• রাই কহে–শুন কে জানে পীরিতি
    রাই কহে–“শুন কে জানে পীরিতি আরতি রসের লেহ । আর কেবা জানে রসের মাধুরী বুঝিতে পারয়ে কেহ।। পীরিতি আঁখারে সে জন পূরিত কিছু কিছু জানে সেহ। রসের রসিক রসে আরোপিত সেই সে জানয়ে লেহ।। কোন কুলরামা পীরিতি না জানে সে জন আছয়ে ভাল। আমি সে পীরিতি করিয়া মজিলুঁ এ দেহ হইল কাল।। কায় মন চিতে […] keyboard_arrow_right
  • রাই কহে–শুন, মরম সজনি
    রাই কহে–“শুন, মরম সজনি, পীরিতে যাহার চিত। এবে এত দুখ নহে কোন সুখ কেমন ধরল রীত।। পীরিতি কে জানে এমন ধরণ প্রথমে আছিল ভাল। শেষে হেন করে নাহিক সংসারে ভাবিতে পরাণ গেল।। কি দোষ দেখিয়া সেই হেন পিয়া মধুপুর দূর দেশ। স্ত্রীবধ-পাতক ভয় না গণল হইল পরাণ শেষ।। আর কি এমন হইব মিলন সে হেন […] keyboard_arrow_right
  • রাই কানু খেলিবারে হইল দুই দল
    রাই কানু খেলিবারে হইল দুই দল। পিচকারি মারে শ্যামে গোপিনী সকল।। মারয়ে আবীর গোরী কস্তূরী চন্দন। ফুলেল মারিছে অঙ্গে জিতিয়ে কাঞ্চন।। আতর গোলাপ মারয়ে শুভ চিত। মারিছে শ্যামের অঙ্গে দেখি বিপরীত।। যে দিগে পলায়ে নাগর সেই দিগে ধায়। নয়ান ঝাঁপিয়া নাগর পলাইতে না পায়।। ললিতা কাড়িয়া নিল শ্যামের পীতধড়া। বিশাখা কাড়িয়া নিল মোহনীয়া চূড়া।। ইন্দুরেখা […] keyboard_arrow_right
  • রাই কানু খেলিবারে হইল দুই দল
    রাই কানু খেলিবারে হইল দুই দল। পিচকারি মারে শ্যামে গোপিনী সকল।। মারয়ে আবীর গোরী কস্তূরী চন্দন। ফুলেল মারিছে অঙ্গে জিতিয়ে কাঞ্চন।। আতর গোলাপ মারয়ে শুভ চিত। মারিছে শ্যামের অঙ্গে দেখি বিপরীত।। যে দিগে পলায়ে নাগর সেই দিগে ধায়। নয়ান ঝাঁপিয়া নাগর পলাইতে না পায়।। ললিতা কাড়িয়া নিল শ্যামের পীতধড়া। বিশাখা কাড়িয়া নিল মোহনীয়া চূড়া।। ইন্দুরেখা […] keyboard_arrow_right
  • রাই কানু নিকুঞ্জ মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ মন্দিরে। বসিলেন বেদীর উপরে।। হেম মণি খচিত তাহাতে। বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাইয়া।। কুণ্ডের পুরবে সেই কুঞ্জ। যাহা বেড়ি মধুকর গুঞ্জ।। মলয়পবন বহে তায়। তরুপর শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। হেরি মধুসূদন ভূলয়ে।। keyboard_arrow_right
  • রাই কানু নিকুঞ্জ-মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ-মন্দিরে। বসিয়াছে বেদীর উপরে।। হেমমণি-খচিত তাহাতে । বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাঞা।। কুণ্ডের পুরুবে সেই কুঞ্জ। যাহা বেঢ়ি মধুকর গুঞ্জ।। মলয়-পবন বহে তায়। তরুপয় শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। এ যদুনন্দন নিরখয়ে।। keyboard_arrow_right
  • রাই কানু পিরীতির বালাই লৈয়া মরি
    রাই কানু পিরীতির বালাই লৈয়া মরি। ক্ষণে করে আলিঙ্গন ক্ষণে মুখচুম্বন ক্ষণে রাখে হিয়ার উপরি।। আউলায়্যা চাঁচর কেশ করে বহুবিধ বেশ সিন্দূর চন্দন দেই ভালে। মুখচাঁদে দেখি ঘাম আকুল হইয়া শ্যাম মোছায়ই বসন অঞ্চলে।। দাসীগণ করে হৈতে চামর লইয়া হাতে আপনে করয়ে মৃদু বায়। দেখি রাইমুখশশী সুধা ঝরে রাশি রাশি হেরি নাগর অনিমিখে চায়।। ঐছন […] keyboard_arrow_right
  • রাই কানু মেলি প্রহেলি আলাপন
    রাই কানু মেলি প্রহেলি আলাপন রাগ-তাল-যুত গান। বহুবিধ সুনটন রাস-লাস্য অরু করি কত বিবিধ-বিধান।। দেখ দেখ অদভুত সখিগণ-ভাব। দুহুঁক উলাসহি উলসিত অন্তর মানই কত কত লাভ।।ধ্রু।। দুহুঁকর মানস রতি-গত হোয়ল অনুমানি পরম আনন্দ। যৈছন উহ রস হোয়ত সমাপন ঐছন করু পরবন্ধ।। রতি-সুখ-শেজ- আদি সমাপন আনছলে কয়ল পয়ান। অদভুত বৈদগধি অদভুত গুণগান করু রাধামোহন গান।। keyboard_arrow_right
  • রাই চল চল আর কেন বিলম্ব
    রাই চল চল আর কেন বিলম্ব ললিতা লহু লহু বলে। শ্রীহরি বলি উঠিল ধনি ধরি সখি-ভুজ-মূলে।। মণিদরপণ জলভাজন ধুপশক লেল। সম্পুট করি তাম্বুল পুরি গুণ চূড়হি দেল।। চামর বিজন লেই কাদম্বিনি চলি যায়। সুকমল জিনি রাইপদ আছে কন্টক ফুঁকে তায়।। রূপমঞ্জরি ভুজযুগ মেলি ভয়ে চলে কাছে কাছে। কেশরি জিনি মাঝা অতি ক্ষিণি ভয়ে ভাঙ্গে জনি […] keyboard_arrow_right
  • রাই জাগ রাই জাগ শারী শুক বলে
    রাই জাগ রাই জাগ শারী শুক বলে। কত নিদ্রা যাও কালামাণিকের কোলে।। রজনী প্রভাত হৈল বলিয়ে তোমারে। অরুণ-কিরণ দেখি প্রাণ কাঁপে ডরে।। শারী বোলে শুন শুক গগনে উড়ি ডাক। নব-জলধরে আনি অরুণেরে ঢাক।। শুক বলে শুন শারি আমরা বনপাখী। জাগাইলে না জাগে রাই ধরম কর সাখী।। বংশীবদনে বলে চাঁদ গেল নিজ ঠাঞি। অরুণ-কিরণ হবে উঠি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ