সজনি,না কহ ও সব কথা। কালার পীরিতি যাহার অন্তরে জনম অবধি ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না বলি কালা। তথাপি সে কালা অন্তরে জাগয়ে কালা হৈল জপ-মালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইয়া কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। ঘরে গুরুজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাসে কহে কানুর পীরিতি জাতি […]
keyboard_arrow_right