• এত শুনি দোতি চলল ধনি পাশ
    এত শুনি দোতি চলল ধনি পাশ। যৈছনে নাহক পূরয়ে আশ।। বচনক ভাতি আপন হিয়ে সাঁচি। মিললি মুগধি-সঞে গুরুজনে বাঁচি।। হেরি সুধামণি হরিণ-নয়ানী। পুছইতে না পুছয়ে তা সঞে বাণী।। কহ যদুনন্দন কর অবধান। তোহরি নিয়ড়ে মুঝে ভেজল কান।। keyboard_arrow_right
  • কত ঘর বাহির হইব দিবা-রাতি
    কত ঘর বাহির হইব দিবা-রাতি। বিষম হইল কালা কানুর পিরিতি।। আনিয়া বিষের গাছ রুপিনু অন্তরে। বিষেতে জারিল দেহ দোষ দিব কারে।। কি বুদ্ধি করিব সখি কি হবে উপায়। শ্যাম ধন বিনে মোর প্রাণ বাহিরায়।। এ কূল ও কূল সখি দো-কূল খোয়ালুঁ। সোতের শেহলি যেন ভাসিতে লাগিলুঁ।। কহিতে কহিতে ধনি ভেল মুরছিত। উরে করি কহে সখী […] keyboard_arrow_right
  • কতহুঁ যতন করি সাধল দোতি
    কতহুঁ যতন করি সাধল দোতি। যৈছনে ধনি চিত দরবিত হোতি।। যোই নিকুঞ্জে বিষাদই কান। তহিঁ ধনি ভামিনি কয়ল পরান।। পদ দুই চারি চলই পুন থারি। ধৈরজ চীত ধরই নাহি পারি।। মানিনি গরগর অন্তর থোর। ঐছন পাওল কুঞ্জকি ওর।। যতনহি কানুসমূখ নাহি গেল। যৈছন পুরুব মূগধি সম ভেল।। সহচরিগণ তব করই বিষাদ। কো বিহি ঘটায়স ইহ […] keyboard_arrow_right
  • কাজর রুচিহর রয়নী বিশালা
    কাজর রুচিহর রয়নী বিশালা। তছুপর অভিসার করু ব্রজবালা।। ঘর সঞে নিকসয়ে যৈছন চোর। নিশবদ পদগতি চলতহিঁ থোর।। উনমত চিত অতি আরতি বিথার। গুরুয়া নিতম্বনব যৌবনভার।। কমলিনী মাঝা খিনি উচকুচজোড়। ধাধসে চলু কত ভাবে বিভোর।। রঙ্গিণী সঙ্গিনী নব নব জোড়া। নব অনুরাগিনি নব রসে ভোরা।। অঙ্গক আভরণ বাসয়ে ভার। নূপুর কিঙ্কণি তেজলি হার।। লীলাকমল উপেখলি রামা। […] keyboard_arrow_right
  • কানুক দরশন ভেল
    কানুক দরশন ভেল। সহচরি তুরিতহিঁ গেল কানু-কথন শুনি ভোরি। বেশ বনায়লি গোরি।। প্রিয় সহচরি করি সঙ্গ। বসনভূষণ করি অঙ্গ নব নব নাগরি বালা। যৈছন চান্দকি মালা।। বাওত কতকত তানে। কত রস রসে ভাস। শুনতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • কামিনি নাহি হরি যামিনি জাগল
    কামিনি নাহি হরি যামিনি জাগল সঙ্কেত-কাননে যাই। নিজ-গৃহে সুন্দরি রজনি উজাগরি ভয়ে যাইতে নহি পাই।। দেখ দেখ সোই শর্বরী বিহানে। কুজ্‌ঝটী তিমিরে বেঢ়ল ব্রজ-মণ্ডল অনুকূল দৈব-বিধানে।।ধ্রু।। অলখিতে সু্ন্দরি ছল করি নিকসল গুরু-জন কোই ন জানে। দক্ষিণ-করে এক শোভে জল-ভাজন চলতহি মাঘ-সিনানে।। অচিরে কলাবতি কুঞ্জহি মিলল নাগর নিরখি আনন্দ। অমিলন-জনিত দুহুঁক দুখ দূরে গেল উলসিত শেখর […] keyboard_arrow_right
  • কি কহব রাইকো হরি অনুরাগ
    কি কহব রাইকো হরি অনুরাগ। নিরবধি মনহি মনোভব জাগ।। সহজে রুচির তনু সাজি কত ভাতি। অভিসরু শারদ পূণমীকো রাতি।। ধবল বসন তনু চন্দন পূর। অরূণ অধরে ধরু বিশদ কপূর।। কবরী উপরে করু কুন্দ বিথার। কণ্ঠে বিলম্বিত মোতিম হার।। কৈরবে ঝাঁপল করতল কাঁতি। মলয়জ চন্দন বলয়কো পাঁতি।। চান্দকি কৌমুদী তনু নহে চিন। যৈছন ক্ষীর নীর নহে […] keyboard_arrow_right
  • কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ
    কুলের বাহির হৈয়া কেনে বা আইলুঁ। সুগন্ধি ফুলের মালা কেনে বা গাঁথিলুঁ।। কেনে বা কুসুম-শেজ সাজাইলি তোরা। কেনে বা চন্দন ভরি ধরিলুঁ কটোরা।। রজনী চলিয়া যায় বুকে শেল বাজে। কত না পাইলুঁ দুখ লম্পটের কাজে।। মনে মনে মনোরথ করিলাম যত। কানু বিনে সকলি হইল অনরথ।। নিশি পোহাইলে যার রহিবে জীবন। সেজন করিবে কালি কানু দরশন।। […] keyboard_arrow_right
  • গুরুজন মোহে কবহু নহু বাম
    গুরুজন মোহে কবহু নহু বাম। শুনইতে উলসিত পিয়া মঝু নাম।। সখীগণ পিরীতি সে কহই না জান। পরিজন মোহে লাগি নিছয়ে পরাণ।। এ সখি অকুশল কছু নাহি হেরি। চমকি উঠয়ে কাহে হিয়া বেরি বেরি।।ধ্রু।। সহচরি এক দৈবগতি জান। মোহে হেরি সো কাহে সজল নয়ান।। পুছইতে মৌনে রহল মঝু পাশ। কি কহব অব ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গচান্দের মনে কি ভাব উঠিল
    গৌরাঙ্গচান্দের মনে কি ভাব উঠিল। পুরুবচরিত্র বুঝি মনেতে পড়িল।। গৌরীদাসমুখ হেরি উলসিত হিয়া। আনহ ছান্দন ডুরি বোলে ডাক দিয়া।। আজি শুভ দিন চল গোঠেরে যাইব। আজি হৈতে গো দোহন আরম্ভ করিব।। ধবলী সাঙলী কোথা শ্রীদাম সুদাম। দোহনের ভাণ্ড মোর হাতে দেহ রাম।। ভাবাবেশে বেয়াকুল শচীর নন্দন। নিত্যানন্দ আসি কোলে করে সেই ক্ষণ।। চৈতন্যদাসেতে বলে ছান্দনের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ