রামা অধিক চন্দিম ভেল।
কতনে জতনে কত অদবুদ
বিহি বিহি তোহি দেল।।
সুন্দর বদন সিন্দুর বিন্দু
সামর চিকুর ভার।।
জনি রবি সসি সঙ্গহি উগল
পাছু কএ অন্ধকার।।
চঞ্চল লোচন বাঙ্কে নিহারএ
অঞ্জন সোভা পাএ।
জনি ইন্দীবর পবলে পেলল
অলি ভরে উলটাএ।।
উনত উরজ চিরে ঝপাবএ
পুনু পুনু দরসাএ।
জইঅও জতনে গোঅএ চাহএ
হিমগিরি ন নুকাএ।।
এহনি সুন্দরি গুণক আগরি
পুনেঁ পুনমত পাব।
ই রস বিন্দক রূপনরাঅন
কবি বিদ্যাপতি গাব।।

পদকল্পতরুতে পদটী নিম্নলিখিত আকারে পাওয়া যায় —

সুন্দর বদনে সিন্দুর বিন্দু
শাঙর চিকুর ভার।
জনু রবি শশি সঙ্গহি উয়ল
পিছে করি অন্ধিয়ার।।
রামা হে অধিক চন্দ্রিম ভেল।
কত না যতনে কত অদভুত
বিহি বহি তোহে দেল।।
উরজ অঙ্কুর চিরে ঝাঁপায়সি
থোর থোর দরশায়।
কত না যতনে কত না গোপসি
হিমে গিরি না লুকায়।।
চঞ্চল লোচনে বঙ্ক নেহারণি
অঞ্জন শোভন তায়।
জনু ইন্দিবর পবনে পেলল
অলিভরে উলটায়।।
ভণ বিদ্যাপতি শুনহ যুবতি
এসব এরূপ জান।
রায় শিবসিংহ রূপনারায়ণ
লছিমা দেবি পরমাণ।।