• রাখিমু তোরে হিয়ার মাঝারে
    রাখিমু তোরে হিয়ার মাঝারে পরাণ যতন করি রাখিমু তোমারে। ধু যমুনাতে আনাগোনা কদমতলে থানা। মুই নারীর বাড়ীতে আইতে তোরে কে করিবে মানা।। যেখনে পিরীতি কৈলা মিঠামিঠা বাণী। গলে প্রেফাঁসি দিয়া নিতে চাহ প্রাণি । কহে হীন চম্পা গাজী শুন প্রাণেশ্বরী। এবে তোমার প্রেমে নাম জপে হরি।। keyboard_arrow_right
  • রাগ তাল দুহুঁ হৃদয়ে ধয়লি তুহুঁ
    রাগ তাল দুহুঁ হৃদয়ে ধয়লি তুহুঁ জানলু বচনক রীতে গ্রাম তিন স্বর বহুবিধ পরকার জানসি কত কত নীতে।। গুণবতি অতয়ে নিবেদিয়ে তোয়। মধুর আলাপ শিখায়বি নিরজনে নিজ জন জানিয়া মোয়।।ধ্রু।। মুরলি ছোড়ি হাম নিকটহি বৈঠব শীখব সুমধুর গান। গৌরি শ্যাম নট তব নহ দুরঘট হোয়ব মিলন-সন্ধান।। মুখহিঁ মুখহিঁ যব তহুঁ শিখায়বি হৃদয়ে ধরব তব হাম। […] keyboard_arrow_right
  • রাগের ভজন পথ কহি এবে অভিমত
    রাগের ভজন পথ কহি এবে অভিমত লোক বেদ সার এই বাণী। সখির অনুগা হৈয়া ব্রজ সিদ্ধি দেহ পায়্যা সেই ভাবি জুড়াব পরাণি।। রাধিকার সখি যত তাহা না কহিব কত মুখ্য সখি করিএ গণন। ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন।। তুঙ্গবিদ্যা ইন্দুলেখা অষ্টজন এক সখা আর কহি শুন সখি(গ)ণ। ললিতার মন্দ গতি সদাই কৃষ্ণতে […] keyboard_arrow_right
  • রাগের ভজন শুনিয়া বিষম
    রাগের ভজন শুনিয়া বিষম বেদের আচার ছাড়ে। রাগানুগমেতে লোভ বাড়ে চিতে সে সব গ্রহণ করে।। ছাড়িতে বিষম তাহার করণ আচার বিষম না পারে। অতি অসম্ভব অলৌকিক সব লৌকিকে কেমনে করে।। করিয়া গ্রহণ না করে যাজন সে কেন সাধনা করে। বুঝিতে না পারে আনাগোনা করে ফাঁফরে পড়িয়া মরে।। তার এ কুল ও কুল দুকুল গেল পাথারে […] keyboard_arrow_right
  • রাজনন্দিনী তছু দুকূল উজোর
    রাজনন্দিনী তছু দুকূল উজোর। দুই চারি চন রাখবি মোর।। শ্রবণে শুনবি যব মুরলিক তান। তবু নাহি উঠবি হই অগেয়ান।। কানুক প্রেম রতন মণিসার। গোপনে রাখবি নিজ পরচার।। শাস্‌কি বচনে রহবি কর জোড়ি । সতীগুণ বারতা পুছবি বেরি বেরি।। সাঁঝকি সময়ে হরি গৃহ -মাঝ। গোবিন্দদাস কহ সমুচিত কাজ।। keyboard_arrow_right
  • রাজপুরাদ্‌গোকুলমুপযাতম্
    রাজপুরাদ্‌গোকুলমুপযাতম্। প্রমদোন্নাদিত-জননী-তাতম্।। স্বপ্নে সখি পুনরদ্য মুকুন্দম্। আলোকয়মবতংসিত-কুন্দম্।। পরম-মহোৎসব-ঘূর্ণিত-ঘোষম্। নয়নেঙ্গিত-কৃত-মৎপরিতোষম্।। নব-গুঞ্জাবলি-কৃত-পরভাগম্। প্রবল-সনাতন সুহৃদনুরাগম্‌।। keyboard_arrow_right
  • রাজসভা মাহ বৈঠল ব্রজপতি
    রাজসভা মাহ বৈঠল ব্রজপতি সহোদরগণ লই সাথ। কোই কোই চামর ঢুলায়ত মৃদু মৃদু কোই ছত্র ধরু মাথ।। আওল কানু বলরাম। শির পর সুরঙ্গ পাগ মনোহর যৈছনে দুহুঁ নবকাম।। ব্রজপতি কোরহি লেয়ল দুহুঁজন চুম্বন করল বয়ান। সমুখহি নর্ত্তক বাদক গায়ক যন্ত্র মেলি করু গান।। পড়য়ে বন্দিগণ ছন্দ মনোহর উজলিত শত শত দীপ। সকল সভা জন চীত […] keyboard_arrow_right
  • রাজা এথা থাকে কোথা কেবা সাধে দান
    রাজা এথা থাকে কোথা কেবা সাধে দান। কিবা চায় কিবা লয় কেবা করে আন।। কুল-নারী হেরি হেরি ঠারে কও কথা। সঙ্গে বুড়ী হাতে নড়ী ঘন নাড়ে মাথা।। এখনি যাইয়া কব গোকুল সমাজ। কোথা যাবে দান সাধা কোথা যাবে সাজ।। কোথা পলাইয়া যাবে সুবল রাখাল। তিলেকে ভাঙ্গিয়া যাবে সব ঠাকুরাল।। অতয়ে আমার বোলে হও সাবধান। কুলবতী […] keyboard_arrow_right
  • রাজা পরিক্ষিত কহিতে লাগল
    রাজা পরিক্ষিত কহিতে লাগল সন্দেহ হইল মনে।– “শুনহ গোসাঞি, ব্যাসের নন্দন, পুছিএ তোমার স্থানে।। কহ বিচারিঞা শুনিয়ে শ্রবণে কহিএ তোমার কাছে। কি গতি পাইল পুতুনা রাক্ষসী এ কথা সন্দেহ আছে।।” কহিতে লাগল ব্যাসের নন্দন– “শুন শুন, মহারাজা। কোনহ সন্দেহ হইল তোমার কহ কহ, মহাতেজা ।।” কহে পরিক্ষিত– “শুন, সুকদেব এই সে সন্দেহ মোর। রিপু-ছলে আসি […] keyboard_arrow_right
  • রাজার ঝিয়ারী কুলের বোহারী
    রাজার ঝিয়ারী কুলের বোহারী স্বামী-সোহাগিনী নারী। পিরিতি লাগিয়া এ তিন খোয়ালুঁ হইলুঁ কুল-খাঁখারী।। সই কি ছার পরাণ কাজে। স্বপনে সে জন নাহি দরশন জগত ভরিল লাজে।। ধরম করম সব তেয়াগিলুঁ যাহার পিরিতি সাধে। জাতি কুলশীল সকল মজিল সে জনার পরিবাদে।। ভাবিতে চিন্তিতে হিয়া জর-জর না রুচে আহার পানি। কহে বলরাম এ তিন আখর কেবল দুখের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ