• রাই, বড় সে দেখিল বিপরীত
    “রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমার কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী-গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।।” শুনিয়া সখীর […] keyboard_arrow_right
  • রাইএর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর
    রাইএর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর মধুর মধুর চলি যায়। আগে পাছে সখিগণ করে ফুল বরিষণ কোন সখি চামর ঢুলায়।। দেখ সখি যুগল কিশোর। কুসুমিত বৃন্দাবন কল্পতরুর গণ সুশীতল জোতি উজোর।। ধ্রু। দুহু অঙ্গ চিত্র বেশ কুসুম বিচিত্র কেশ সৌরভে ভরল অলিকুল। রতন খচিত বেশ হেম মঞ্জির শিঞ্জিত নরোত্তম দাস মন পুর।। keyboard_arrow_right
  • রাইএর চরিত বুঝিতে ভার
    রাইএর চরিত বুঝিতে ভার। এমন কখন না দেখি আর।। কানড় কুসুম করেতে লইয়া। অনিমিখ আঁখে রহয়ে চাইয়া।। তিল আধ ধৃতি ধরিতে নায়ে। অনুখণ মনে সানে কি করে।। কি হৈল অন্তরে কিছু না ভায়। নরহরি কত সুধাবে তায়।। keyboard_arrow_right
  • রাইএর দশা সখীর মুখে
    রাইএর দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুখী।। অব যতনে ধৈরজ ধরি। বরজ গমন ইচ্ছিল হরি।। আগে আগুয়ান করিয়া তার। সখী পাঠায়ল কহিয়া সার।। এখনি আসিছি মথুরা হৈতে। ইথে আন ভাব না ভাব চিতে।। অধিক উল্লাসে সখিনী যায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়।। keyboard_arrow_right
  • রাইএর দশা সখীর মুখে
    রাইএর দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী । চাহিতে চাহিতে হরল সুখী।। অনেক যতনে ধৈরজ ধরি। বরজ-গমন ইচ্ছিল হরি।। “এখনি আসিছোঁ মথুরা হৈতে। ইথে আন ভাব না ভাব চিতে।।” অধিক উল্লাসে সখিনী যায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়।। keyboard_arrow_right
  • রাইক আগমন বাত
    রাইক আগমন বাত। শুনইতে উলসিত গাত।। তাহে কহই নব-কাম। নাগ-দমন মঝু নাম।। খগপতি রহু মঝু পাশ। সবহুঁ সেকরব গরাস।। বিকট মকর পুন হোয়। এক না রাখব সোয়।। দৈব করয়ে যব আন। দংশয়ে হামারি বয়ান।। রসনা-ধনন্তরি আগে। তহিঁ পুন অমিয়া লাগাবে।। নিরবিয হোয়ব তায়। জীতব এ হিত উপায়।। এত শুনি সহচরি গেল। গোবিন্দ অনুমতি দেল।। keyboard_arrow_right
  • রাইক মনে বিরহ জানি সো সখি
    রাইক মনে বিরহ জানি সো সখি চললহি শ্যামর আগে। দূরহিঁ তাকর বদন হেরি নাগর মানল আপন সোহাগে।। অপরূপ প্রেমক রীত। আদর বিনহি সোই বহুবল্লভ তাকর নিকটে উপনীত।। সোই কহত দুহুঁ কৈছন পীরিতি রীতি বুঝয়ে নাহি পারি। সো যদি মান ভরমে তোহে রোখল তুহুঁ কাহে আওলি ছারি।। আপনক দোষ জানসি যদি মনমাহা কাহে রাঢ়াওলি বাত। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • রাইক রূপ মরমে জব লাগল
    রাইক রূপ মরমে জব লাগল মাধব আতুর ভেল। মলয়জ মাল কুসুম তৃণ তাম্বূল সহচরি করে ভরি দেল।। সহচরি বহত যতন করি কহবী। যো কিছু বচন কহই বর রঙ্গিণী সকল আপন করি সহবী।। তুয়া পথ হেরি রহলুঁ হাম কুঞ্জে যব আনি মিলাওবি রাই। তাকর দরশনে পূরব মনোরথ তব হাম জীবন পাই।। মাধব-বচন শুনল সহচরি হাসি কহত […] keyboard_arrow_right
  • রাইক অতিশয় বিরহ হুতাশ
    রাইক অতিশয় বিরহ হুতাশ। শুনইতে নাগর গদগদ ভাষ।। নয়নক লোরে ভিগল পীত বাস। ঘন ঘন তেজই দীঘ নিশাস।। কহইতে বচন কহই নাহি পার। অবশ কলেবর পড়ু কত বার।। খেনে উঠে খেনে পড়ে করয়ে বিলাপ। বাঢ়ল কানুক বিরহ-সন্তাপ।। রাই রাই করি ভেল উনমাদ। থির নাহি হোয়ত বিরহ বিষাদ।। খনেক থীর হই কহ পুন কান। তুরিতহিঁ সখি […] keyboard_arrow_right
  • রাইক আগমন বাত
    রাইক আগমন বাত। শুনইতে উলসিত গাত।। মোহে কহই নবকাম। নাগদমন মঝু নাম।। খগপতি রহু মঝু পাশ। সবহুঁ সে করব গরাস।। বিকট মকর পুন হোয়। এক না রাখব সোয়।। দৈব করয়ে যব আন। দংশয় হামারি বয়ান।। রসনা ধন্বন্তরি আাগে। তহিঁ পুন অমিয়া লাগাবে।। নিরবিষ হোয়ব তায়। জীতব এহিত উপায়।। এত শুনি সহচরি গেল। দাসিয়া অনুতি দেল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ