• যে দিন হইতে তোমার সহিতে
    যে দিন হইতে তোমার সহিতে পহিলে হয়েছে দেখা। সে সব বচন রয়েছে ঘোষণ যেমত শেলেরই রেখা।। শপথি করিয়া পীরিতি করিলে তাহা বা রাখিলে কৈ। কে আছে ব্যথিত কাহারে কহিব যে দুখে আমরা রই।। আপনি বলিলে আপনি কহিলে আবার এমত কর। আমার হইলে মরিয়া যাইতাম পুরুষ বলিয়া সার।। একটি বচন করি নিবেদন শুন হে নাগর রায়। […] keyboard_arrow_right
  • যে দেখেছি যমুনার তটে
    যে দেখেছি যমুনার তটে। সেই দেখি এই চিত্রপটে।। যার নাম কহিল বিশাখা। সেই এই পটে আছে লেখা।। যাহার মুরলী ধ্বনি শুনি। সেই বটে এ রসিকমণি।। ভাট মুখে যার গুণগাধা। দূতী মুখে শুনি যার কথা।। এই মোর হরিয়াছে প্রাণ। ইহা বিনে কেহ নহে আন।। এত কহি মূরছি পড়য়ে। সখীগণ ধরিয়া তোলয়ে।। পুন কহে পাইয়া চেতনা। কি […] keyboard_arrow_right
  • যে দেখেছে বন্ধুর রূপ সে ত আর ভুলবে না
    যে দেখেছে বন্ধুর রূপ সে ত আর ভুলবে না। সেরূপ দেখতে আছে, কইতে মানা; সে রূপের না মিলে তুলনা।। দর্পণে যে রূপ দেখেছে, তার মনের আঁধার ঘুচে গেছে; রূপে নয়ন দিয়ে আছে দূরে গেছে পারের ভাবনা।। সদায় থাকে রূপ-ধিয়ানে, দেবদেবী সে মানবে কেনে, মন দিয়েছে শ্রীচরণে, গুরু ভিন্ন অন্য রূপ মানে না।। তার সাধ্য-সাধন গোপীর […] keyboard_arrow_right
  • যে পথে নাগর শিরোমণি
    যে পথে নাগর শিরোমণি। সে পথে চলিলা সুবদনি।। নাগর সহচর মেলি। গোঠহি করু কত কেলি।। ধেনুচরণে দেই ছন্দ। দোহন করু অনুবন্ধ।। গোরসময় সব অঙ্গ। তমালহি মোতিম রঙ্গ।। মুটকি মুটকি ভরি ঢারি। সুবল সখা সহকারি।। দুর সঞে হেরল রাই। হেরি মাধব বলি হারি যাই।। keyboard_arrow_right
  • যে পদ যোগীরা জপে নিরন্তর
    “যে পদ যোগীরা সজপে নিরন্তর অনন্ত না জানে রীতি। মুনি অগোচর যে সুখ সম্পদ তাহা না পাইল ইতি।। আর কি ইহাকে আছে কত ধন বিকাল পশরা মোর।। ও রাঙ্গা চরণে দধি দুগ্ধ যত বিকাইল সব মোর।। কামনার ফল এই নীপ মূলে সফল হইল বিকি। আমার করমে এই সে সকলি তোরা যাহ যত সখী।।” গদ গদ […] keyboard_arrow_right
  • যে পদ যোগীরা জপে নিরন্তর
    “যে পদ যোগীরা জপে নিরন্তর অনন্ত না জানে রীতি। মুনি-অগোচর যে সুখ-সম্পদ তাহা না পাইল ইতি।। আর কি ইহাকে আছে কত ধন বিকাল পশরা মোর । ও রাঙ্গা চরণে দধি-দুগ্ধ যত বিকাইল সব মোর।। কামনার ফল এই নীপ-মূলে সকল হইল বিকি। আমার করমে এই সে সকলি তোরা যাহ যত সখী।।” গদ্‌গদ বাণী কহে বিনোদিনী নয়নে […] keyboard_arrow_right
  • যে যাবি আজ গৌর-প্রেমের হাটে
    যে যাবি আজ গৌর-প্রেমের হাটে। তোরা আয় না মনে হ’য়ে খাঁটি ধাক্কায় যেন যাসনে চটে ফেটে।। ও সে প্রেম-সাগরের তুফান ভারি ধাক্কা লাগে ব্রহ্ম পুরী কর্মযোগে ধর্মতরী কারো কারো তাতে বেয়ে ওঠে চতুরালি থাকলে বলো প্রেমযাজনে বাধবে ফলো হারিয়ে সে সে দুটি কুল কাঁদাকাটি লাগাবে পথে ঘাটে।। আগে দুঃখ পাছে সুখ হয় সয়ে বয়ে কেউ […] keyboard_arrow_right
  • যে রূপে সাঁই আছে মানুষে
    যে রূপে সাঁই আছে মানুষে, তালার উপর তালা তাহার ভিতর কালা মানুষ ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে লা মকামে আছে নুরি সে কথা অকথ্য ভারি লালন কয় সে দ্বারের দ্বারী নইলে কি জানা যায়।। keyboard_arrow_right
  • যেই হইতে শঠ নাগর উঠিয়া চলিল
    যেই হইতে শঠ নাগর উঠিয়া চলিল। মানিনীর মানের কপাট ভাঙ্গি গেল।। উলটি পালটি কহে সখিগণে ডাকি। কোথা গেল প্রাণকৃষ্ণ কহ ইন্দুরেখি।। গোবিন্দদাস কহে কি কার্য্য করিলা। কি ছার মানের লাগি বন্ধু হারাইলা।। keyboard_arrow_right
  • যেখানে মহিমা বেদে দিতে সীমা
    “যেখানে মহিমা বেদে দিতে সীমা ব্যাসের গোচর নহে। আন কি জানব সো রস-মাধুরী এ সব বচন কহে।। দুহুঁক মহিমা দুহুঁ সে জানহ আন কি জানিতে পারে। অসীম মহিমা নারে দিতে সীমা কহিয়া কহিতে নারে।। মুই কি জানব তোমার শকতি হইয়া অলপ মতি। তুমি দয়াময় গোলোক-ঈশ্বর কহেন জগত-পতি।। সৃষ্টি স্থিতি তুমি প্রলয়-কারণ অনাথ জনার বন্ধু। ভব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ