রাধার আকুল রে বাঁশী না বাজাইয়।
তরল বাঁশের বাঁশী তাতে পঞ্চ বেধা। বাঁশীয়া কেমনে জানে কলঙ্গিনী রাধা।।
যে জড়ে আছিলি বাঁশী জড়ের লাগপাম্‌।। জড়েমূলে কাটিবাঁশী সাগরে ভাসাম্‌।
সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। নিবিছিল মনের আগুন দিলি জ্বালাইয়া ।।