কালার লাগিয়া হাম হব বনবাসী। কালা নিলে জাতি-কুল প্রাণ নিলে বাঁশী।। তরল বাঁশের বাঁশী নামে বেড়া জাল। সংসারের সুলত বাঁশী রাধার হৈল কাল।। মন মোর আর নাহি লাগে গৃহকাজে। নিশি দিশি কাঁদি আমি হাসি লোকলাজে।। হাঁ রে সখি, কি দারুণ বাঁশী। যাচিয়া যৌবন দিয়া হনু শ্যামের দাসী।। অন্তরে সরল বাঁশী বাহিরে প্রবল। পিবয়ে অধর-সুধা উগারে […]
keyboard_arrow_right