• বহু দিন পরে বঁধুয়া এলে
    বহু দিন পরে বঁধুয়া এলে। দেখা না হইতে পরাণ গেলে।। এতেক সহিল অবলা বলে। ফাটিয়া যাইত পাষাণ হলে।। দুখিনীর দিন দুখেতে গেল। মথুরা-নগরে ছিলে ত ভাল।। এ সব দুখ কিছু না গণি। তোমার কুশলে কুশল মানি।। এ সব দুখ গেল হে দূরে। হারাণ রতন পাইলাম কোড়ে।। এখন কোকিল আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক তাহার তান।। […] keyboard_arrow_right
  • বহু দিন পরে বঁধুয়া এলে
    বহু দিন পরে বঁধুয়া এলে। দেখা না হইত পরাণ গেলে।। এতেক সহিল অবলী বলে। ফাটিয়া যাইত পাষাণ হলে।। দুখিনীর দিন দুখেতে গেল। মথুরা নগরে ছিলে ত ভাল।। এ সব দুখ কিছু না গণি। তোমার কুশলে কুশল মানি।। এ সব দুখ গেল হে দূরে। হারাণ রতন পাইলাম কোড়ে।। এখন কোকিল আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক তাহার […] keyboard_arrow_right
  • বহুদিন পরে বঁধুয়া এলে
    বহুদিন পরে বঁধুয়া এলে । দেখা না হইত পরাণ গেলে।। এতেক সহিল অবলা বলে। ফাটিয়া যাইত পাষাণ হলে।। দুখিনীর দিন দুখেতে গেল। মথুরা নগরে ছিলে ত ভাল।। এ সব দুঃখ কিছু না গণি। তোমার কুশলে কুশল মানি।। এ সব দুঃখ গেল হে দূরে। হারান রতন পাইলাম কোরে।। (এখন) কোকিল আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক তাহার […] keyboard_arrow_right
  • বিবিধ মিঠাই আচর ভরি দেল
    বিবিধ মিঠাই আচর ভরি দেল। অলখিতে আওল অলখিতে গেল।। নগরক লোক কোই লখই না পারি। ঐছে গতাগতি করু সুকুমারি।। বেশ বনাই কানু বল বীর। গোধন লই চলু যামুন তীর।। গোপ গোপাল সঙ্গে কত ধাব। বেণু বিষাণ ঘোর ঘন রাব।। সুবল সখা সঞে করত বিলাস। এক মুখে কি কহব গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • বিহরতি রাসে রসিক বলরাম
    বিহরতি রাসে রসিক বলরাম। রূপ হেরি মুরছিত কত শত কাম।। কত শত নব নাগরি অনুপাম। অবিরত সেবই পূরু মনকাম।। সিত কলেবর মনোহর ধাম। জগজন রমইতে যাকর নাম।। তঁহি রস আবেশ ভঙ্গি সুঠম। কি কহব জ্ঞান পঁহুক গুণগাম।। keyboard_arrow_right
  • বেশ করে প্রিয় সহচরী
    বেশ করে প্রিয় সহচরী। সাজায়ল নবীন কিশোরী।। ত্বরিতে চলল কুঞ্জ পথে। প্রিয় সহচরীগণ সাথে।। গতি যেন মরালের বঁধু। ধরণীতে চলে যেন বিধু।। রাই মুখ শশধর বলি। চকোর ধাইল আর অলি।। রাই করে দোহারে বারণ। আঁচরে ঝাঁপি নিজ বদন।। প্রবেশিল নিকুঞ্জ মন্দিরে। মিলল শ্যাম সুনাগরে।। বলরাম দাস কহে দোঁহে ভোর। বৈঠল বন্ধুয়াক কোর।। keyboard_arrow_right
  • ভালে তুহু মাধব জানসি ছন্দ
    ভালে তুহু মাধব জানসি ছন্দ। হাম কুলজা মুগধিনী মতি মন্দ।। এত কহি বরিখয়ে কুটিল কটাখ। সো নাগর মানয়ে নিধি লাখ।। হাম বলি যাও তুয়া মুখ বঙ্ক। হসি হসি চুম্বই নাহ নিশঙ্ক।। রোখই ধনী পোখই রতি রঙ্গ। সিরজই মনসিজ সমর তরঙ্গ।। দৃঢ় পরিরম্ভণ অসাহি করই। তবহু কঠোর নয়নশর ভরই।। তুহু অতি চতুর সাধসি নিজ কাম। কামিনী […] keyboard_arrow_right
  • মদন মদালসে শ্যামর ভোর
    মদন মদালসে শ্যামর ভোর। শশিমুখ হাসি হাসি করু কোর।। রহি রহি চুম্বই নাহ বয়ান। চান্দ চকোর মিলল একু ঠাম।। অধর নিরখি রস পিবি অগেয়ান। অমিয়া মহোদধি ডুবল কান।। ধনি ধনি রাধা রস নিরবাহ। বশ ভেল অখিল কলাগুরু নাহ।। নয়ন ঢুলাঢুলি লহুঁ লহুঁ হাস। অঙ্গ হেলাহেলি গদ গদ ভাষ।। রসভরে দুরে রহু শিখণ্ড পীতবাস। দুহুঁ রূপ […] keyboard_arrow_right
  • যব ধনি ভুজ ভরি ধরল মুরারি
    যব ধনি ভুজ ভরি ধরল মুরারি। ভিজল বসন তন রোদন বারি।। ঘন ঘন উছলত পিয়হিয়মাহ। কুসুম শয়নতলে আনল নাহ।। হসি হসি হরি যব খোলত বাস। থরথরি কাঁপই নহি নহি ভাষ।। অতি ডরে কাতর ধনী মুখ দেখি। তব লহু লহু উর পর নখ রেখি।। লহু লহু আলিঙ্গয়ে লহু লহু কেলি। লহু লহু অধরক দংশন ভেলি।। কাঁপয়ে […] keyboard_arrow_right
  • যামিনি শেষে বেশ করব তুহুঁ
    যামিনি শেষে বেশ করব তুহুঁ অতয়ে করল অনুবন্ধ। উদিতহুঁ অরুণ তবহু কিছু না বুঝিয়ে তোহারি হৃদয় পরবন্ধ।। মাধব তুহুঁ বড় নীলজরাজ। নাগরিমা গুণ গৌরব চাতুরি অতি রসে ডুবব আজ।। লিখইতে তিলক বদন ঘন মাজসি চিকুর পরশি হাসি মন্দ। অঞ্জইতে নয়ন যুগল ঘন চুম্বনে ঝামর ভেল মুখচন্দ।। চলইতে গেহ সঘন পরিরম্ভণে দুবরি ভৈগেল অঙ্গ। গোবিন্দদাসিয়া কহ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ