• আজুক প্রেম কহনে নাহি যায়
    আজুক প্রেম কহনে নাহি যায়। শুতি রহল হাম শেজ বিছায়।। রুনু ঝুনু ঝুন ঝুন নূপুর পায়। পেখলুঁ গৌরাঙ্গ বর নটরায়।। চঞ্চলে রাখনু অঞ্চল ছাপাই। বিদগধ নাগর চৌদিকে চাই।। বহু সুখ পায়লুঁ পাই গোরা রায়। বাসুদেব কহে রস কহনে না যায়।। keyboard_arrow_right
  • আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ
    আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ। প্রেমে ভাসি হাসি হাসি রোম-হর্ষ অঙ্গ।। সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস। গদাধর দামোদর হরিদাস পাশ।। হরিবোল উচ্চরোল কীর্ত্তনের সাথ। গৌর-শির ঢালে নীর শান্তিপুরনাথ।। অভিষেক সভে দেখ পরতেক পহু। নৃত্য-গীত-আনন্দিত প্রেম-হাস্য লহু।। ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্র-মাথ। শুদ্ধস্বর্ণ গৌরবর্ণ ভাব-পূর্ণ গাত।। সুবিস্তার কেশভার চামরের ছান্দ। মুখ-চন্দ-ভয়ে অন্ধকার যৈছে কান্দ।। অঙ্গ মোছি বস্ত্র […] keyboard_arrow_right
  • আপন জানি বনায়লুঁ বেশ
    আপন জানি বনায়লুঁ বেশ। বাঁধলুঁ যতনে উদাস করি কেশ।। চন্দন তিলক দেয়লুঁ মঝু ভাল। কণ্ঠে চঢ়ায়লুঁ মোতিমমাল।। মৃগমদ চিত্র কয়লুঁ কুচ মাঝ। অঙ্গহি অঙ্গ বনায়লুঁ সাজ।। গৌরক লেহ কহনে না যায়। বাসুদেব ঘোষে রস ওর নাহি পায়।। keyboard_arrow_right
  • আপন শপতি করি হাত দিয়া মাথে
    আপন শপতি করি হাত দিয়া মাথে। সুধুই শরীর মোর প্রাণ তোমার হাতে।। বন্ধু হে তোমারে বুঝাই। সভাই বলে আমি তোমার তেঞি জীতে চাই।। নিরবধি তোমা লাগি দগধে পরাণ। তিলেক দাঁড়াও কাছে জুড়াকু নয়ান।। কি লাগি দারুণ চিত কাঁদে দিন রাতি। কহে বলরাম বড় বিষম পিরিতি।। keyboard_arrow_right
  • আপন শির হাম আপন হাতে কাটিনু
    আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান। শ্যাম সুনাগর নটবর শেখর কাঁহা সখি করল পয়ান।। তর বরত কত করি দিন যামিনী যে কানু কো নাহি পায়। হেন অমূল্য ধন মঝু পদে গড়ায়ল কোপে মুঁই ঠেলিনু পায়।। আরে সই,কি হবে উপায় । কহিতে বিদরে হিয়া ছাড়িনু সেহেন পিয়া অতি ছার মানের দায়।। জনম […] keyboard_arrow_right
  • আপন শির হাম আপন হাতে কাটিনু
    আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান। শ্যাম সুনাগর নটবর-শেখর কাঁহা সখি করল পয়ান।। তপ বরত কত করি দিন-যামিনী যো কানু কো নাহি পায়। হেন অমূল্য ধন মঝু পদে গড়ায়ল কোপে মুঁই ঠেলিনু পায়।। আরে সই, কি হবে উপায়। কহিতে বিদরে হিয়া ছাড়িনু সেহেন পিয়া অতি ছার মানেরই দায়।। জনম অবধি মোর […] keyboard_arrow_right
  • আরক্ত গউর কান্তি গোপাল সুদাম
    আরক্ত গউর কান্তি গোপাল সুদাম। পূর্ণিমার শশি জিনি মুখ অনপাম।। বিলোল নয়ন যেন পঙ্কজের পত্র। সুবলিত ললিত সুন্দর সর্ব গাত্র।। কৃষ্ণক্রীড়া কৌতুক রসে মাতোয়ার। দিক্‌বিদিক নাহি আনন্দ অপার।। কুন্তলে গুঞ্জার শোভা বকুলের দাম। গোরাচনা চন্দন তিলক অনুপাম।। রাঙ্গাধট্টী পরিধান কটিতে কিঙ্কিণী। নানা আভরণ অঙ্গে হীরা হেম মণি।। শ্রবণে সোনার কুঁড়ি ফুলের মঞ্জরী। গলে বনমালা অলি […] keyboard_arrow_right
  • আরক্ত সুন্দর কান্তি শ্রীদাম গোপাল
    আরক্ত সুন্দর কান্তি শ্রীদাম গোপাল। বনফুলমালেতে কুন্তল বাঁধে ভাল।। অরূণবরণ ধটী কটির বাঁধনি। ষষ্টি বিশাল বেত্র মুরলী কাচনি।। প্রবাল মুকুতা গুঞ্জা গলে ঝলমল। হেলায় দুলিছে কানে মকর কুণ্ডল।। সর্ব অঙ্গ বিভূষিত গোখুরের ধূলা। উরপরে দুলিতেছে বনফুল মালা।। পাশ আভরণ অঙ্গে কটিতে কিঙ্কিণী। চরণে মজীর বাজে রুনুঝুনু শুনি।। keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গরায়
    আরে মোর আরে মোর গৌরাঙ্গরায়। সুরধুনী মাঝে যাঞা নবীন নাবিক হৈঞা সহচর মিলিয়া খেলায় ।।ধ্রু।। প্রিয় গদাধর সঙ্গে পূরুর রভস রঙ্গে নৌকায় বসিয়া করে কেলি। ডুবু ডুবু করে লা বহয়ে বিষম বা দেখি হাসে গোরা বনমালী।। কেহ করে উতরোল ঘন ঘন হরিবোল দুকূলে নদীয়ার লোক দেখে। ভূবনমোহন নাইয়া দেখিয়া বিবশ হৈয়া যুবতী ভুলিল লাখে লাখে।। […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়
    আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। মথিয়া সকল তন্ত্র হরি নাম মহামন্ত্র করে ধরি জীবরে বুঝায়ে।। অচ্যূত-অগ্রজ নাম ভুবনেতে অনুপাম সুরধুনী তীরে কৈল থানা। হাট করি পরিবন্ধ রাজা হৈলা নিত্যানন্দ পাষণ্ড দলন বীরবানা।। পসারি শ্রীবিশ্বম্ভর সঙ্গে লয়ে গদাধর আচার্য্য চতুরে বিকিকিনি। গৌরীদাস হাসি হাসি রাজার নিকটে বসি হাটের মহিমা কিছু শুনি।। পাত্র রামাই লৈয়া রাজ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ