রাই কহে এক রন্ধ্রে দোঁহে দিব ফুঁক। না জানি কেমন বাজে দেখিব কৌতুক।। এক রন্ধ্রে ফুঁক তবে দেয় রাধা কানু। রাধাশ্যাম দুটি নাম বাজে ভিনু ভিনু।। রসের হিলোল উঠে দোঁহাকার গানে। মোহিল সভার মন মুরলীর তানে।। গান শুনি সারি শুক কোকিল আনন্দ। তরুলতা কুসুমে ঝরয়ে মকরন্দ।। জ্ঞানদাস কহয়ে বিরিঞ্চি অগোচরী। লীলায় বিহরে দোঁহে কিশোরা কিশোরী।।
keyboard_arrow_right