• রাধার আরতি পীরিতি দেখিয়া
    রাধার আরতি পীরিতি দেখিয়া কহেন কোন বা সখি।– “আজি সে তোমারে মিলব সুদিন কমল-নয়ান আঁখি।।” প্রেম-অশ্রুজলে আঁখি ঢল ঢল হৃদয়ে পুলক মানি। প্রেমের হুতাশে কহিছে নিকশে কহেন রমণী ধনী।। “কেমনে এ বনে যাইব সঘনে পাছে কোন দশা হয়। এই দুঃখ উঠে মরম-বেদন মোর মনে হেন লয়।। শ্যাম হেন ধন অমূল্য রতন হৃদয়ে পরিয়াছি। এ দেহ […] keyboard_arrow_right
  • রাধার কি হলো অন্তরে ব্যথা
    রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহার কথা।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়ানতারা। বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেমন যোগিনী পারা।। এলাইয়া বেণী ফুলের গাঁথনি দেখয়ে খসায়ে চুলি। হসিত বয়ানে চাহে চন্দ্র পানে কি কহে দু হাত তুলি।। একিদিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নব […] keyboard_arrow_right
  • রাধার গুণ কত নন্দলাল তা জানে না
    রাধার গুণ কত নন্দলাল তা জানে না। কিঞ্চিৎ জানলে তো লম্পটো ভাব থাকতো না।। করে সে পিরিতি, নাই তার সুরীতি, কুরীতি ছলনা, বলে তাই সত্য দেখি অন্য ভাব না।। যদি মন দিলে রাধারে, তবে শ্যাম কুবুজারে স্পর্শ ক’রত না, এক মন কয় জায়গায় বেচে তাও ত জানলাম না।। চন্দ্রাবলীর সনে মত্ত কোন্‌ রসরঙ্গে ভেবে দেখ […] keyboard_arrow_right
  • রাধার চরিত দেখি সেই সখী
    রাধার চরিত দেখি সেই সখী চলিলা রাধার কাছে। সুধামুখী ধনী হয়েছে মানিনী অতি কোপ মনে আছে।। কহে এক সখী “শুনহে বচন যদি বা মানেতে রাধা। * * * * * * * * * * ।। তবে কিবা সুখ উঠে কত দুঃখ সে ধনি তেজিয়া কিবা। চল মোরা যাব রাধা মানাইব করিয়া তাহার সেবা।।” দুই […] keyboard_arrow_right
  • রাধার বেশে শোভা বনাইছে
    রাধার বেশে শোভা বনাইছে চিকুর আঁচরি চুল। তাহে সুগন্ধিত আগরু চন্দন বেড়িয়ে মল্লিকা ফুল।। বেণীর সুছাঁদ দৃঢ় করি বাঁধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল-জাদ সাখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝল মল শ্রীমুখমণ্ডল ভালে সে সিন্দুর ফোঁটা। তার মাঝে মাঝে চন্দনের বিন্দু আঙ্গুলি বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে […] keyboard_arrow_right
  • রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে
    রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে। যেখনে রাধিকারসনে দেখা হইল বৃন্দাবনে। সে অবধি প্রাণি না রয় ধড়ে।। ধু রাধিকার আন হেন মেনকা সমান যেন নাসা খগ জিনি সম কীর হৈম বেসর দোলে কাঁচুলি হৃদেত লোলে দেখি কানুর প্রাণি না রয় থির। দেখি রাধার দুইটি স্তন বন্দী হইল কানুর মন সাধ করে ধরিতে […] keyboard_arrow_right
  • রাধার আকুল রে বাঁশী না বাজাইয়
    রাধার আকুল রে বাঁশী না বাজাইয়। তরল বাঁশের বাঁশী তাতে পঞ্চ বেধা। বাঁশীয়া কেমনে জানে কলঙ্গিনী রাধা।। যে জড়ে আছিলি বাঁশী জড়ের লাগপাম্‌।। জড়েমূলে কাটিবাঁশী সাগরে ভাসাম্‌। সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। নিবিছিল মনের আগুন দিলি জ্বালাইয়া ।। keyboard_arrow_right
  • রাধার আবেশে গমন মন্থর
    রাধার আবেশে গমন মন্থর চলিলা আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্রমালা জপিতে জপিতে প্রবেশ করিল গিয়া।। উপবন মাঝে প্রবেশ করিল সুখমই ধনী রাই। প্রেমরস-ভরে আধ আধ বোল সঘনে কহিছে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার কাছে। কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তূরিত বেশে।। নাগর শেখর একলা আছয়ে চলহ তুরিত করি। গিয়া বৃন্দাবনে দিলা দরশন চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • রাধার আরতি পীরিতি দেখিয়া
    রাধার আরতি পীরিতি দেখিয়া কহেন কোন বা সখী। আজি সে তোমারে মিলব সুদিন কমল নয়ন আঁখি।। প্রেম অশ্রুজলে আঁখি ঢল ঢল হৃদয় পুলক মানি। প্রেমের হুতাশে কহিছে নিকশে কহেন রমণী ধনী।। কেমনে এ বনে যাইব সঘনে পাছে কোন দশা হয়। এই দুখ উঠে মরম-বেদন মোর মনে হেন লয়।। শ্যাম হেন ধন অমূল্য রতন হৃদয়ে পড়িয়াছি। […] keyboard_arrow_right
  • রাধার কাকুতি করিছে আরতি
    রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাঁচাহ জীব যতকাল ঘুষিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ