• রাধামাধব দুহুঁ তনু মীলল
    রাধামাধব দুহুঁ তনু মীলল উপজল আনন্দ-কন্দ। কনক-লতায়ে তমাল জনু বেঢ়ল রাহু গরাসল চন্দ।। যৈছন কমলে ভ্রমরা রহু মাতি। জলদে বেঢ়ল জনু তড়িত লতাবলি রতির-পতি বিদরয়ে ছাতি।। নীলমণি রতন কাঞ্চনে জনু বেঢ়ল ঝামর ভেল মুখ-জোতি। শ্রম-ভরে স্বেদ বিন্দু বিন্দু চোয়ত যৈছন জলদে বিথারল মোতি।। নারি পুরুষ দুহুঁ লখই না পারিয়ে অপরূপ দুহুঁ -জন-রঙ্গ। গোবিন্দদাস কহ নিতি […] keyboard_arrow_right
  • রাধামাধব বিহরই বনে
    রাধামাধব বিহরই বনে। নিমগন দুহুঁ জন সুরত রণে।। দুহুঁ উঠি বৈঠি কতয়ে করু কেলি। বহুবিধ খেলন সহচরি মেলি।। নিভৃত কুঞ্জগৃহে করত বিলাস। হেরত দূহুঁ রূপ নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • রাধামাধব করয়ে বিলাস
    রাধামাধব করয়ে বিলাস। দুহুঁমুখ হেরইতে দুহুঁক উলাস।। দুহুঁক বয়নে ঝরয়ে শ্রমবারি। হেম নিলকমলে মোতিম নেহারি।। অলস অবশ দুহুঁ হেলন অঙ্গ। ঊয়ল জনু ঘন দামিনি সঙ্গ।। দুহুঁভুজ দুহুঁক অংস অবলম্ব। দুহুঁ বিলসই পুন পুন পরিরম্ভ।। তিরপিত নহত নিমিখে চিত ভীত। রায় বসন্ত কহে ঐছে পিরীত।। keyboard_arrow_right
  • রাধামাধব করু রস-পুঞ্জে
    রাধামাধব করু রস-পুঞ্জে। হিম-ঋতু-দিনহিঁ মিলল দুহুঁ কুঞ্জে।। নিবিড়-আলিঙ্গনে শীত নিবার। এক মুখে ঘাম আরে শিতকার।। ঐছনে কতহুঁ করত সঞ্চার। সুরত-পয়োনিধি দুহুঁ ভেল পার।। দুহুঁ কর গুণ দুহুঁ করু পরশংস। রাধামোহন-পহু দুহুঁ অবতংস। keyboard_arrow_right
  • রাধামাধব দোঁহে অতি মনোহর
    রাধামাধব দোঁহে অতি মনোহর। উঠিয়া বসিলা পুষ্পশয্যার উপর।। রতির আলসে আঁখি মেলিতে না পারে। দুহুঁ ঢুলি ঢুলি পড়ে দোঁহার উপরে।। কপূর্র তাম্বুল চূয়া সুগন্ধি চন্দন। মঙ্গল আরতি সখী করয়ে সেবন।। শুনি চমকিত মন কোকিলের রায়। জ্ঞানদাস দুহুঁ রসালস গায়।। keyboard_arrow_right
  • রাধামাধব নাচত হোরি আনন্দে
    রাধামাধব নাচত হোরি আনন্দে। ডম্ফ অরুণ করে তরল তাল ধরে বাওত কতহিঁ প্রবন্ধে।। ধ্রু।। থো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ তা থো থো বোল মৃদঙ্গ। কন কন কন ধনি বীণ-নাদ শুনি স্বরমণ্ডলস্বরে মুরছে অনঙ্গ।। চঞ্চল চরণ খঞ্জনগতি ভঙ্গিম ঝননন মঞ্জীর বোলে। ঝম ঝম ঝুমরি ঝুমরি ঝুমরা কোই বাওয়ে ডম্ফ উতরোলে।। অরুণ মেঘের কাছে অরুণ চন্দ্র […] keyboard_arrow_right
  • রাধামাধব নীপ-মূলে
    রাধামাধব নীপ-মূলে। কেলি-কলারস দানছলে।। দূরে গেও সখিগণ সহিতে বড়াই। নিভৃত নীপ-মূলে বৈঠল রাই।। ভুজে ভুজে বেঢ়ি দোহার বয়নে বয়ন। কমলে মধুপ যেন হইল মিলন।। দোহার অধর-মধু দোঁহে করু পান। নিজ অঙ্গে দিল রাই ঘন-রস দান।। মীলল দুহু জন পূরল আশ। আনন্দে সেবই গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • রাধামাধব নীপমূলে
    রাধামাধব নীপমূলে। কেলিকলারসদান ছলে।। দুহুঁ দোঁহা দরশই নয়নবিভঙ্গ। পুলকে পুরল তনু জরজর অঙ্গ।। দূরে গেল সখিগণ সহিতে বড়াই। নিভৃত নীপমূলে লুঠই রাই।। দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর। চান্দ মিলল জনু লুবধ চকোর।। দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ। জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস।। keyboard_arrow_right
  • রাধামাধব পাশক খেলত
    রাধামাধব পাশক খেলত করি কত বিবিধ বিধান। দুহুঁক বচন-রিতি কেবল পিরীতি দুহুঁ বর-রসক নিধান।। সখি হে আজু নাহি আনন্দ-ওর। দুহুঁ দোহা রূপ নয়ন ভরি পীবই দুহুঁ কিয়ে চন্দ্র-চকোর।।ধ্রু।। হাতহিঁ হাত লগাই যব খেলত ভাবে অবশ তব দেহ। আনন্দ-সায়রে নিমগন দুহুঁমন ভূলল নিজ নিজ গেহ।। ঐছন সময়ে নিয়োজিত শুক কহে জটিলা-গমন অকাজ। রাধামোহন পহু চতুর-শিরোমণি সাজল […] keyboard_arrow_right
  • রাধামাধব বিহরই বিপিনে
    রাধামাধব বিহরই বিপিনে। যুবতি কলাবতি সঙ্গহি শতশত কেলিকলারস নিপুণে।। কোই কোই ধনি বনি নাচত পিয়া সঙ্গে কেহু কেহু গাওত রঙ্গে। কেহু অঙ্গভঙ্গ গতি চারু কর চালনি শোহিনি গুরুয়া নিতম্বে।। কেহু আনন্দমতি চিত্রচরণগতি কহে থৈ থৈ পরসঙ্গে। কেহু কহে ভাল কানু সাম্ভাল গিরহ জনু রাধ নয়ন তরঙ্গে।। বিহসি রসিকবর বয়নকমল পর মধুকর জনু মধুপানে। অধর অমিয়াফল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ