুতা। মরমে পাইয়া ব্যথা।। সজলনয়ান হৈয়া। রহে পথ পানে চাইয়া।। ফুল-শেজ বিছাইয়া। রহয়ে ধেয়ানী হইয়া।। উজর চাঁদনী রাতি। মন্দিরে রতন-বাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল। আধ রজনী গেল।। শ্যাম বঁধুয়ার পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ