• দেখ দেখ গোরাচাঁদে
    দেখ দেখ গোরাচাঁদে। কাঞ্চন রঞ্জন বরণ মদন- মোহন নটনছাঁদে।।ধ্রু।। পূরব পীরিতি কহে। কিশোর বয়সে ভাবের আবেশে পুলকে পূরল দেহে।। কে জানে মরম ব্যথা। যমুনা পুলিন বন বিহরণ কহয়ে সে সব কথা।। নীরজনয়নে নীর। রাধার কাহিনী কহয়ে আপনি তিলেক না রহে থির।। গদাধর করে ধরি। কাঁদন মাখন কহিতে বচন বোলে হরি হরি হরি।। ভাবে জর জর […] keyboard_arrow_right
  • দেখি সব সখিগণ দুহুঁজন-প্রেম
    দেখি সব সখিগণ দুহুঁজন-প্রেম। কহ ইহ যৈছন লাখবাণ হেম।। বাহু পসারি রাই করু কোর। নাগর নিজ করে মোছই লোর।। দূরে গেও মান-জনিত দুখ-পূর। আনন্দ-সাগরে দুহুঁ জন বূর।। সুবদনি মরমহি পাওল লাজ। নাহক পূরল মনোরথ-কাজ।। চুম্বনে ইষত বয়ান ধনি ফেরি। ভরমহি সরম আলিঙ্গন বেরি।। যৈছন চরবণ তপত কুশারি। যব পরিরম্ভণে গদগদ নারী।। ইহ সংকীরণ দুহুঁক বিলাস। […] keyboard_arrow_right
  • ধনী চলি আওল নিভৃত কুঞ্জে
    ধনী চলি আওল নিভৃত কুঞ্জে। কঙ্কণ ঝনঝন মধুকর গুঞ্জে।। কৈছে যাওব সখি গো পিয়া পাশ। হাম অতি মানিনী জনি হয় হাস।। কবহু না করব বদন পরসাদ। প্রতিকূল মদন করয়ে জনি বাদ।। সো রতি লুবধ পরশে যদি অঙ্গ। তব বিধি না জানি করয়ে কোন রঙ্গ।। কহে হরিবল্লভ জনি কর মান। বল্লভ সোই মূরতি পাঁচ বাণ।। keyboard_arrow_right
  • নব অনুরাগিণি নব অনুরাগ
    নব অনুরাগিণি নব অনুরাগ। মীলল দুহুঁ তনু গলে গলে লাগ।। তহিঁ এক রঙ্গিণি পরম রসাল। দুহুঁ গলে দেওল এক ফুলমাল।। টুটব ভয়ে দুহুঁ পড়ু এক বন্ধ। দৈবে ঘটায়ল প্রেমআনন্দ।। সখিমুখ হেরইতে উলসিত ভেল। দোঁহে মেলি মালা সেই সখি গলে দেল।। বাহু পসারিয়া দোঁহে দোঁহা ধরু। দোঁহ অধরামৃতে দোঁহ মুখ ভরু।। দুরে গেও মউরশিখণ্ড পরিধান। গোবিন্দদাসিয়া […] keyboard_arrow_right
  • নব মধুমাস কুসুমময় গন্ধ
    নব মধুমাস কুসুমময় গন্ধ। রজনি উজোয়ল গগনহি চন্দ।। মলয়পবন বহে সৌরভ মেলি। কোকিল রাব ভ্রমর করু কেলি।। ঐছে রজনি হেরি রসবতি রাই। সহচরি সহ নিজ বেশ বনাই।… অবহিঁ চললি ধনি কালিন্দিতীর। অপরূপ শোভন ধীর সমীর।। সখিগণ সহ তহিঁ মীলল কান। দুহুঁ জন হেরই দুহার বওয়ান।। দুহুঁ মুখ হেরইতে মৃদু মৃদু হাস। জ্ঞানদাস কহ দুহুঁক বিলাস।। keyboard_arrow_right
  • নিজ গৃহে শয়ন করল যদুরায়
    নিজ গৃহে শয়ন করল যদুরায়। সবজন নিজ নিজ গৃহে চলি যায়।। নন্দরাজ তব ভোজন কেল। নিজ নিজ মন্দিরে সভে চলি গেল।। নগরক লোক সব নিশবদ ভেল। চরাচর সব যো যাঁহা গেল।। মউর মউরিগণ ঘন দেই নাদ। গোবিন্দদাস পহু শুনি উনমাদ।। keyboard_arrow_right
  • নিধুবনে রাধামোহন কেলি
    নিধুবনে রাধামোহন কেলি। কুসুমসমর করু সহচরি মেলি।। বৃন্দা দেবী যোগাওত ফুল। বহুবিধ তোড়ক রচিত বকুল।। সহচরি কুসুম বরিখে শ্যামঅঙ্গ। তোড়ল পিঞ্ছমুকুট বহু রঙ্গ।। লাখে লাখে গেন্দু পড়য়ে শ্যামগায়। মধুমঙ্গল সহ সুবল পলায়।। সখীগণ মেলি দেই করতালী। ফুল-ধনু লেই ফিরয়ে বনমালী। রাইক সঙ্গে করয়ে ফুলরণ। কোই না জীতয়ে সম দুই জন।। অদভুত দুহুঁ জন কুসুমবিলাস। হেরি […] keyboard_arrow_right
  • পথ গতি নয়নে মিলল রাধা কান
    পথ গতি নয়নে মিলল রাধা কান। দুহুঁমনে মনসিজ পূরল সন্ধান।। দুহুঁমুখ হেরইতে দুহুঁ ভেল ভোর। সময় না বুঝত অচতুর চোর।। বিদগধ সঙ্গিনি সব রস জান। কুটিল নেহারি করল সাবধান।। চললি রাজপথে দুহুঁ উরঝাই। কহ কবিশেখর সখী চতুরাই।। keyboard_arrow_right
  • পিরীতি হইল বৈরী
    পিরীতি হইল বৈরী। সততে মরমে দুঃখ না দেখিলে মরি।। দূর দেশী সঙ্গে প্রেম করিনু অবলা। দেশান্তরী হৈল নাথ দিয়া বিষম জ্বালা।। যার প্রেম রাখিয়া লোকের হৈনু বৈরী। দারুণ প্রেমের দুঃখ না দেখিলে মরি। পিরীতি জগ-বৈরী পরাণের গুরু পিরীতি জীয়তে দুঃখ মরণের দারু।। আলি রাজা কহে প্রেম-শর-বিষ বুকে। কালনাগ ডংশিলে ঔষধ গুরু মুখে।। keyboard_arrow_right
  • প্রতি-অঙ্গে রতিচিহ্ন আঁখি ঢুলুঢুল
    প্রতি-অঙ্গে রতিচিহ্ন আঁখি ঢুলুঢুল। খসিল কেশ-বেশ মালতি বকুল।। চল চল মাধব তোহে পরণাম। গোঙাই সকল নিশি আয়লি বিহান।। হাম রহল জাগি নিশি একসরিয়া। চাতুরি না কর চল শতঘরিয়া।। চল চল মাধব চল পুনরায়। দগধ শরীর দগধ কত আর।। চল চল মাধব চল নিজ বাস। অতয়ে নিবেদল গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ