রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়, বৃন্দাবনের কানাই আর বলাই নৈদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই। করে মা যশোদা বেন্ধে ছিল হাত বুলাইলে জানা যায়। বৃন্দাবনের ননী খেয়ে পেটও ভরে নাই– নৈদে এসে দৈ চিড়াতে ভুলেছো কানাই, তুমি কোন ভাবেতে কপ্নি নিলে–সেই কথা বল আমায়। তুমি কৃষ্ণ হরি দয়াময় –তোমাকে যে চিনতে পারে–অধীন লালন কয়। […]
keyboard_arrow_right