• রাইক হৃদয় ভাব বুঝি মাধব
    রাইক হৃদয়- ভাব বুঝি মাধব পদতলে ধরণি লোটাই। দুই করে দুই পদ ধরি বহু মাধব তবহুঁ বিমুখি ভেল রাই।। পুনহি মিনতি করু কান। হাম তুয়া অনুগত তুহুঁ ভালে জানত কাহে দগধ মঝু প্রাণ।।ধ্রু।। তুহুঁ যদি সুন্দরি মঝু মুখ না হেরবি হাম যায়ব কোন ঠাম। তুয়া বিনু জীবন কোন কাজে রাখব তেজব আপন পরাণ।। এতহুঁ মিনতি […] keyboard_arrow_right
  • রাইক হৃদয় ভাব বুঝি মাধব
    রাইক হৃদয় ভাব বুঝি মাধব পদতলে ধরণি লোটাই। দুই করে দুই পদ ধরি রহু মাধব তবহুঁ বিমুখি ভেল রাই।। পুনহি মিনতি করু কান। হাম তুয়া অনুগত তুহুঁ ভালে জানত কাহে দগধ মঝু প্রাণ।। তুহুঁ যদি সুন্দরি মঝু মুখ না হেরবি হাম যায়ব কোন ঠাম। তুয়া বিনু জীবন কোন কাজে রাখব তেজব আপন পরাণ।। এতহুঁ মিনতি […] keyboard_arrow_right
  • রাইর পিরীতি আদর আরতি
    রাইর পিরীতি আদর আরতি দেখিঞা লাগিল ধন্দ। মানের ভরমে ধরিঞা চরণে আকুল গোকুলচন্দ।। নাগর কান্দিতে কান্দিতে বলে। আচম্বিতে আসি মোর কোলে বসি অচেতন কেনে হল্যে।। জনমে জনমে জীবনে মরণে তোমার নফর আমি। বিরহ আনলে তেজিব পরাণ পিরীতি ভাঙ্গিলে তুমি।। উঠ উঠ ধনি চরণ দুখানি ধরহ আমার মাথে। দীনবন্ধু বলে রাই পদতলে যুড়িঞা যুগল হাথে।। keyboard_arrow_right
  • রাখালে রাখালে দেই হৈ হৈ রব
    রাখালে রাখালে দেই হৈ হৈ রব। মাধব-মন্দিরে যাই উতরিল সব।। খীর ননী দধি ছানা ধড়াতে বান্ধিয়া। খাইবার তরে রাই লইল মাগিয়া।। যত সখীগণ সব হইল রাখাল। শ্রীহরি বলিয়া সভে চালাইল পাল।। শিঙ্গা-বেণু কলরব গগনে উঠিল। যমুনার তটে কৃষ্ণ বলি উতরিল।। গোকুলের মধ্যে মোরা গাভীর রাখাল। আচম্বিতে শিঙ্গা-বেণু বাহিরাইল পাল।। সুবলে ডাকিয়া তখন কহিছে কানাই। হেন […] keyboard_arrow_right
  • রাজসভা মাহ বৈঠল ব্রজপতি
    রাজসভা মাহ বৈঠল ব্রজপতি সহোদরগণ লই সাথ। কোই কোই চামর ঢুলায়ত মৃদু মৃদু কোই ছত্র ধরু মাথ।। আওল কানু বলরাম। শির পর সুরঙ্গ পাগ মনোহর যৈছনে দুহুঁ নবকাম।। ব্রজপতি কোরহি লেয়ল দুহুঁজন চুম্বন করল বয়ান। সমুখহি নর্ত্তক বাদক গায়ক যন্ত্র মেলি করু গান।। পড়য়ে বন্দিগণ ছন্দ মনোহর উজলিত শত শত দীপ। সকল সভা জন চীত […] keyboard_arrow_right
  • রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে
    রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে ঘন ঘন মুখখানি মাজে। উলটি পালটি চায় সোয়াস্ত নাহিক পায় কত বা আরতি হিয়ার মাঝে।। সই ও দুখ লাগিয়াছে মনে। যারে বিদগধ রায় বলিয়া জগতে গায় মোর আগে কিছুই না জানে।। জ্বালিয়া উজ্জ্বল বাতি জাগিয়া পোহাল রাতি নিদ নাহি যায় পিয়া ঘুমে। ঘন ঘন করে কোলে ক্ষণে করে […] keyboard_arrow_right
  • রাধা মাধব পহিলহিঁ মেলি
    রাধা মাধব পহিলহিঁ মেলি। দরশন দুলহ দূরে রহু কেলি।। হাসি দরশি মুখ আগোরল গোরি। দেওল রতন কয়ল পুন চোরি।। অঞ্চল পরশিতে চঞ্চল কাহ্ন।। রাই করল পদ আধ পয়ান।। অনুভব বুঝইতে অবনতবয়নী। চকিত বিলোকিত নখে লিখে ধরণী।। বিদগধ মাধব অনুভব জানি। রাইক চরণে পসারল পাণি।। করে কর বারইতে উপজল প্রেম। দারিদ ঘট ভরি পাওল হেম।। মাতল […] keyboard_arrow_right
  • রাধা কহে শুন আমার বচন
    রাধা কহে শুন আমার বচন নিশ্চয় করিয়া কও। কেন হেন চিত করিলে বেকত এত নিদারুণ নও।। তোমা হেন ধন পরম কারণ পাইল অনেক সাধে। বিহি দিয়া পুনঃ করিল এমন কি আর বলিবে রাধে।। যে দেখি তোমার আচার বিচার কুটিল অন্তর বড়ি। সরল যে জন নাহি তার কোন কুটিল কুটক ছাড়ি।। ভুজঙ্গে আনিয়া কলসে পূরিয়া যতনে […] keyboard_arrow_right
  • রাধামাধব পাশক খেলত
    রাধামাধব পাশক খেলত করি কত বিবিধ বিধান। দুহুঁক বচন-রিতি কেবল পিরীতি দুহুঁ বর-রসক নিধান।। সখি হে আজু নাহি আনন্দ-ওর। দুহুঁ দোহা রূপ নয়ন ভরি পীবই দুহুঁ কিয়ে চন্দ্র-চকোর।।ধ্রু।। হাতহিঁ হাত লগাই যব খেলত ভাবে অবশ তব দেহ। আনন্দ-সায়রে নিমগন দুহুঁমন ভূলল নিজ নিজ গেহ।। ঐছন সময়ে নিয়োজিত শুক কহে জটিলা-গমন অকাজ। রাধামোহন পহু চতুর-শিরোমণি সাজল […] keyboard_arrow_right
  • রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে
    রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে। যেখনে রাধিকারসনে দেখা হইল বৃন্দাবনে। সে অবধি প্রাণি না রয় ধড়ে।। ধু রাধিকার আন হেন মেনকা সমান যেন নাসা খগ জিনি সম কীর হৈম বেসর দোলে কাঁচুলি হৃদেত লোলে দেখি কানুর প্রাণি না রয় থির। দেখি রাধার দুইটি স্তন বন্দী হইল কানুর মন সাধ করে ধরিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ