রাইক অতিশয় বিরহ হুতাশ।
শুনইতে নাগর গদগদ ভাষ।।
নয়নক লোরে ভিগল পীত বাস।
ঘন ঘন তেজই দীঘ নিশাস।।
কহইতে বচন কহই নাহি পার।
অবশ কলেবর পড়ু কত বার।।
খেনে উঠে খেনে পড়ে করয়ে বিলাপ।
বাঢ়ল কানুক বিরহ-সন্তাপ।।
রাই রাই করি ভেল উনমাদ।
থির নাহি হোয়ত বিরহ বিষাদ।।
খনেক থীর হই কহ পুন কান।
তুরিতহিঁ সখি তুহুঁ করহ পয়ান।।
এত শুনি সোই চলু রাইক পাশ।
মিলল কুঞ্জে কহ যদুনাথ দাস।।