• নাচয়ে চৈতন্য চিন্তামণি
    নাচয়ে চৈতন্য চিন্তামণি। বুক বাহি পড়ে ধারা মুকুতা গাঁথনি।। প্রেমে গদগদ হৈয়া ধরণী লোটায়। হুহুঙ্কার দিয়া খেনে উঠিয়া দাঁড়ায়।। ঘন ঘন দেন পাক ঊর্দ্ধ্ববাহু করি। পতিত জনারে পহুঁ বোলায় হরি হরি।। হরিনাম করে গান জপে অনুক্ষণ। বুঝিতে না পারে কেহ বিরল লক্ষণ।। অপার মহিমাগুণ জগজনে গায়। বসু রামানন্দে তাহে প্রেমধন চায়।। keyboard_arrow_right
  • নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি
    নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আন নাহি গতি।। সংসার-সুখের মুখে তুল্যা দিয়া ছাই। নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই।। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতাইবিমুখ জনার মুখ না দেখিব।। গঙ্গা যার পদজল হর শিরে ধরে। হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে।। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে। […] keyboard_arrow_right
  • নিতাইচাঁদ দয়াময় নিতাইচাঁদ দয়াময়
    নিতাইচাঁদ দয়াময় নিতাইচাঁদ দয়াময়। কলিজীবে এত দয়া কারু নাহি হয়।। খেনে কাল খেনে গোরা খেনে অঙ্গ পীত। খেনে হাসে খেনে কাঁদে না পায় সম্বিত।। খেনে গো গো করে গোরা বলিতে না পারে। গোরা রাগে রাঙ্গা আঁখিজলেই সাঁতারে।। আপনি ভাসিয়া জলে বাসাওল ক্ষিতি। এ ভব অচলে যদু রহল অবধি ।। keyboard_arrow_right
  • নিতি নিতি যাও রাই মথুরা নগরে
    নিতি নিতি যাও রাই মথুরা নগরে। ঘৃত দধি দুধ ঘোলে সাজাঞা পসারে।। আমি পথে মহাদানী বিদিত সংসারে। কার বোলে কোন ছলে যাও অবিচারে।। দেহ মহাদান রাই বসিয়া নিকটে। এক পণ অধিক কাহন প্রতি বটে।। চিরদিন আছে দান সমুখে আমারি। অঙ্গে বহুমূল ধন আর নীল শাড়ী।। সিঁথার সিন্দুর দান কহনে না যায়। নয়ানে কাজলরেখে ধরণী বিকায়।। […] keyboard_arrow_right
  • নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে
    নিশি প্রভাত হৈল পিয়া না আইল ভবনে। মালতীর মালা কেনে গাঁথিলাম যতনে ।। অগুরু চন্দন চুয়া দিব কার গায়। জরজর হৈল তনু নিশি না পোহায়।। কর্পূর চন্দন চুয়া দিব কার মুখে। রজনী বঞ্চিব হাম কারে লয়ে সুখে।। সে নাহ নিঠুর যদি না আইসে ইহা। যমুনার জলে সব দিব ভাসাইয়া।। কার লাগি রাখি ইহা সংযোগ করিয়া। […] keyboard_arrow_right
  • নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
    নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী। বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।। শুন শুন প্রাণ প্রিয় সই। তুমি সে আমার হও তেঁই তোমায় কই।। বিনি ছলে ছল করি সদাই ধরে চুরি। হেন মনে করি জলে প্রবেশিয়ে মরি।। সতী সাধে দাঁড়াই যদি সখীগণ সঙ্গে। পুলকে পূরয়ে তনু শ্যাম পরসঙ্গে।। পুলক ঢাকিতে নানা করি পরকার। নয়নের ধারা মোর […] keyboard_arrow_right
  • প্রকাশ হইলা গৌরচন্দ্র
    প্রকাশ হইলা গৌরচন্দ্র। দশদিকে বাড়িল আনন্দ।। রূপ কোটি মদন জিনিয়া। হাসে নিজ কীর্ত্তন শুনিয়া।। অতি সুমধুর মুখ আঁখি। মহারাজচিহ্ন সব দেখি।। শ্রীচরণে ধ্বজবজ্র শোহে। সব অঙ্গে জগমন মোহে।। দুর গেল সকল আপদ। ব্যক্ত হৈল সকল সম্পদ।। শ্রীচৈতন্যনিত্যানন্দ জান। বৃন্দাবন তছু পদে গান।। keyboard_arrow_right
  • প্রেমক পুঞ্জরি শুন গুণমঞ্জরি
    প্রেমক পুঞ্জরি শুন গুণমঞ্জরি তুহুঁ সে সকল শুভ-দাই। তোহারি গুণগণ চিন্তই অনুখণ মঝু মন রহল বিকাই। হরিহরি কবে মোর শুভদিন হোয়। কিশোর-কিশোরী পদ সেবন সম্পদ তুয়া সনে মিলব মোয়।। হেরই কাতর জন কুরু কৃপা-নিরখণ নিজ গুণে পূরবি আশে। তুহুঁ নব ঘন বিনু বিন্দু বরিখণে পুনু কো পুরব পিপিয় পিয়াসে।। তুহুঁ সে অগতি-গতি নিশ্চয় নিশ্চয় অতি […] keyboard_arrow_right
  • ফুল-বনে দোলয়ে ফুলময়-তনু
    ফুল-বনে দোলয়ে ফুলময়-তনু। ফুলময় আভরণ করে ফুল-ধনু।। ফুলময় খিতিতল ফুলময় কুঞ্জ।। ফুলময় সখি বরিখয়ে ফুল-পুঞ্জ।। ফুল-তনু হেরি মুগধ ফুল-বাণ। ফুল-শরে হানল ফুলময় কান।। ফুল ঊয়ল বর্ম ফুলবায়ু মন্দ। ফুল-রসে গুঞ্জয়ে মধুকর-বৃন্দ। অপরূপ ফুল-দোল ফুল-বিলাস। ফুল করে রহ যদুনন্দন দাস।। keyboard_arrow_right
  • বরণ কাঞ্চন দশবাণ
    বরণ কাঞ্চন দশবাণ। অরুণ বসন পরিধান।। অবনত মাথে গোরা রহে। অরুণ নয়ানে ধারা বহে।। ক্ষণে শির করতলে রাখি। ক্ষণে ক্ষিতিতল নখে লিখি।। কান্দিয়া আকুল গোরা রায়। সোনার অঙ্গ ধূলায় লোটায়।। বাসুদেব ঘোষে গুণ গায়। নিশি দিশি আন নাহি ভায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ