• এ সখি এ সখি কিয়ে করু দেহা
    এ সখি এ সখি কিয়ে করু দেহা। জীবনক জীবন শ্যামর লেহা।। উলশি না পাঙ জাঙ কোন ঠামে। বান্ধি ফেলল বিহি জনু জনু বিনু দামে।। চাটু কয়ল যেন চিরদিন দাস। জনু মনে মানিয়ে স্বপন-সম্ভাষ।। যতয়ে আরতি করু তত উঠে খেদ। তপত তেল জনু না হয়ে সম্ভেদ।। অন্তরে কোপ অধিক হিয়া ডোল। জ্ঞানদাস কহে সমুচিত বোল।। keyboard_arrow_right
  • এ সখি মঝু বোলে কর অবধান
    এ সখি মঝু বোলে কর অবধান। রাই দরশ বিনে না রহে পরাণ।। তুহুঁ অতি চতুরিণি কি কহব হাম। ঐছে করহ যৈছে সিধি হয়ে কাম।। বহুত যতন করি বুঝায়বি তায়। নহে পরবোধবি ধরি তছু পায়।। ইথে যদি তুয়া বোল না শুনই রাই। ইহ কেশ তৃণ দিয়া পড়বি লোটাই।। সো রঙ্গিণি যদি তেজই মান। নিচয়ে জানিহ তুয়া […] keyboard_arrow_right
  • এ সখি হাম কহিয়ে তোহে ফেরি
    এ সখি হাম কহিয়ে তোহে ফেরি। রাখবি মন মাহা মিলন বেরি।। হেরবি যব নব সুন্দর নাহ। ধৈরয ধরবি যতনে মন মাহ।। সহজে না ছাড়বি সখীগণ সঙ্গ। অলস বাধ জনু মোড়বি অঙ্গ।। বামহি করে শির বসন সমারি। ছলে দরশায়বি অঙ্গ উঘাড়ি।। তব যব নাহ মিলব তুয়া পাশ। না করবি বিরস না দেয়বি আশ।। বিনতি কাহ্ন করব […] keyboard_arrow_right
  • এ সখি হাম সে কুলবত রামা
    এ সখি হাম সে কুলবত রামা। অনেক যতন করি প্রেম ছাপায়লুঁ বেকত কয়ল ওই শ্যামা।।ধ্রু।। আছিলুঁ মালতি বিহি কৈল কিবা রিতি ভৈ গেলুঁ কেতকি ফুলে। কন্টক লাগি ভ্রমর নাহি আওত দূরে রহি দুহুঁ মন ঝূরে।। যব দুহুঁ দরশন দৈবে মিলায়ল কোন না কহে কত বোল। অন্তরে বৈদগধি- মাণিক ছাপায়ল দুহুঁ ভেল পন্থক চোর।। দখিণ নয়ন […] keyboard_arrow_right
  • এ সখি! অপরূপ পেখলু রামা
    এ সখি! অপরূপ পেখলু রামা। কুটিল কটাখ- লাখশর বরিষণে মন বাঁধল বিনু দামা।। পহিল বয়স ধনী মুনি-মনমোহনী গজবর-গতি জিনি মন্দা। কলকলতাতনু বদন ভান জনু উয়ল পুণমিক চন্দা।। কাঁচা কাঁচন সাঁচ ভরি দৌ কুচ চুচুক মরকত শোভা। কমলকোরে জনু মধুকর শুতল তাহে রহল মনলোভা।। বিদ্যাপতি পদ মোহে উপদেশল রাধা রসময় কন্দা। গোবিন্দদাস কহ কৈছন হেরব যো […] keyboard_arrow_right
  • এ সখী এ সখী কর অবধান
    এ সখী এ সখী কর অবধান। পুন কি অনঙ্গঅঙ্গ ভেল নিরমাণ।। অলকা আবৃত মুখ মুরলি সুতান। রমণিমোহন চূড়া আনহি বন্ধান।। সুন্দর নাসিকাপুট ভাঙকামান। অপাঙ্গ ইঙ্গিতে কত বরিখয়ে বাণ।। অধর সুরঙ্গফুল বান্ধুলি সমান। হাসিতে হরয়ে মন পরশে পরাণ।। তিলকে হরয়ে কুল কামিনি মান। রায় বসন্ত ইছে নিছিতে পরাণ।। keyboard_arrow_right
  • এই মত নিতি বনে বিহরয়
    এই মত নিতি বনে বিহরয় অপার যাহার লীলা। নিতি নিতি নব এ নব কৈশোর কে হেন জানিব খেলা।। প্রভাতে উঠিয়া গোঠে আরোহণ আইলা যতেক শিশু। ভাই ভাই বলি ডাকে কত জনা ছিদাম আছয়ে পাছু।। সুবল যাইয়া কানু জাগাইয়া কহিছে মধুর বাণী। “গোঠেতে যাইতে শিশু চারি ভিতে কিনা যাবে ইহা শুনি।। বল দেখি ভাই মোরা শুনি […] keyboard_arrow_right
  • এইবার পাইলে দেখা চরণ দুখানি
    এইবার পাইলে দেখা চরণ দুখানি। হিয়ার মাঝারে রাখি জুড়াব পরাণি।। তোমা না দেখিয়া মোর মনে বড় তাপ। অনলে পশিব কিংবা জলে দিব ঝাঁপ।। মুখের মুছাব ঘাম খাওয়াব পাণ গুয়া। শ্রমেতে বাতাস দিব এ চন্দন চুয়া।। বৃন্দাবনের ফুলেতে গাঁথিয়া দিব হার। বিনাইয়া বাঁধিব চূড়া কুন্তলের ভার।। কপালে তিলক দিব চন্দনের চাঁদ। নরোত্তমদাস কহে পিরীতের ফাঁদ।। keyboard_arrow_right
  • এক এক দেহ দেহের গণন
    এক এক দেহ দেহের গণন এ দেহ আছয়ে বহু। নব নব শত সহস্র পূরিত অনন্ত সমন্দ কহু।। কোন অঙ্গ কোন করত সেবন সহস্র পুটকে ছটা । ইন্দু বিন্দু বিন্দু বিষহ আভাষ (?) বৈগ সে সব ঘটা।। সাত পুট ঘাট সারল্য শব্দক চিহ্ন চিহ্ন অতিশয়। এক এক দেহ দেহ ভিন্ন নহে দেহে রসভার হয়।। কোন সে […] keyboard_arrow_right
  • এক জ্বালা ঘর হৈল বাহিরে জ্বালা কানু
    এক জ্বালা ঘর হৈল বাহিরে জ্বালা কানু। জ্বালাতে জ্বলিল প্রাণ সারা হৈল তনু।। কি করিব কোথা যাব কি হবে উপায়। গরল সমান লাগে বচন হিয়ায়।। কাহারে কহিব কেবা যাবে পরতীত। মরণ অধিক ভেল কানুর পীরিত।। জারিলেক তনু মন,কি আর ঔষধে। জগত ভরিল এই কানু-পরিবাদে।। লোক-মাঝে ঠাঁই নাই অপযশ দেশে। বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ