রাই কহে–“শুন, মরম সজনি, পীরিতে যাহার চিত। এবে এত দুখ নহে কোন সুখ কেমন ধরল রীত।। পীরিতি কে জানে এমন ধরণ প্রথমে আছিল ভাল। শেষে হেন করে নাহিক সংসারে ভাবিতে পরাণ গেল।। কি দোষ দেখিয়া সেই হেন পিয়া মধুপুর দূর দেশ। স্ত্রীবধ-পাতক ভয় না গণল হইল পরাণ শেষ।। আর কি এমন হইব মিলন সে হেন […]
keyboard_arrow_right