• সখীর বচন শুনল সুন্দরী
    সখীর বচন শুনল সুন্দরী রাজার নন্দিনী ধনী। মিলল নয়ান মুছল বয়ান কহে আধ আধ বাণী।। সবার বচন যেন লাগে আসি গরল সমান মানি। সেই সুনাগর বিনে নাহি আর কিছুই নাহিক জানি।। মুখে দিয়া জল রাই উঠায়ল গৃহমাঝে নিল থুয়া। সুচারু পালঙ্কে রাই শুতায়ল দুই চারি সখী লয়া।। বসনের বায়ে রাই অঙ্গ তুষে কহেন মধুর বাণী। […] keyboard_arrow_right
  • সজনি অদভুত প্রেমক রীত
    সজনি অদভুত প্রেমক রীত। তিরযক জঙ্গম ইহ নাহি জানত কহতহিঁ কত বিপরীত।। তুহুঁ অতি নিরমল অন্তর কোমল পরম-হংস দয়াশীল। হাম সব দুখিনী তাহে অবলা গণি পিয়ক বিরহ হৃদি কীল।। যো হরি গোপিগণ বিসরি রহল পুন মথুরা নগরহিঁ ভোর। এ সব আধি- পয়োধি-বর তো বিনু কো জন অব করু ওর।। যো কিছু বচন হৃদয়ে অবধারণ করি […] keyboard_arrow_right
  • সজনি অপরূপ রূপ দেখ সিয়া
    সজনি অপরূপ রূপ দেখ সিয়া। নাচয়ে গৌরাঙ্গচাঁদ হরিবোল বলিয়া।। সুগন্ধি চন্দনসার গন্ধ করবীর মাল গোরাঅঙ্গে দোলে হিলোলিয়া। পুরব পরোক্ষভাব পরতেক দেখ লাভ সেই এই গোরা বিনোদিয়া।। ত্রিভঙ্গ হইয়া রহে মধুর মুরলী চাহে বান্ধে চূড়া চাঁচর চিকুরে। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে মালসাট মারে বুকে ক্ষণে বোলে মুঞি সে ঠাকুরে।। জাহ্নবী যমুনাভ্রম তীরতরু বৃন্দাবন নবদ্বীপ গোকুল মথুরা। […] keyboard_arrow_right
  • সজনি আজু নিজ মন্দির মাঝ
    সজনি আজু নিজ মন্দির মাঝ। শুতি স্বপনে হরি উরপর পেখলুঁ শ্যাম সুনায়র-রাজ।। পর-পরিহাস হাস-অবলোকনে ঘন পরিরম্ভণ দিল। হাম অভাগিণী জাগি মুখ হেরইতে পুন দরশন নাহি ভেল।। উঠি চমকিত তহিঁ চৌদিশে হেরলুঁ পড়লহু মনমথ-ফান্দে। কনক কলস দউ কুচ-যুগ হেরলুঁ না হেরলু সো মুখ-চান্দে।। এতহু লাজ-কাজ অব বৈভব আন ঘরে কভু পাছে হোই। মদন-দহন-শরে অন্তর দগধই জীবইতে […] keyboard_arrow_right
  • সজনি কাহে মিনতি করু মোহে
    সজনি কাহে মিনতি করু মোহে। হম নাহি জানিয়ে প্রেম কি নেহে।। কৈছন কানু নয়নে নহি হেরি। শুনইতে অন্তর কাঁপয়ে মোরি।। দুরতর পন্থ কৈছে হম যাব। হম গোঙারি নহি জানিয়ে ভাব।। সহচরি কহতহি সুন্দরি নারি। তুয়া লাগি আকুল রসিক মুরারি।। কোকিল-কলরব শুন যব কানে। চমকি উঠত বহু হরল গেয়ানে।। এতহ শুনল যব সহচরি-বোল। হরি-অভিসার চলু রঙ্গিণি […] keyboard_arrow_right
  • সজনি কি পেখঁলু নীপমূলে ধন্দ
    সজনি কি পেখঁলু নীপমূলে ধন্দ। এক বরণে কালা বিবিধ বিনোদ লীলা লাবণ্য ঝরয়ে মকরন্দ।।ধ্রু।। ভবজঅনুজ রথ তা তলে বিনতাসুত কোরে কুমুদবন্ধু সাজে। হরিঅরি সন্নিধান অলি বসি পুরে বাণ রমণীমণির মনে বাজে।। খগেন্দ্র নিকটে বসি রসেন্দ্র বাজায় বাঁশি যোগীন্দ্র মুনীন্দ্র মুরছায়। কুন্তীর নন্দন মূলে কশ্যপনন্দন দোলে মনমথের মন মথে তায়।। জলধিসুতাপতি তার উরে যায় স্থিতি সে […] keyboard_arrow_right
  • সজনি কুদিন সুদিন অব ভেল
    সজনি কুদিন সুদিন অব ভেল। চির দিনে মাধব মন্দিরে আওল চিরদুখ অব দুর গেল।। ব্রজভূমে যত তরু তারা সব মঞ্জরু কুসুম হউক বিকশিত। লইঞা কমল-গন্ধ পবন বহুক মন্দ মদন হউক উপনীত।। কোকিল কল কল গীত সুমঙ্গল শুক কুর পঞ্চম গান। ময়ূর ময়ূরীগণ অব করু নর্ত্তন অলি চলু কমলিনী ঠান।। তড়িত–জড়িতে ঘন করু অব বরিষণ গগনে […] keyboard_arrow_right
  • সজনি না কহ ও সব কথা
    সজনি,না কহ ও সব কথা। কালিয়া পীরিতি যার মরমে লাগিয়াছে জনম অবধি তার ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না হেরি কালা। দিবস রজনী আন নাহি জানি কালা হৈল জপমালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইব কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। গুরু পরিজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাস কহে কানুর […] keyboard_arrow_right
  • সজনি,না কহ ও সব কথা
    সজনি,না কহ ও সব কথা। কালার পীরিতি যাহার অন্তরে জনম অবধি ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না বলি কালা। তথাপি সে কালা অন্তরে জাগয়ে কালা হৈল জপ-মালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইয়া কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। ঘরে গুরুজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাসে কহে কানুর পীরিতি জাতি […] keyboard_arrow_right
  • সজনী পেখলুঁ অপরুপ বালা
    সজনী পেখলুঁ অপরুপ বালা। হিমকর মদন মিলিত মূখমণ্ডল তা পর জলধরমালা।।ধ্রু।। চঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরি মুচকাওই ফিরি গেল। তৈখনে মরমে মদনজর উপজল জিবইতে সংশয় ভেল।। অহনিশি শয়নে সপনে আন না হেরিয়ে অনুখণ সোই ধেয়ান। তাকর পিরীতিকি রিতি নাহি সমুঝিয়ে আকুল অথির পরাণ।। মরমক বেদন তোহে পরকাশল তুহুঁ ধীর চতুক সুজান। সো পুন মধুর মুরতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ