• রাধার কাকুতি করিছে আরতি
    রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাচাহ জীব যতকাল ঘুচিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে– “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […] keyboard_arrow_right
  • রাধার চরিত দেখি সেই সখী
    রাধার চরিত দেখি সেই সখী চলিলা আনের কাছে। সুধামুখী ধনী হয়েছে মানিনী অতি কোপমনে আছে।। তবে কি বা সুখ উঠে কত দুখ সে ধনী ত্যজিয়া কিবা। চল মোরা যাব রাধা মানাইব করিয়া তাহার সেবা।। দুই চারি সখী রাই পাশে গিয়া কহিতে লাগিলা তায়। কেন অভিমান কিসের কারণ এ দুখী হইয়াছ কায়।। শ্যাম সুনাগরে এ দেহ […] keyboard_arrow_right
  • রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে
    রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে। মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।। কোন প্রেমে সে ব্রজপুরী বিভোরা কিশোর-কিশোরী কে পাইবে গন্ধ তারই কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।। গোপী অনুগত যারা এবে সে প্রেম জানবে তারা তাদের কামের ঘরে সুরকি মারা মরায় মরে ধরায় ধরে।। পুরুষ-প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের করণ সিংহের দায় […] keyboard_arrow_right
  • রাধার ধিয়ানে কানাই কাননে
    রাধার ধিয়ানে কানাই কাননে বসিয়া মধুর মুখে। লইয়া মুরলী ডাকে রাধা বলি কানন ভরিল সুখে।। বাঁশী শুনি সুমধুর ধ্বনি। ধায় গজগতি গোকুল যুবতি ভেটিতে নাগর মণি।। বসন ভূষণ সব আন আন উলট করিয়া পরে । কর আভরণে পরিল চরণে চরণ নূপুর করে।। নয়ন অঞ্জন কুণ্ডল শ্রবণ এক এক বিপরীত। রাধাদাস বলে গোপীরে পাইলে করিল মুরলী […] keyboard_arrow_right
  • রাধার প্রেমের ভরে বিনোদ নাগর
    রাধার প্রেমের ভরে বিনোদ নাগর। ধরি সুবলের করে কাতর অন্তর।। দোঁহে চলি আয়ল নিকুঞ্জক মাঝ। রাইকুণ্ডতীরে সে বসিলা রসরাজ।। বৃন্দা দেখি তহিঁ মীলল যাই। তাহে মিনতি বহু করল কানাই।। শুনি আওল সোই রাইক পাশ। উদ্ধব দাস কহ মধুরিম ভাষ।। keyboard_arrow_right
  • রাধার বেশের শোভা বনাইছে
    রাধার বেশের শোভা বনাইছে চিকুরে আঁচরি-চুলে । তাহে সুগন্ধিত অগরু চন্দন বেড়িয়া মল্লিকা ফুলে।। বেণীর সুছান্দে দৃঢ় করি বান্ধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল জাদ-শিখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝলমল শ্রীমুখ-মণ্ডল ভালে সে সিন্দুর-ফোঁটা । তার মাঝে মাঝে চন্দনের বিন্দু অমল বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে গজমতি […] keyboard_arrow_right
  • রাধার মন জানি রসিক মুরারি
    রাধার মন জানি রসিক মুরারি (যবে) রজনী গহন ভেল। বুঝিয়া নাগর নিঃশব্দ নগর রাধার মন্দিরে গেল।। অতি সুবাসিত বারি ঢালি রাধা ধোয়াল চরণ দুই। কেশ পাশ দিয়া চরণ মুছায়া বিচিত্র পালঙ্কে লই।। মৃগমদ ভরি চন্দন কটোরি অগোর মিলিত তায়। মনের হরিষে সুনাগরী রাধে লেপিছে শ্যামের গায়।। নানা ফুলদাম অতি অনুপাম গলে পরায়ল রাধা। রূপ নিরক্ষীণ […] keyboard_arrow_right
  • রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়
    রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়, বৃন্দাবনের কানাই আর বলাই নৈদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই। করে মা যশোদা বেন্ধে ছিল হাত বুলাইলে জানা যায়। বৃন্দাবনের ননী খেয়ে পেটও ভরে নাই– নৈদে এসে দৈ চিড়াতে ভুলেছো কানাই, তুমি কোন ভাবেতে কপ্নি নিলে–সেই কথা বল আমায়। তুমি কৃষ্ণ হরি দয়াময় –তোমাকে যে চিনতে পারে–অধীন লালন কয়। […] keyboard_arrow_right
  • রাধারূপ অতি দেখিয়া মূরতি
    রাধারূপ অতি দেখিয়া মূরতি বিকল হইল তারা। কোথা হৈতে এত রূপ লয়েছিল এমনি মাধুরী-ধারা।। যেমন নাগরী তেমন নাগর এ দুই একৈক প্রাণ। আপনার চূড়া তেমতি বান্ধিল ইথে সে নাহিক আন।। রাই বামকরে নাগর-শেখরে ধরিয়া লইল কুঞ্জে। “বস ধনী রাধা, মুরলী শিখাব এ সে কুটীর-কুঞ্জে।।” হরষ-বদনী ও মৃগনয়নী কহেন হাসিয়া রসে। “দেহ করে বাঁশী” ধনী কহে […] keyboard_arrow_right
  • রাধারূপ অতি দেখিয়া মূরতি
    রাধারূপ অতি দেখিয়া মূরতি বিকল হইল তারা। কোথা হৈতে এত রূপ লয়েছিল এমনি মাধুরী ধার।। যেমন নাগরী তেমন নাগর এ দুই একেক প্রাণ। আপনার চূড়া তেমতি বান্ধিল ইথে সে নাহিক আন।। রাইবামকরে নাগর-শেখরে ধরিয়া লইল কুঞ্জে। বস ধনী রাধা মুরলী শিখাব এই সে কুটীর-কুঞ্জে।। হরষ-বদনী ও মৃগনয়নী কহেন হাসিয়া রসে। দেহ করে বাঁশী ধনী কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ