রাধামাধব করয়ে বিলাস।
দুহুঁমুখ হেরইতে দুহুঁক উলাস।।
দুহুঁক বয়নে ঝরয়ে শ্রমবারি।
হেম নিলকমলে মোতিম নেহারি।।
অলস অবশ দুহুঁ হেলন অঙ্গ।
ঊয়ল জনু ঘন দামিনি সঙ্গ।।
দুহুঁভুজ দুহুঁক অংস অবলম্ব।
দুহুঁ বিলসই পুন পুন পরিরম্ভ।।
তিরপিত নহত নিমিখে চিত ভীত।
রায় বসন্ত কহে ঐছে পিরীত।।