• রাইক ব্যাধি শুনহ বর কান
    রাইক ব্যাধি শুনহ বর কান। যাহা শুনি গলি যায় দারু পাষাণ।। উঠিছে কম্পের ঘটা বাজিছে দশন। কণ্ঠ ঘড় ঘড় ভেল কি আর ভাবন।। কন্টকীর ফল যেন পুলক-মণ্ডলী। ফুটিয়া পড়ল সব মুকুতার গুলি।। নয়ানের জলে বহে নদী শতধারা। পাণ্ডুর বরণ দেহ জড়িমার পারা।। তুয়া নাম শ্রবণে ডাকিছে কোন সখী। শূনিতে বিকল হিয়া না মেলয়ে আঁখি।। ক্ষীণ […] keyboard_arrow_right
  • রাইক মানে বিকল মন-মানসে
    রাইক মানে বিকল মন-মানসে নিজ মন্দিরে চলি গেল। যশোমতি কর লহু বেশ নব বিজই গমনে অনুমতি দেল।। যমুনাক তীরে এক নীপমূলে পড়ি রহু নাগর কান। রাই নিজ মন্দিরে মরম সখি সঞে এই দুখ করি অনুমান।। ধিক্‌ ধিক্‌ জীবনে হাম গোয়ারিনি বোধ শোধ নাহি হোয়। গোবিন্দদাস কহে শুন সতি ভামিনি যব হরি সাধল তোয়।। keyboard_arrow_right
  • রাইক যতনে লেই নিজ অঙ্কে
    রাইক যতনে লেই নিজ অঙ্কে। বৈঠল কানু ললিত পরিযঙ্কে।। অপরূপ দুহুঁকর পহিল বিলাস। হেরইতে সহচরী পরম উলাস।। প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর। উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর।। নাচত শিখী পিকু কুহরত কীর। মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর।। নরহরি ঐছে সময়ে সখীপাশ। হেরি পূরব কিয়ে হিয় অভিলাষ।। keyboard_arrow_right
  • রাইক রাগ কহলি বহু মোয়
    রাইক রাগ কহলি বহু মোয়। কৈছনে ঐছন সাহস হোয়।। পরনারি-গ্রহণ দহন সম তাপ। ধরম-মরম-জ্ঞানি কো করু পাপ।। তাহে যদি সঙ্গি সব দেখে লব দোখ। জাগর দুরে রহু সপনহি রোখ।। শুনি সখি কানু-বচন অনুবন্ধ। কহ রাধামোহন লাগল ধন্ধ।। keyboard_arrow_right
  • রাইক শেষ দশা মধুমঙ্গল
    রাইক শেষ দশা মধুমঙ্গল হেরি কহে সুবলক পাশে। শুনইতে অবহি মুরছি পড়ু ভূতলে রাইক বিরহ হুতাশে।। হরি হরি কিয়ে ইহ দারুণ বাধা। সুবলক শ্রবণে ততহি মধুমঙ্গল ফুকরই রাধা রাধা।। ঐছন শবদ শ্রবণে যব পৈঠল তৈখনে চেতন পাই। দুহুঁ দুহুঁ কণ্ঠ ধরি রোয়ত কো পরবোধক তাই।। কতি খণে ধৈরজ ধরি দুহুঁ আওল মুরছিত বিরহিণি পাশ। হেরইতে […] keyboard_arrow_right
  • রাইক শেষ দশা শুনি ভগবতী
    রাইক শেষ দশা, শুনি ভগবতী, বৃন্দা সহ উপনীত। গুরুজন বোধি, তাহি ধনি লেওল, কালিন্দীকুল সমীপ।। শুনইতে ধাই, আওল মধুমঙ্গল, সঙ্গহি গোকুলবীর। চলইতে খলই, নয়ন জল ঢরকই, ঐছনে পাওল কুটীর।। কাতর কানুক, মুখ হেরি ভগবতী, গদগদ কহতহি ভাষ। বরজসুখাকর, রসিক মুকুটবর, কি কহব গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • রাইক শেষ দশা শুনি গদগদ
    রাইক শেষ দশা শুনি গদগদ নাগর ভেল বিভোর। কহইতে কণ্ঠ- শবদ নাহি নিকসই ঝর ঝর লোচনলোর।। সজনি তুরিতহি করহ পয়াণ। কাতরে নাগর এতহিঁ নিদেশল সঘনে ঝরয়ে দু নয়ান।। এতহুঁ বচন যব সো সখি শুনল তৈখনে করল পয়াণ। মুরছিত রাই কুঞ্জে যাহাঁ লূঠয়ে যাই মিলল সোই ঠাম।। উঠ উঠ সুন্দরি বিরহ দূরে করি কানু মিলত তুয়া […] keyboard_arrow_right
  • রাইক সংবাদ কো আনি দেব
    রাইক সংবাদ কো আনি দেব এমন ব্যথিত কেহ নাই। মান ভরমে ভরে হাম চলি আয়নু প্রাণ রহল তছু ঠাঁই ।। রাই আপন বিপদ নাহি মানি। হামারি অদর্শনে রাই কৈছে জীয়ব ধনী জনি তেজয়ে পরাণী।। গুরুজন গঞ্জন ভঞ্জন লেওল নিজপতি বিবিধ বিধানে। হামারি কারণে ধনী এত দুখ সহতহি তবে করল তু মানে।। রাইক গুণগান সোঙরি সোঙরি […] keyboard_arrow_right
  • রাইক হৃদয় ভাব বুঝি মাধব
    রাইক হৃদয় ভাব বুঝি মাধব পদতলে ধরণি লোটাই। দুই করে দুই পদ ধরি রহু মাধব তবহুঁ বিমুখি ভেল রাই।। পুনহি মিনতি করু কান। হাম তুয়া অনুগত তুহুঁ ভালে জানত কাহে দগধ মঝু প্রাণ।। তুহুঁ যদি সুন্দরি মঝু মুখ না হেরবি হাম যায়ব কোন ঠাম। তুয়া বিনু জীবন কোন কাজে রাখব তেজব আপন পরাণ।। এতহুঁ মিনতি […] keyboard_arrow_right
  • রাইক হৃদয় ভাব বুঝি মাধব
    রাইক হৃদয়- ভাব বুঝি মাধব পদতলে ধরণি লোটাই। দুই করে দুই পদ ধরি বহু মাধব তবহুঁ বিমুখি ভেল রাই।। পুনহি মিনতি করু কান। হাম তুয়া অনুগত তুহুঁ ভালে জানত কাহে দগধ মঝু প্রাণ।।ধ্রু।। তুহুঁ যদি সুন্দরি মঝু মুখ না হেরবি হাম যায়ব কোন ঠাম। তুয়া বিনু জীবন কোন কাজে রাখব তেজব আপন পরাণ।। এতহুঁ মিনতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ