• যাও হে শ্যাম রাই-কুঞ্জে আর এসো না
    যাও হে শ্যাম রাই-কুঞ্জে আর এসো না, এলে ভাল হবে না।। গাছ কেটে জল ঢালছ পাতায় এ চাতুরী শিখলে কোথায় উচিত ফল পাইবে হেথায়, তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী এ পথে পড়েছে কালি এ কালি আর যাবে না।। কেনে বঁধু জানা গেলো উপর কালো ভিতর কালো লালন […] keyboard_arrow_right
  • যাকর মাঝ হেরি মৃগ-রাজ
    যাকর মাঝ হেরি মৃগ-রাজ। ভয়ে পৈঠল গিরি-কন্দর মাঝ।। শুনইতে চমকিত সবহুঁ মতঙ্গ। চরণহি সোঁপল নিজ গতি-ভঙ্গ।। আনি দেই নিজ লোচন-ভঙ্গী। বন পরবেশল সবহুঁ কুরঙ্গী।। মঙ্গল-কলস পয়োধর জোর। তঁহি নব পল্লব অধর উজোর।। চৌদিশে মধুকর মন্ত্র উচার। ঋতু-পতি যোধে ভেল আগুসার।। একলি চঢ়লি মনোরথ মাহ। দৃঢ় করি কুঞ্চক কয়ল সন্নাহ।। অব কি করব হরি করহ বিচারি। […] keyboard_arrow_right
  • যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি
    যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি রোহিণীরে ডাকিয়া শুধায়। গোপালে রাখিয়া ঘরে মো গেলাম যমুনার নীরে প্রভাতে সে দুধ নাহি খায়।। যে কানু ক্ষুধার তাপে তিলেক না ছাড়ে মাকে বসন ধরিয়া কান্দে কাছে। দলিত অঞ্জনে জিনি ননি ছানি তনুখানি ক্ষুধায় মলিন হয়ে পাছে।। রোহিণী বহিণি যা হেদে গো শ্রীদামের মা এ পথে দেখেছ যাদু […] keyboard_arrow_right
  • যাদবেরে সাজাইয়া চাঁদমুখ নিরখিয়াঁ
    যাদবেরে সাজাইয়া চাঁদমুখ নিরখিয়াঁ আনন্দ সায়রে রাণী ভাসে। মনে সাধ জনমিল মোহন মুরলী দিল ধড়ায় গুঁজিয়া বামপাশে।। সুগন্ধি বনের ফুলে মালা গাঁথি দিল গলে সুগন্ধি চন্দন দিল গায়। ধেনু ফিরাবার তরে পাঁচনী দিলেন করে মণিময় বাধা দিল পায়।। সাজন বাজন লইয়া কনক জিঞ্জির দিয়া বাম কান্ধে দিল নন্দরাণী। ধবলীর গলে দিতে হেমপাটা দিল হাতে গোঠেরে […] keyboard_arrow_right
  • যাব আমি যমুনায় সখি চল
    যাব আমি যমুনায় সখি চল, চাহিয়া দেখনা কেনে সূর্য অস্তে গেল। কাঁকেতে কলসী নিয়া যাব যে পথে নাচিয়া, ভরিব কলসী মোরা দেখে জল ভাল। আর একটি কথা তোমায় বলিব গোপনে, ঢুরিয়া দেখিব কোথায় মনচূরা কাল। রউফ বলে সখিগণ বৃথা কেন করভ্রমণ। ভেবেছ মনেতে যাহা হবেনা সফল। keyboard_arrow_right
  • যাবক রচইতে সচকিত লোচন
    যাবক রচইতে সচকিত লোচন পদ সঞে বয়ান সঞ্চার। অধররাগ সঞে বুঝি অনুভব করু কোন অধিক উজিয়ার।। দেখ সখি কানুক রঙ্গ। রাইক বেশ বনাওত অভিমত নিরখি নিরখি প্রতি অঙ্গ।।ধ্রু।। চরণ বিভূষণ মণিগণে ঊয়ল শ্যাম মূরতি পরতেক। হেরব লাখ নয়ানে হেন মানিয়ে অতয়ে সে ভেল অনেক।। কিয়ে প্রতিবিম্ব দম্ভ সঞে নিজতনু চরণনিছনি পরকাশ। শম্বর বৈরী বিজয় বেকত […] keyboard_arrow_right
  • যাবটে আমার রাইএর গোচর
    যাবটে আমার রাইএর গোচর বসতি হইবে কবে। শ্রীরূপ মঞ্জরী মোরে কৃপা করি চরণে রাখিবে তবে।। মোরে কৃপা করি গোবর্দ্ধন গিরি রাধাকুণ্ড কুঞ্জবনে। যেখানে যেখানে লীলা নিকেতনে নিভৃত নিকুঞ্জ স্থানে।। নিভৃত নিকুঞ্জে রাই যাবে রঙ্গে নয়নে দর্শন হবে। গুরুরূপা সখী অনাথিনী দেখি পশ্চাতে রাখিবে কবে।। আর কত দিনে সেবাপরা-গণে আমারে ইঙ্গিত বাণী। ইঙ্গিত বুঝিব পালঙ্ক বিছাব […] keyboard_arrow_right
  • যাবত জনমে কি হৈল মরমে
    যাবত জনমে কি হৈল মরমে পীরিতি হইল কাল। অন্তরে বাহিরে পশিয়া রহিল কেমতে হইবে ভাল।। সই, বল না উপায় মোরে। গঞ্জনা সহিতে নারি আর চিতে মরম কহিলু তোরে ।।ধ্রু।। ননদী-বচনে জ্বলিছে পরাণে আপাদমস্তকচুল। কলঙ্কের ডালি মাথায় করিয়া পাথারে ভাসাব কুল।। ভাসিয়া যে যায় ঘুচে সব দায় না বলে ছাড় যে লোকে। চণ্ডীদাসে কয় না করিহ […] keyboard_arrow_right
  • যাবত জনমে কি হৈল মরমে
    যাবত জনমে কি হৈল মরমে। পীরিতি হইল কাল। অন্তর বাহিরে পশিয়া রহিল কেমতে হইবে ভাল।। সই,বল না উপায় মোরে। গঞ্জনা সহিতে নারি আর চিতে মরম কহিনু তোরে।। ননদী-বচনে জ্বলিছে পরাণে আপাদমস্তক চুল। কলঙ্কের ডালি মাথায় করিয়া পাথারে ভাসাব কুল।। ভাসিয়ে যায় ঘুচে সে দায় না বলে ছাড়য়ে লোকে। চণ্ডীদাস কয় না করিহ ভয় কি করিবে […] keyboard_arrow_right
  • যাবো রে এ স্বরূপ কোন্‌ পথে
    যাবো রে এ স্বরূপ কোন্‌ পথে। স্বরূপ আয় রে আয় এসে আমায় ব্রজের পথ বলে দে।। যার জন্যে ঝোরে নয়ন তারে কোথা পাব এখন যাব আমি শ্রীবৃন্দাবন, পথ না পারি আর চিনিতে।। দেখবো সেই সুন্দর কুমার মনে সাধ হয় রে আমার মিন্নতি করি তোমার সেই পথের উদ্দিশ জানিতে।। একবার সেই গোকুলের চাঁদ দেখলে জুড়ায় মোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ