যার লাগি কলঙ্কী হইলাম, সে বন্ধুয়া রইল কই ? কোথায় যাব বল প্রাণ সই। বন্ধু আস্বে বলে চলে গেল, আমায় করে নিশান সই। বলে মোরে, প্রাণ প্রিয়া, প্রাণ পাখী নিল কাড়িয়া, কোথা গেল দুঃখ দিয়া, ডেকে মোরে সই। আমি কুল কলঙ্ক ত্যাগ করিয়া, তাহার আশায় পড়ে রই।। কুলে রাখিব কীর্তি, কালা আমার প্রেমের শক্তি, প্রেম […]
keyboard_arrow_right