রাধার গুণ কত নন্দলাল তা জানে না। কিঞ্চিৎ জানলে তো লম্পটো ভাব থাকতো না।। করে সে পিরিতি, নাই তার সুরীতি, কুরীতি ছলনা, বলে তাই সত্য দেখি অন্য ভাব না।। যদি মন দিলে রাধারে, তবে শ্যাম কুবুজারে স্পর্শ ক’রত না, এক মন কয় জায়গায় বেচে তাও ত জানলাম না।। চন্দ্রাবলীর সনে মত্ত কোন্ রসরঙ্গে ভেবে দেখ […]
keyboard_arrow_right