সুচিত্রায় ছিদাম করিয়া বিনোদিনী। ললিতারে বলরাম কানাই আপনি।। প্রিয় বিশাখারে করে সুবল কিশোর। বসুদাম চম্পকলতা সুচান্দ অধর।। যোগমায়া পূর্ণমাসী সাক্ষাত আনিয়া। লইল হরের শিঙ্গা আপনে মাগিয়া।। বলরামের হৈল শিঙ্গা বলে রাই-কানু। আমার না হইল ভাল কোথায় পাইব বেণু।। শিঙ্গা বেণু মুরলীহ বাজায় রাখাল। বাঁশীটি নহিলে কেনে ফিরিবেক পাল।। চণ্ডীদাসেতে বোলে হৈলে বনমালী। সলিলে আনিয়া পদ্ম […]
keyboard_arrow_right