• সহজই শীত সময় অতি হীম
    সহজই শীত সময় অতি হীম। ততোধিক পবন বাঢ়ায়ত সীম।। কুঝটি ভেল তহিঁ দশ দিশ ব্যাপি। দিনমণি-কিরণ সবহুঁ রহু ছাপি।। রাই করল সুখে হরি-অভিসার। সুসময় জানি অব তাক সঞ্চার।।ধ্রু।। কছু নাহি দীশই গতি অনিবার। সুপথ দেখায়ল মদন দিশার।। কুসুম-পরশে যোই বরণিত হোই। এতহুঁ তুহিনে পদ নিরাপদ সোই।। ঐছে মিলল বর যুগল কিশোর। রাধামোহন পহু আনন্দে ভোর।। keyboard_arrow_right
  • সহজে বরণ কাল তিমিরকাজর ভেল
    সহজে বরণ কাল তিমিরকাজর ভেল অন্তরবাহিরে সমতুল। মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া গলে সে ধনি মজাকু জাতি কুল।। বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ। আর যেবা কুলবতী কুলের ধরমে মতি সে জনি হেরয়ে তুয়া মুখ।।ধ্রু।। যখন তোমার সঁয়ে নাহি ছিল পরিচয়ে আন ছলে দেখিয়া বেড়াও। বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন তুমি আঁখি তুলি […] keyboard_arrow_right
  • সাজল রসবতি সহচরি সঙ্গ
    সাজল রসবতি সহচরি সঙ্গ। মনমথ-সমর মনহি মন রঙ্গ।। কালিন্দি-কূলে নিকুঞ্জক মাঝ। রঙ্গ-ভূমি অতি সুললিত সাজ।। ঋতু-পতি চমু-পতি নব পরবেশ। আগুল বিপিনে রচন করি বেশ।। মদন-কুঞ্জ যাহা শ্যাম রণ-বীর। সাজলি তহিঁ ধনি সমরে সুধীর।। ঐছনে হেরইতে কানুক পাশ। কহইতে আওল বলরাম দাস।। keyboard_arrow_right
  • সাজল রাখালগণ নিতি নব নূতন
    সাজল রাখালগণ নিতি নব নূতন নন্দের অঙ্গনে সভে যায়। কানাই কানাই বলি করে অঙ্গ হেলাহেলি আনন্দে ললিত গীত গায়।। গোপালেরে সাজাইয়া চাঁদ-মুখ মোছাইয়া ভালে দিল চন্দনের বিন্দু। নব জলধর যেন চলিয়া যাইতে হেন উদয় হইল যুগ ইন্দু।। দুই ভাই সাজিয়া তায় হাসিয়া হাসিয়া যায় করে কর করি একবন্ধ। দেখিয়া বালক সব শুনি শিঙ্গা বেণু-রব সুরপুরে […] keyboard_arrow_right
  • সাঁঝহিঁ গোঠ-বিজই যদুনন্দন
    সাঁঝহিঁ গোঠ- বিজই যদুনন্দন গোধন দোহন কেল। তবহিঁ এক রথ হেরি নিকট পথ গোকুল আকুল ভেল।। সুন্দরি অন্তরে গণই বিষাদ। কি জানিএ কান চলই যদি মধুপুর তবহিঁ বাড়ব পরমাদ।। তহিঁ ঘন দক্ষিণ পয়োধর ফূরই নাচই দখিণ নয়ান। ঘরে ঘরে নগরে অমঙ্গল শুনি পুন জানল বিধি ভেল বাম।। দহ দহ অন্তর অথির কলেবর মীলল সহচরি পাশ। […] keyboard_arrow_right
  • সুখ অব ধারহ চীতহি রাই
    সুখ অব ধারহ চীতহি রাই। হামারি বচন তুহুঁ পরতিত নাই।। শুন শুন নিরদয় হৃদয় কান। তাহে দেখব যদি করহ পয়ান।। তিল একু না সহে তোহারি বিলম্ব। রাইক প্রাণ কণ্ঠ অবলম্ব।। তুয়া এত দুখ শুনি পরবশ কাহ্ন। তেজি মথুরাপুরি কয়ল পয়ান।। না পুছল রাজনগরে বহু নারি। ঐছন প্রেমরস কেবল তোঁহারি।। মনে গুনি কিয়ে জানি হয়ে পরমাদ। […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া এ ঘর বান্ধিলুঁ
    সুখের লাগিয়া এ ঘর বান্ধিলুঁ আনলে পুড়িয়া গেল। অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।। কি মোর করমে লেখি। শীতল বলিয়া ও চাঁদ সেবিলুঁ রবির কিরণ দেখি।।ধ্রু।। নিচল ছাড়িয়া উচলে উঠিতে পুড়িলুঁ অগাধ জলে। লছিমী চাহিতে দারিদ্র্য বাঢ়ল মাণিক হারালুঁ হেলে।। পিয়াস লাগিয়া জলদ সেবিলুঁ বজর পড়িয়া গেল। জ্ঞানদাস কহে কানুর পিরীতি মরণঅধিক শেল।। keyboard_arrow_right
  • সুখের লাগিয়া পিরীতি করিনু
    সুখের লাগিয়া পিরীতি করিনু শ্যাম বঁধুয়ার সনে। পরিণামে এত দুখ হবে বলি কোন্ অভাগিনী জানে।। সই পিরীতি বিষম মানি। এত সুখে এত দুখ হবে বলি স্বপনে নাহিক জানি।। সে হেন কালিয়া নিঠুর হইল কি শেল লাগিল যেন। দরশন আশে যে জন ফিরয়ে সে এত নিঠুর কেন।। বল না কি বুদ্ধি করিব এখন ভাবনা বিষম হৈল। […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া পীরিতি করিলুঁ
    সুখের লাগিয়া পীরিতি করিলুঁ শ্যাম বঁধুয়ার সনে। পরিণামে এত দুখ হবে বলি কোন্‌ অভাগিনী জানে।। সই পীরিতি বিষম মানি। এত সুখে এত দুখ হবে বলি স্বপনে নাহিক জানি।।ধ্রু।। সে হেন কালিয়া নিঠুর হইল কিসের লাগিয়া যেন। দরশন-আশে যে জন ফিরিত সে এক নিঠুর কেন।। বল না কি বুদ্ধি করিব এখন ভাবনা বিষম হৈল। হিয়া দগদগি […] keyboard_arrow_right
  • সুখের লাগিয়া পীরিতি করিনু
    সুখের লাগিয়া পীরিতি করিনু শ্যাম বঁধুয়ার সনে। পরিণামে এত দুখ হবে বলে কোন্‌ অভাগিনী জানে।। সই, পীরিতি বিষম মানি। এত সুখে এত দুখ হবে বলে স্বপনে নাহিক জানি।। সে হেন কালিয়া নিঠুর হইল কি শেল লাগিল যেন। দরশন আশে যে জন ফিরয়ে সে এত নিঠুর কেন।। বল না কি বুদ্ধি করিব এখন ভাবনা বিষম হৈল। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ