সুখের লাগিয়া পীরিতি করিনু শ্যাম বঁধুয়ার সনে। পরিণামে এত দুখ হবে বলে কোন্ অভাগিনী জানে।। সই, পীরিতি বিষম মানি। এত সুখে এত দুখ হবে বলে স্বপনে নাহিক জানি।। সে হেন কালিয়া নিঠুর হইল কি শেল লাগিল যেন। দরশন আশে যে জন ফিরয়ে সে এত নিঠুর কেন।। বল না কি বুদ্ধি করিব এখন ভাবনা বিষম হৈল। […]
keyboard_arrow_right